Foyez.news

Foyez.news journalist and content creator

জীবনের নির্মম বাস্তবতা👉 কারো প্রতি আন্তরিক ভালোবাসা দেখিয়ে বিনিময়ে অপমানিত হয়েছেন? এতে আশ্চর্যের কিছু নেই। কারণ, সবাই ভা...
15/03/2025

জীবনের নির্মম বাস্তবতা

👉 কারো প্রতি আন্তরিক ভালোবাসা দেখিয়ে বিনিময়ে অপমানিত হয়েছেন? এতে আশ্চর্যের কিছু নেই। কারণ, সবাই ভালোবাসা ও আন্তরিকতার মূল্য দিতে জানে না। কিন্তু তাই বলে আপনার ভালোবাসা বৃথা যায় না।

👉 আপনি হয়তো কারো জীবনের ম্যারাথনে স্টার্টিং পয়েন্ট, কিন্তু শেষের দিকে গিয়ে সে নিজের পরিশ্রমকেই বিজয়ের মূল কারণ ভাববে। বিজয়ের আনন্দে আপনাকে আমন্ত্রণ জানানো তো দূরের কথা, উল্টো শুনতে হতে পারে—"আপনি তো কখনো জিততে পারেননি!"

👉 আপনার চেষ্টায় কারো সামান্য উপকার হলেও তা মনে করিয়ে দিতে যাবেন না। কারণ, বৃষ্টিভেজা সকালে প্রয়োজনীয় ছাতাটিই রোদেলা দুপুরে বোঝা হয়ে যায়।

👉 কারো পথের সারথি হলে, সে পথ চলা শিখে গেলে সটকে পড়ুন। না হলে অপমানের জন্য প্রস্তুত থাকুন।

👉 আপনি যত নিঃস্বার্থ থাকবেন, মানুষ ততই ভাববে—এর পেছনে নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে। যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করবেন, দিন শেষে তারাই হয়তো কটূক্তির তীর ছুঁড়বে।

👉 পৃথিবীতে আপনি যত উদার হবেন, মানুষ ততই আপনাকে দুর্বল ভাববে।

👉 ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে যদি মানুষের ভালোবাসা পাওয়া যেত, তাহলে শৈশব থেকে পিতামাতার তিলে তিলে গড়া স্নেহ-ভালোবাসা পদদলিত করে বৃদ্ধাশ্রমের দরজায় পৌঁছে দেওয়ার নির্মম বাস্তবতা তৈরি হতো না।

👉 আপনি যত উত্তম কাজই করুন কারো কাছে বিনিময় আশা না করলেই ভালো থাকবেন।

তাই, ভালো থাকুন নিজের মতো। মানুষের জন্য করুন, কিন্তু প্রত্যাশার বোঝা বইবেন না।

অশান্তির মূল দুটি কারণমানুষের অশান্তির পেছনে দুইটি বড় কারণ কাজ করে— নিজেকে অন্যের সাথে তুলনা করা এবং অন্যের কাছ থেকে কিছ...
11/03/2025

অশান্তির মূল দুটি কারণ

মানুষের অশান্তির পেছনে দুইটি বড় কারণ কাজ করে— নিজেকে অন্যের সাথে তুলনা করা এবং অন্যের কাছ থেকে কিছু আশা করা।

প্রথমটি আমাদের নিজের অর্জনকে ছোট করে দেয়, আত্মবিশ্বাসে আঘাত হানে। প্রতিটি মানুষ আলাদা, তাই তুলনা করে হতাশ হওয়া অর্থহীন। বরং নিজের পথেই এগিয়ে যাওয়াই শ্রেয়।

দ্বিতীয়টি আমাদের সুখকে অন্যের আচরণের ওপর নির্ভরশীল করে তোলে। যখন আমরা কারও কাছ থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা বা সম্মান আশা করি এবং তা না পাই, তখন মন বিষাদে ভরে যায়।

শান্তি চাইলে তুলনা বাদ দিন, আশা কমান। নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন, এবং যা কিছু আসে, তা কৃতজ্ঞতার চোখে দেখুন।

