EM-ON

EM-ON I am trying to provide valuable information for Competitive Exam. And sometimes try to entertainment. পোস্ট গুলো ভালো লাগলে Like�Comment �&Share দিবেন।please ��

29/08/2025

📚100 ADVANCED VOCABULARIES YOU MUST KNOW🧠

1. Enhance – Improve, make better
2. Humble – Modest, not proud
3. Synthesize – Combine ideas
4. Interpret – Explain the meaning
5. Infer – Conclude from evidence
6. Concur – Agree with someone
7. Contradict – Say the opposite
8. Justify – Give reasons for
9. Emphasize – Stress as important
10. Neglect – Ignore or pay no attention
11. Substantial – Large or significant
12. Explicit – Clearly expressed
13. Implicit – Not directly stated
14. Profound – Deep or meaningful
15. Superficial – Shallow, not deep
16. Plausible – Seems true or reasonable
17. Dubious – Doubtful, uncertain
18. Redundant – Unnecessary repetition
19. Diligent – Hard-working
20. Marginal – Small or unimportant
21. Articulate – Speak clearly
22. Eloquent – Fluent and persuasive in speaking
23. Coherent – Logical and consistent
24. Concise – Short and clear
25. Verbose – Too many words
26. Vivid – Clear and lively
27. Obscure – Unclear or hidden
28. Ambitious – Having big goals
29. Ambiguous – Having more than one meaning
30. Meticulous – Very careful with details
31. Versatile – Able to do many things
32. Innovative – Creative, new ideas
33. Pragmatic – Practical, realistic
34. Idealistic – Dreaming of perfection
35. Pessimistic – Always expecting bad results
36. Optimistic – Expecting good results
37. Rational – Based on reason
38. Irrational – Not logical
39. Intuitive – Knowing without reasoning
40. Impulsive – Acting without thinking
41. Hostile – Unfriendly, aggressive
42. Cordial – Warm and friendly
43. Generous – Willing to give
44. Stingy – Not willing to share
45. Analyze – Examine in detail
46. Arrogant – Too proud
47. Sincere – Honest, genuine
48. Deceptive – Misleading
49. Compassionate – Showing care for others
50. Indifferent – Not caring
51. Authentic – Real, genuine
52. Fabricated – Made up, false
53. Legitimate – Legal, acceptable
54. Illicit – Illegal
55. Conventional – Traditional, usual
56. Unorthodox – Unusual, not normal
57. Mandatory – Required
58. Optional – Not required
59. Vulnerable – Weak, easily hurt
60. Resilient – Strong, recovers quickly
61. Prosperous – Successful, wealthy
62. Destitute – Extremely poor
63. Abundant – Plenty, more than enough
64. Scarce – Rare, limited
65. Fluctuate – Change up and down
66. Stable – Steady, not changing
67. Deteriorate – Become worse
68. Evaluate – Judge the value of something
69. Diminish – Reduce, make smaller
70. Proliferate – Increase rapidly
71. Conspicuous – Easy to notice
72. Subtle – Not obvious
73. Prominent – Well-known, important
74. Negligible – Very small, unimportant
75. Intricate – Complex, detailed
76. Simplistic – Too simple
77. Sophisticated – Advanced, refined
78. Primitive – Basic, simple
79. Abstract – Not concrete
80. Tangible – Real, touchable
81. Inevitable – Certain to happen
82. Contingent – Depending on something
83. Temporary – For a short time
84. Permanent – Lasting forever
85. Contemporary – Modern, current
86. Outdated – Old-fashioned
87. Universal – Applies to everyone
88. Exclusive – Limited to some
89. Comprehensive – Complete, full
90. Partial – Incomplete, biased
91. Anticipate – Expect something
92. Alleviate – Make less severe
93. Exacerbate – Make worse
94. Facilitate – Make easier
95. Hinder – Block or slow down
96. Accumulate – Collect, gather
97. Disperse – Spread out
98. Commence – Begin
99. Terminate – End
100. Sustain – Keep going, maintain

29/08/2025

🟥শিক্ষার্থীদের জন্য ১০টি জরুরি অ্যাপ :

