Tahera's Daily blog

Tahera's Daily blog assalamualaikum

24/11/2024
24/11/2024
28/02/2023

ঘুম ধরছে না৷ আননোন নম্বর দিয়ে বাড়িওয়ালার নম্বরে চল্লিশটা মিসডকল দিলাম ৷ ব্যাক করে বলে, কে রে ব'দমাশ?

কল কেটে দিলাম৷ রাত দেড়টার সময় কল ব্যাক করে কেউ এভাবে কথা বলে ! সামান্য ভদ্রতা জ্ঞান নাই ৷

মেসেজ দিলাম, আপনার বাড়ির গেটে লোকজন ফিসফিস করছে ৷

একটু পর বাড়িওয়ালার দরজা খোলার আওয়াজ পেলাম৷ দৌড়ে উনি গেটে গেলেন ৷ খটরমটর করে গেট খুললেন৷

আজব মানুষ৷ এত রাতে কেউ গেট খুলে এমন শব্দ করে?

এমনি আমার ঘুম ধরছে না৷ তার ওপর শব্দ৷ কেমন যে বির'ক্ত লাগে এসব অভ'দ্রতা দেখলে?

এখন বাজে রাত দেড়টা ৷ গার্লফ্রেন্ডকে মেসেজ দিলাম আননোন নম্বর থেকে - তুমি সোহানের যে গোপনে প্রেম করছো তা আমরা জেনে ফেলেছি৷ তোমার আব্বাকে বলে দিব সকালেই ৷ আর তাছাড়া সোহানও ভাল না৷ আরো ছয়টা মেয়ের সাথে প্রেম করে৷ চাইলে ছবি পাঠাবো প্রমাণ স্বরুপ৷

কি যন্ত্রণা! গার্লফ্রেন্ড আমাকে টেক্সট দিল ৷ সোহান তোমার নামে এসব কি শুনছি ৷ তুমি নাকি ছয়টা মেয়ের সঙ্গে প্রেম করছো ৷ তুমি এতবড় বদ'মাস? চরিত্রহী'ন?

আমি আমার নম্বর থেকে টেক্সট দিলাম, জানু কি বলছো এসব ৷ আমিতো ছয়টা প্রেম করি না ৷ তবে আমি রিনুকে ছাড়া বাঁচবো না ৷ রিনু তোমার ক্লাসমেইট৷ সরি তোমাকে সত্যটা বলতেই হলো ৷ ক্ষমা করে দিও ৷

এই মেসেজ পাওয়ার পর থেকে গার্লফ্রেন্ড সমানে কল দিয়ে যাচ্ছে আমাকে ৷ এতরাতে কথা বলা পছন্দ করি না আমি ৷ কল ধরবো না৷ এমনিতেই আমার ঘুম ধরছে না ৷

এবার রিনুকে মেসেজ দিলাম ৷ রিনুতো আবার প্রেম করে সাজুর সঙ্গে ৷ আননোন নম্বর থেকে মেসেজে লেখলাম, রিনু তোমার বয়ফ্রেন্ড সাজু কাল সকাল দশটায় বিয়ে করবে তার এক্স প্রেমিকাকে৷ সে তোমাকে ঠকিয়েছে৷ যত দ্রুত পারো সকাল সকাল শাহবাগ কাজি অফিসে যাও ৷ তাদের বিয়ে ঠেকাও ৷ আমাকে তুমি চিনবে না ৷ আমি তোমার শুভাকাঙ্খি৷

এখন তোরা সারারাত টেনশন কর বাপু ৷ আমাকে ঘুমাতে হবে৷ এমনিতে আমার ঘুম ধরছে না ৷

#অনুগল্প

27/02/2023

মাদ্রাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়ি ভাবে নিষেধ, বোরকা পড়েও বের হওয়া নিষেধ।

বাইরের সব কাজ শাশুড়ি একাই সামাল দেয়।
আমি রুমে টুকটাক কাজ করি আরকি! আমার কিছু প্রয়োজন হলে দরজায় নকড দেই। দুই ননদ এসে হাজির- কি লাগবে ভাবি?

কাল শশুর দরজায় আওয়াজ দিচ্ছে-
আমি ভেতর থেকে- জ্বি! আব্বু আসেন।
একটা প্লেট হাতে আব্বু হাজির, কিছু ফল নিয়ে।
আমাকে দিয়ে বলছে- এগুলা খেয়ে নিও। একটু পর তোমার ভাই (দেবর) চলে গেলে প্রয়োজনীয় কাজ সেরে নিও।

পুরো ফ্যামিলি' টা মিলে আমাকে নন-মাহরাম আত্মীয়দের থেকে আড়াল করে রাখে।

সুখি হতে আর কি লাগে?
আমার মতো একজন দুনিয়ামুখী মানুষের জন্য এই দুনিয়াবী জীবনে এতটুকুই কি যথেষ্ট নয়?

বাকি সুখ না হয় জান্নাতে যেয়ে কুড়িয়ে নিব।
ইন-শা-আল্লাহ!

أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.

#সংগৃহীত

22/02/2023

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিয়ে 𝗗𝗢𝗡𝗘✅লিখো
𝗕𝗔𝗖𝗞 দিবো🥰✅
ইনশা'আল্লাহ🥰💯💥 ।।

21/02/2023

Follow din
Sathe sathe back nin

21/02/2023

আসুন সবাই সবার পেজ প্রমোট করি।
follow me
And follow back

Address

Dhaka
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahera's Daily blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahera's Daily blog:

Share