Murad Hossain Niloy

Murad Hossain Niloy "সততা বিশ্বাস আর ভালোবাসা দিয়ে পৃথিবীর সকল ভালো কাজকে জয় করতে চাই"

‘হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব, পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ ( শয়তান) যেন তোমা...
26/11/2025

‘হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব, পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ ( শয়তান) যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে না পারে।’
📖আল-কোরআন[ সুরা ফাতির, ৩৫ : ৫ ]

আমি এক কাকতাড়ুয়া, মাস বদলায়, ঋতু বদলায় কিন্তু আমার দুঃখ বদলায় না।
25/11/2025

আমি এক কাকতাড়ুয়া, মাস বদলায়, ঋতু বদলায় কিন্তু আমার দুঃখ বদলায় না।

25/11/2025

আমাদের দৃষ্টিসীমা ভীষণ সীমিত এই সীমার বাইরে আছে অসীম এক জগৎ। নিজের মনটাকে দৃষ্টিসীমার মতো সীমিত না রেখে যতটুকু পারেন বিস্তৃত করুন।

24/11/2025

"সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই ব্যক্তিই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে"
📖(বুখারী)

23/11/2025

আহ কি সুন্দর।
ওদের দেখে শৈশবস্মৃতি মনে পরে গেলো।

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এতো দিবেন যে, তুমি খুশী হয়ে যাবে!                📖 আল-কোরআন[ সূরা আদ্ব দ্বোহা - ৫ ]
23/11/2025

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এতো দিবেন যে, তুমি খুশী হয়ে যাবে!
📖 আল-কোরআন[ সূরা আদ্ব দ্বোহা - ৫ ]

শীতের স্নিগ্ধতা।গ্রামের সকালে নরম কুয়াশায় লুকানো শান্তি🌳
22/11/2025

শীতের স্নিগ্ধতা।
গ্রামের সকালে নরম কুয়াশায় লুকানো শান্তি🌳

একদিন এমন এক জুম্মাবারে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সূরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যে...
21/11/2025

একদিন এমন এক জুম্মাবারে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সূরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন।

যারা উঁচু দালানকোঠা থেকে এই ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন এই কম্পন।

সেই দিন আসন্ন। অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুম্মাবারে।

 #আলহামদুলিল্লাহইন্ডিয়াকে হারানো সবসময়ই আলাদা মজা — ক্রিকেট - ফুটবল যেটাই হোক না কেন।  #অভিনন্দন_বাংলাদেশ
21/11/2025

#আলহামদুলিল্লাহ
ইন্ডিয়াকে হারানো সবসময়ই আলাদা মজা — ক্রিকেট - ফুটবল যেটাই হোক না কেন।

#অভিনন্দন_বাংলাদেশ

এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন। 🤲''ত...
21/11/2025

এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই।

আল্লাহ সবাইকে হেফাজত করুন। 🤲

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?''
📖 আল কোরআন[সূরা আল-মুলক : ১৬]

মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে  ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কোন প্রাণীর নেই হে আল্লাহ জীবনের শেষ ঘুম ঘুমানো...
20/11/2025

মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কোন প্রাণীর নেই হে আল্লাহ জীবনের শেষ ঘুম ঘুমানোর আগে আমাদের সব গুনাহ গুলো তুমি ক্ষমা করে দাও 🤲 আমিন।

সূর্যের সোনালী রশ্মি মেঘ, তৃণভূমি ও পাহাড় এইগুলোর মিশ্রণে প্রাকৃতিক সুন্দর রং ধারণ করে এবং উপত্যকা গুলিকে একটি উজ্জ্বল ...
20/11/2025

সূর্যের সোনালী রশ্মি মেঘ, তৃণভূমি ও পাহাড় এইগুলোর মিশ্রণে প্রাকৃতিক সুন্দর রং ধারণ করে এবং উপত্যকা গুলিকে একটি উজ্জ্বল রঙ দেয়।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Murad Hossain Niloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murad Hossain Niloy:

Share