১️⃣
গণিতে কোথাও আটকে গেলে শিক্ষক বা বন্ধু সবসময় পাশে থাকে না। এ সময় এই অ্যাপটি ক্যামেরায় প্রশ্ন স্ক্যান করলেই ধাপে ধাপে সমাধান দেখিয়ে দেবে।

২️⃣
ইংরেজি শিখতে হলে অনুশীলন জরুরি। কিন্তু কথা বলার সঙ্গী পাওয়া সহজ নয়। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ইংরেজি স্পিকিং পার্টনার পাওয়া যায়, ফলে অনুশীলনের সুযোগ মেলে যেকোনো সময়।

৩️⃣ +Reader
ফোনেই গড়ে তুলুন নিজের ছোট্ট লাইব্রেরি। পিডিএফ, ইপাবসহ বিভিন্ন ফরম্যাটের বই পড়ার জন্য এই অ্যাপটি খুবই হালকা এবং ব্যবহারবান্ধব।

৪️⃣
কোনো খাতা, নোট বা ডকুমেন্ট সহজেই স্ক্যান করে পিডিএফ বানানো যায় এই অ্যাপে। ফলে নোট ধার নেওয়ার ঝামেলা কমে যায় এবং সবকিছু গুছিয়ে রাখা যায়।

৫️⃣ Keep
নোট নেওয়া, টু-ডু লিস্ট তৈরি করা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য একদম পারফেক্ট। সব ডিভাইসে সিঙ্ক হয়, তাই হারিয়ে যাওয়ার ভয় নেই।

৬️⃣ Keyboard
ইংরেজি লিখতে গিয়ে ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। এই অ্যাপ ব্যবহার করলে লেখার সময়ই ব্যাকরণগত ভুল ধরিয়ে দেয় এবং সঠিক সাজেশন দেয়।

৭️⃣
মনে রাখার পড়া বা ভোকাবুলারি চর্চার জন্য ফ্ল্যাশকার্ড বানিয়ে অনুশীলনের দারুণ সুযোগ দেয়। একা একাও পড়া যায় আবার বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যায়।

৮️⃣ Lens
যেকোনো স্লাইড, হোয়াইটবোর্ড বা ডকুমেন্টের ছবি তুলে একদম পরিস্কারভাবে সংরক্ষণ করার জন্য এটি চমৎকার। পড়াশোনার সময় কাজে আসে অনেক।

৯️⃣ Academy
বিনামূল্যের বিশাল লার্নিং প্ল্যাটফর্ম। গণিত, বিজ্ঞান, ইতিহাস থেকে শুরু করে নানা বিষয়ের লেকচার ভিডিও এবং প্র্যাকটিস এক্সারসাইজ এখানে পাওয়া যায়।

🔟
মনোযোগ ধরে রাখার জন্য দারুণ একটি অ্যাপ। নির্দিষ্ট সময় ফোনে অন্য কিছু ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দিলে অ্যাপে একটি গাছ বড় হতে থাকে। পড়ার পাশাপাশি মোটিভেশনও বাড়ায়।

29/08/2025

***উপসর্গঃ মাত্র ১০ মিনিটেই সব উপসর্গ মুখস্থ‼️

#বাংলা_উপসর্গ_২১টি।
সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।

মনে রাখার টেকনিক→
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম

#সংস্কৃত_উপসর্গ_২০টি।
অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।

মরে রাখার টেকনিক →
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।

#আরবি_উপসর্গ: গর আম খাস লা বাজে।
#ইংরেজি : হেড, সাব, হাফ, ফুল।
মনে রাখার টেকনিক →
হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক!

#ফারসি : (বদ্ , বর্ , নিম্ , ফি, কম্ , বে্ দর্ , কার্ না)
মনে রাখার টেকনিক →
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।

#হিন্দি_উপসর্গঃ হর।

পড়া শেষে ডান লিখুন✅❤️

🔥 “Photoshop এর ৫০টি শর্টকাট 👉 যা কাজের স্পীড কয়েকগুণ বাড়িয়ে দিবে! 😱💔”Ctrl + N → 🆕 New Document👉 নতুন ফাইল/ক্যানভাস তৈরি...
29/08/2025

🔥 “Photoshop এর ৫০টি শর্টকাট 👉 যা কাজের স্পীড কয়েকগুণ বাড়িয়ে দিবে! 😱💔”
Ctrl + N → 🆕 New Document
👉 নতুন ফাইল/ক্যানভাস তৈরি করার জন্য।

Ctrl + O → 📂 Open
👉 আগে থেকে থাকা ছবি বা ফাইল ওপেন করার জন্য।

Ctrl + S → 💾 Save
👉 ফাইল সেভ করার জন্য।

Shift + Ctrl + S → 📝 Save As
👉 নতুন নামে বা ফরম্যাটে সেভ করার জন্য।

Ctrl + P → 🖨️ Print
👉 সরাসরি প্রিন্ট কমান্ড দেওয়ার জন্য।

🖼️ Image & View

Ctrl + + → 🔍 Zoom In
👉 ছবিকে বড় করে দেখার জন্য।

Ctrl + - → 🔎 Zoom Out
👉 ছবিকে ছোট করে দেখার জন্য।

Ctrl + 0 → 🖥️ Fit on Screen
👉 পুরো ইমেজকে স্ক্রিনে ফিট করে দেখায়।

Ctrl + 1 → 1️⃣ Actual Pixels (100%)
👉 ছবিকে আসল রেজোলিউশনে দেখায়।

Spacebar + Drag → ✋ Hand Tool
👉 ছবি স্ক্রিনে এদিক-ওদিক নড়াচড়া করার জন্য।

🛠️ Selection Tools

M → ◼️ Marquee Tool
👉 বর্গাকার/গোলাকার এলাকা সিলেক্ট করতে।

L → 🖌️ Lasso Tool
👉 ফ্রি-হ্যান্ড সিলেকশন করতে।

W → 🪄 Magic Wand Tool / Quick Selection Tool
👉 একই রঙের অংশ একসাথে সিলেক্ট করতে।

Ctrl + D → ❌ Deselect
👉 সিলেকশন বাদ দেওয়ার জন্য।

Shift + Ctrl + I → 🔄 Inverse Selection
👉 সিলেকশন উল্টো করে বাকি অংশ সিলেক্ট করে।

🖌️ Painting & Drawing

B → 🖌️ Brush Tool
👉 ব্রাশ দিয়ে আঁকার জন্য।

P → ✒️ Pen Tool
👉 পাথ/শেপ আঁকার জন্য।

G → 🪣 Paint Bucket / Gradient Tool
👉 জায়গা ভরাট করা বা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য।

E → 🧽 Eraser Tool
👉 মুছে দেওয়ার জন্য।

I → 🎯 Eyedropper Tool
👉 ছবির রঙ কপি করে নেওয়ার জন্য।

✍️ Text & Shape

T → 🔤 Text Tool
👉 লেখা যোগ করার জন্য।

Ctrl + T → 🔄 Free Transform
👉 লেখা/অবজেক্ট বড়-ছোট/ঘোরানো যায়।

U → 🔲 Shape Tools
👉 Rectangle, Ellipse, Custom Shape ইত্যাদি আঁকার জন্য।

Ctrl + Enter (Text Tool এ) → ✅ Confirm Text
👉 টাইপ শেষ করে টেক্সট ফাইনাল করার জন্য।

Alt + Arrow Keys → ⬆⬇⬅➡ Nudge Layer
👉 লেয়ার/অবজেক্ট একটু একটু সরানোর জন্য।

🧾 Layers Control

F7 → 📑 Show/Hide Layers Panel
👉 লেয়ার প্যানেল চালু/বন্ধ করার জন্য।

Ctrl + Shift + N → 🆕 New Layer
👉 নতুন লেয়ার তৈরি করতে।

Ctrl + J → 📋 Duplicate Layer
👉 লেয়ার কপি করতে।

Ctrl + G → 📂 Group Layers
👉 একাধিক লেয়ার গ্রুপে নেওয়ার জন্য।

Ctrl + E → 🔗 Merge Layers
👉 সিলেক্ট করা লেয়ারগুলো একসাথে মিশিয়ে ফেলার জন্য।

🎨 Colors & Adjustment

Ctrl + U → 🌈 Hue/Saturation
👉 রঙ পরিবর্তন করার জন্য।

Ctrl + M → 📊 Curves
👉 ছবির লাইট/কালার টোন ঠিক করার জন্য।

Ctrl + L → ⚖️ Levels
👉 কালার ব্যালান্স ও এক্সপোজার ঠিক করার জন্য।

Ctrl + Shift + U → ⚪ Desaturate
👉 ছবি সাদা-কালো করার জন্য।

D → ⚫⚪ Default Colors (Black/White)
👉 ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড রঙ রিসেট।

🔧 Editing & Modification

Ctrl + C → 📋 Copy
👉 কপি করার জন্য।

Ctrl + V → 📥 Paste
👉 পেস্ট করার জন্য।

Ctrl + X → ✂️ Cut
👉 কাট করার জন্য।

Ctrl + Z → ↩️ Undo (এক ধাপ পেছনে)

Ctrl + Alt + Z → ⏪ Step Backward (একাধিক ধাপ Undo)

🖥️ Workspace & Panels

Tab → 🖼️ Hide Panels
👉 সব প্যানেল লুকিয়ে কেবল ক্যানভাসে কাজ করা যায়।

Shift + Tab → 📐 Hide Tools Panel Only
👉 শুধু টুলস প্যানেল লুকানো/দেখানো।

F → 🖥️ Screen Modes
👉 ফুল স্ক্রিন/স্ট্যান্ডার্ড ভিউ মোড পরিবর্তন।

Ctrl + R → 📏 Show/Hide Rulers
👉 ক্যানভাসে রুলার দেখায়/লুকায়।

Ctrl + ; → ➖ Show/Hide Guides
👉 গাইডলাইন অন-অফ করা।

📌 Extra Handy Shortcuts

Shift + Ctrl + N → 🆕 New Transparent Layer

Alt + Delete → 🎨 Fill Foreground Color

Ctrl + Delete → 🎨 Fill Background Color

Ctrl + Alt + Shift + S → 🌐 Save for Web
👉 ওয়েব/অনলাইনে ব্যবহারের জন্য ছবি ছোট সাইজে সেভ।

Ctrl + Alt + I → 📐 Image Size
👉 ছবির সাইজ পরিবর্তন করার জন্য।

📌 পোস্টটি এখনই Share করে রাখুন, যাতে ভুলে না যান!
💬 আর বন্ধুদের সাথে শেয়ার করুন – কারণ জ্ঞান লুকিয়ে রাখলে লাভ নেই! 🤝❤️

👉 আপনি কি ফটোশপে কাজ করেন? 🎨
👉 প্রতিদিন ছোট ছোট কাজে সময় নষ্ট হচ্ছে? ⏳

এই ৫০টি শর্টকাট শিখে নিলে –
⚡ কাজ হবে আগের থেকে ৫ গুণ দ্রুত
⚡ সময় বাঁচবে অসংখ্য ঘণ্টা
⚡ আর আপনি হবেন স্মার্ট ডিজাইনার 💻✨


27/08/2025

✴️✴️সমাস নির্ণয়ের শর্টকাট_টেকনিক✴️✴️

#দ্বন্দ্ব_সমাস : এবং,ও,আর (৩টি অব্যয়) থাকলে দ্বন্দ্ব সমাস।
#অলুক_দ্বন্দ্ব :ব্যাসবাক্যে ে ও ো থাকলে অলুক দ্বন্দ্ব।
#দ্বিগু_সমাস : ব্যসবাক্যে "সমাহার" থাকলে দ্বিগু সমাস।
ুষ : শুরুতে ন থাকলে নঞ তৎপুষ।
ুষ : শেষে " যা" থাকলে উপপদ তৎপুরুষ সমাস।
#অলুক_তৎপুরুষ : পরিবর্তন না হলে অলুক তৎপুষ।
#কর্মধারায়_সমাস :ব্যসবাক্যের মাঝে "যে" থাকলে কর্মধারায় সমাস।
#মধ্যপদলোপী__কর্মধারায় : মাঝে বিভক্তি লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস।
#উপমান_কর্মধারায় : মাঝে "ন্যায়" থাকলে উপমান কর্মধারায় সমাস।
#উপমিত_কর্মধারায় : শেষে ন্যায়" থাকলে উপমিত কর্মধারায় সমাস।
#রুপক_কর্মধারায় : মাঝে "রুপ" থাকলে রুপক কর্মধারায়
#বহুব্রীহি_সমাস : শেষে "যার" থাকলে বহুব্রীহি সমাস।
#ব্যতিহার_বহুব্রীহি : হাতাহাতি, কানাকানি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি।
#অব্যয়ীভাব_সমাস : পর্যন্ত, অভাব, সমীপে, অতিক্রম, গমন,সদৃশ ইত্যাদি অব্যয়ীভাব সমাস।
#প্রাদি_সামাস : প্র, পরা, প্রতি, অনু থাকলে প্রাদি সমাস।
#নিত্য_সমাস : "অন্য" দিয়ে সমাস হলে নিত্য সমাস।

