
15/03/2025
জীবনের নির্মম বাস্তবতা
👉 কারো প্রতি আন্তরিক ভালোবাসা দেখিয়ে বিনিময়ে অপমানিত হয়েছেন? এতে আশ্চর্যের কিছু নেই। কারণ, সবাই ভালোবাসা ও আন্তরিকতার মূল্য দিতে জানে না। কিন্তু তাই বলে আপনার ভালোবাসা বৃথা যায় না।
👉 আপনি হয়তো কারো জীবনের ম্যারাথনে স্টার্টিং পয়েন্ট, কিন্তু শেষের দিকে গিয়ে সে নিজের পরিশ্রমকেই বিজয়ের মূল কারণ ভাববে। বিজয়ের আনন্দে আপনাকে আমন্ত্রণ জানানো তো দূরের কথা, উল্টো শুনতে হতে পারে—"আপনি তো কখনো জিততে পারেননি!"
👉 আপনার চেষ্টায় কারো সামান্য উপকার হলেও তা মনে করিয়ে দিতে যাবেন না। কারণ, বৃষ্টিভেজা সকালে প্রয়োজনীয় ছাতাটিই রোদেলা দুপুরে বোঝা হয়ে যায়।
👉 কারো পথের সারথি হলে, সে পথ চলা শিখে গেলে সটকে পড়ুন। না হলে অপমানের জন্য প্রস্তুত থাকুন।
👉 আপনি যত নিঃস্বার্থ থাকবেন, মানুষ ততই ভাববে—এর পেছনে নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে। যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করবেন, দিন শেষে তারাই হয়তো কটূক্তির তীর ছুঁড়বে।
👉 পৃথিবীতে আপনি যত উদার হবেন, মানুষ ততই আপনাকে দুর্বল ভাববে।
👉 ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে যদি মানুষের ভালোবাসা পাওয়া যেত, তাহলে শৈশব থেকে পিতামাতার তিলে তিলে গড়া স্নেহ-ভালোবাসা পদদলিত করে বৃদ্ধাশ্রমের দরজায় পৌঁছে দেওয়ার নির্মম বাস্তবতা তৈরি হতো না।
👉 আপনি যত উত্তম কাজই করুন কারো কাছে বিনিময় আশা না করলেই ভালো থাকবেন।
তাই, ভালো থাকুন নিজের মতো। মানুষের জন্য করুন, কিন্তু প্রত্যাশার বোঝা বইবেন না।