22/04/2025
তারা কি ভাবে ধানের র্শীষের এর যোগ্য ?
এমন নির্মাণ সত্যগুলো তুলে ধরার মতো কি কেউ নাই ।
নাকি সবাই পাছাটা গোলাম নাকি, টাকা খাওয়ার চামচা ।
মামলা বিহীন ফ্যাসিস্ট দোসরদের ও ফরিদগঞ্জের বড় বড় নেতাদের শুভাকাঙ্খীদের বলছি ।
আপনারা আপনাদের নেতার ফ্যাসিস্ট পুলিশ কর্তৃক নির্যাতিত এমন একটা ভিডিও দেখান তো ? এবং কয়টি মামলা হছে তা বলুন তো ? কতদিন জেল খেটেছে বলুন তো ? এক মাত্র ফ্যাসিস্টদের দোসরদের ফ্যাসিস্ট সময় কোন মামলা হয়নি । জেল খাটতে হয় নি।
অনেক বড় নেতা তো ২৮ অক্টোবর ২০২৩ পল্টন ময়দানে আসেনি । একটা ছবি দেখেইয়েন আপনাদের নেতাদের ২৮ অক্টোবর ২০২৩ স্বশরীরে উপস্থিত ছিল ।
২৮ অক্টোবর ২০২৩ এম এ হান্নান সাহেব সকাল থেকে গ্রেপ্তার অব্দি আমাদের নিয়ে রাস্তায় অবস্থান করেছেন । আমরা প্রতিটা কর্মী নিরাপদ হওয়া পর্যন্ত উনি রাস্তায় ছিলেন । পল্টনের রাস্তা থেকে উনাকে ফ্যাসিস্ট পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় ।
ফরিদগঞ্জ আসলে বিএনপির অনেক বড় বড় নেতা আছে তারা এমন একটা ভিডিও দেখান যে আপনাদের ফ্যাসিস্ট পুলিশরা এমন নির্মমভাবে গ্রেপ্তারের হয়েছে বা তাদের নামে কোন ধরনের রাজনৈতিক মামলা আছে কিংবা জেল খাটতে হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্যঃ যাদের নামে গত ফ্যাসিস্ট ১৭ বছরে কোন ধরনের রাজনৈতিক মামলা হয়নি এবং জেলে যেতে হয় নি কিন্তু বিএনপির বড় বড় নেতা দাবি করে তারাই ছিলো ফ্যাসিস্ট দোসর।
সত্য বলেছি কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই ।