Sava Vlogs

Sava Vlogs Digital creator

23/12/2025
22/12/2025

বেডায় কেমন করে আপনি জানেন না মাথারিগো ক্যালসিয়াম কম 👉😁

যেদিন রাতে মুক্তাকে রক্তাক্ত করা হয়, সেই দিন পুরোটা সময় মুক্তার সঙ্গে আলম ও আলমের মা ধস্তাধস্তি করে। মুক্তার গলায় থাকা চ...
16/12/2025

যেদিন রাতে মুক্তাকে রক্তাক্ত করা হয়, সেই দিন পুরোটা সময় মুক্তার সঙ্গে আলম ও আলমের মা ধস্তাধস্তি করে।
মুক্তার গলায় থাকা চেইনটি ছিঁড়ে ফেলা হয়। পরবর্তীতে হয়তো মা,ছেলে মিলে চেইনটি ফেলে দেওয়া বা গোপন কোনো জায়গা থেকে তুলে নেয়,এই বিষয়টি এখনো সন্দেহের মধ্যেই আছে।

ঠিক একই রকম বাজে ও অশালীন ভাষায় সে মুক্তার মাকেও গালাগালি করে, কথাগুলো এখানে সংক্ষিপ্ত করে বলছি, কারণ পুরো ঘটনা খুবই লম্বা, বাকিটা মুক্তার voice record তুলে ধরা হবে।

এবার আসি মূল কাহিনিতে,কেন মুক্তাকে রক্তাক্ত করা হলো।

ঘটনার রাতে আলমের মা ও মুক্তা একসাথে শুয়ে ছিল,মুক্তা মনে করেছিল, দুই একদিন পর আলমের জন্মদিন, হয়তো একটি gift দিলে তার মন ভালো হবে, সংসারে শান্তি আসবে।
সেই চিন্তা থেকে মুক্তা online কিছু অর্ডার করার কথা ভাবছিল হয়তো দামি ঘড়ি এমন কিছু।

মুক্তার কাছে তখন টাকা ছিল না,তাই সে ফোন হাতে নিয়ে তার পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে তার বান্ধবীর নাম্বার চাইছিল, কারণ মুক্তা তার বান্ধবীর কাছে ২০ হাজার টাকা পাইতো সেই টাকা যেন নিতে পারে।

সেই টাকা দিয়ে আলমকে একটি ঘড়ি গিফট দেওয়ার ইচ্ছে ছিল।

কিন্তু জানালার পাশ থেকে আলম এই কথাটি শুনে ফেলে,সে হঠাৎ লাথি মেরে দরজা ভেঙে ঘরে ঢুকে মুক্তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং তার বাবাকে ও বাড়ির সবাইকে ডেকে বলে,সে নাকি মুক্তার পরকিয়া ধরে ফেলেছে।
সম্পূর্ণ জোরপূর্বক মিথ্যা false allegation পরকিয়ার অভিযোগ এনে মুক্তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও পেটে লাথি মারা শুরু করে।
এর ফলে মুক্তার গর্ভের বাচ্চাটিও নষ্ট হওয়ার পথে চলে যায়।

এই নির্যাতন physical abuse চলতে থাকে পুরো রাত ভর, এক পর্যায়ে মুক্তা সেন্সলেস।

সেন্স ফিরে আসার পর মুক্তা দেখে তার ভাসুর উঠান ভরা রক্ত ধুয়ে ফেলছে,মূলত মুক্তার নাকে ঠোটে আঘাত করার কারণে ব্লেডিং হয় প্রচুর,।

এবং ওই রাতে আলমের বাপ মুক্তারে বাজে ভাষাই গালাগালি প্লাস মুক্তারে মারতে পর্যন্ত যায়, যেখানে শশুড়ের প্রটেক্ট করার উচিৎ ছিলো সেখানে শশুর মারতে যাওয়া মানে মারার চেয়েও অনেক বড় কিছু।

একটা সময় মুক্তার মা আলমের বাসাই যায়, তাদের সাথেও খারাপ আচরণ করা হয়,অথপর মুক্তা নিজের নিরাপত্তার জন্য ৯৯৯ কল দিয়ে পুলিশ ডেকে, তাদের হেফাজতে ঝিনাইদহ চলে আসে।

এবার আলমের গ্রামের মানুষের কাছে আমার প্রশ্ন,,

আলমকে তো সমাজ থেকে বিতাড়িত করছেন বুঝলাম, কিন্ত তাতে কতটা সম্মান রহ্মা হইছে আপনাদের গ্রামের।

এইবার যদি পারেন গ্রাম থেকে বাইর করে দিয়েন এটাই ভালো হবে,।

16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে

15/12/2025

আমার দুই বাচ্চা আমার জন্য কেক বানায়ছে নিজেদের হাতে

13/12/2025

ফুটবল খেলতেছি

13/12/2025

ফুটবল খেলতে কে কে পছন্দ করেন

12/12/2025

আলম হাসানের স্ত্রী মুক্তা দান করতেছে

10/12/2025

😁😁😁😁

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Sava Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share