#নিজেকে_আপনার_মত_গড়ুন #অপেক্ষার_বাইরে_শান্তি

 #বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার আহ্বান #আসসালামুয়ালাইকুম, আপনারা সবাই অবগত আছেন যে, শাহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিত...
27/08/2024

#বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার আহ্বান #

আসসালামুয়ালাইকুম, আপনারা সবাই অবগত আছেন যে, শাহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। বন্যা কবলিত মানুষের পাশে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যগন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শাহরাস্তি প্রেসক্লাবের একটি জরুরি সভায় বন্যার্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই লক্ষ্যে ২৮ আগষ্ট বুধবার সকাল থেকেই কাজ শুরু করবে শাহরাস্তি প্রেসক্লাব। আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি যে কোন রাজনৈতিক, সামাজিক, মানবিক সংগঠনের ত্রাণ সামগ্রী দূর্গত এলাকাগুলোতে যথাযথ ভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে ও কাজ করা হবে। এক্ষেত্রে একটি টিম সবসময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যে কোন দল, ব্যাক্তি ও প্রতিষ্ঠান শাহরাস্তি প্রেসক্লাবের এ উদ্যোগে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা গুলো একটি পরিবারের জন্য অনন্য অবদান রাখতে পারে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াই।

সহযোগিতা পাঠানোর জন্য - শাহরাস্তি প্রেসক্লাব, একাউন্ট নং - ০২০০০২০৪৮১০৩৮ ( অগ্রণী ব্যাংক, শাহরাস্তি শাখা)
০১৭১২২৮১৪৯৯ (বিকাশ)
০১৭১৯০৫৫৯৮৮ (নগদ)
এছাড়াও প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আর্থিক ও খাদ্য সামগ্রী গ্রহণ করা হবে। শাহরাস্তি প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়, উপজেলা সদর শাহরাস্তি। মোবাইল - ০১৬০১-৬০১০৮৮ ( অর্থ সম্পাদক)

I have reached 3K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
20/08/2024

I have reached 3K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

15/06/2024
কুমড়া ফুল 🌼ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে...
05/06/2024

কুমড়া ফুল 🌼
ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কুমড়া ফুলের মতো মূল্যহীন।
বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন।দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কুমড়া ফুলের মতো বেড়ে যাবে। স্থান,কাল,পাত্র ভেদে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

সংগৃহীত

নারীর কেন প্রয়োজন স্বামীর????মনোচিকিৎসক এর চেম্বারে,অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ন...
05/06/2024

নারীর কেন প্রয়োজন স্বামীর????

মনোচিকিৎসক এর চেম্বারে,
অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননির্ভশীল । আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার মা বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করবো???

মনোচিকিৎসক: আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন! কিন্তু কোন এক সময় আপনি ঠিক যা চান তা হবে না। কিছু উল্টাপাল্টা কিছু ভুল হবে ই। কখনো কখনো হয়তো ব্যর্থ হবেন, পরিকল্পনামাফিক কাজ হবে না। কখনো কখনো আপনার ইচ্ছা পূর্ণ হবে না, তখন কাকে দোষ দিবেন?? নিশ্চয়ই নিজেকে না??!!

মহিলা: কখনো ই না!!
মনোচিকিৎসক:হ্যাঁ ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার। যাতে সব দোষের দায়ভার স্বামীর গায়ে চাপাতে পারেন!!

দোষ চাপানোর জন্য হলেও একটা স্বামী দরকার!

সংগৃহীত

29/05/2024

কখনো জানতে চেয়েছিলে,কেমন আছে সেই পিতা ও পুত্র, যাদের বয়সের সমস্টি ৬০বছর ছিল।

09/05/2024

#সরাসরি #শাহরাস্তি #নির্বাচন
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ওমর ফারুক রুমি'র পথসভা।
স্থানঃ উঘারিয়া, চিতোষী পশ্চিম ইউনিয়ন।
শাহরাস্তি চাঁদপুর।

Address

Shahrasti
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when Foyez.news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share