📎📎কবিতা📎📎
এবং,ও,আর মিলে যদি হয় দ্বন্দ্ব,
সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ।
যে যা তা যিনি তিনি কর্মধারায়,
যে যার শেষে থাকলে বহুব্রীহি কয়।
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে "অব্যয়ী" মেলে,
বিভক্তি লোপ পেলে তাকে তৎপুরুষ বলে।
Collected

"Character is how you treat someone who can do nothing for you."
25/08/2025

"Character is how you treat someone who can do nothing for you."

4000+English vocabulary words শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিন।
25/08/2025

4000+English vocabulary words

শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিন।

📘 নতুনদের জন্য Excel এর ৫০টি শর্টকাট (সহজ ব্যাখ্যা সহ) Excel এ বস হতে চাইলে শিখে রাখুন 👇🔥১. Ctrl + N → নতুন Excel ফাইল (...
24/08/2025

📘 নতুনদের জন্য Excel এর ৫০টি শর্টকাট (সহজ ব্যাখ্যা সহ) Excel এ বস হতে চাইলে শিখে রাখুন 👇🔥

১. Ctrl + N → নতুন Excel ফাইল (Workbook) খোলার জন্য।
২. Ctrl + O → আগে করা ফাইল ওপেন করার জন্য।
৩. Ctrl + S → ফাইল সেভ করার জন্য।
৪. F12 → "Save As" অর্থাৎ নতুন নামে সেভ করার জন্য।
৫. Ctrl + P → প্রিন্ট অপশন ওপেন করার জন্য।
৬. Ctrl + W / Ctrl + F4 → বর্তমান Workbook বন্ধ করার জন্য।

---

✨ কপি-পেস্ট ও Undo/Redo শর্টকাট

৭. Ctrl + C → ডাটা কপি করার জন্য।
৮. Ctrl + X → ডাটা কাট করার জন্য।
৯. Ctrl + V → কপি বা কাট করা জিনিস বসানোর জন্য।
১০. Ctrl + Z → আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য (Undo)।
১১. Ctrl + Y → Undo করা কাজ আবার ফিরিয়ে আনার জন্য (Redo)।
১২. F4 → সর্বশেষ করা কাজ আবার রিপিট করার জন্য।

---

✨ নেভিগেশন (ডাটা ঘোরাঘুরি) শর্টকাট

১৩. Arrow Keys → এক সেল করে উপরে/নিচে/ডানে/বামে যেতে।
১৪. Ctrl + Arrow Keys → ডাটার শেষ পর্যন্ত দ্রুত যেতে।
১৫. Home → লাইনের শুরুতে যেতে।
১৬. Ctrl + Home → শিটের একেবারে শুরুতে (A1 সেল) যেতে।
১৭. Ctrl + End → শেষ ভরা সেলে যেতে।
১৮. Page Up / Page Down → এক স্ক্রিন উপরে/নিচে যেতে।
১৯. Alt + Page Up / Page Down → এক স্ক্রিন বামে/ডানে যেতে।

---

✨ সিলেকশন শর্টকাট

২০. Ctrl + A → পুরো শিট সিলেক্ট করতে।
২১. Shift + Arrow Keys → ধাপে ধাপে সেল সিলেক্ট করতে।
২২. Ctrl + Shift + Arrow Keys → একবারে শেষ পর্যন্ত সিলেক্ট করতে।
২৩. Shift + Space → পুরো সারি (Row) সিলেক্ট করতে।
২৪. Ctrl + Space → পুরো কলাম (Column) সিলেক্ট করতে।
২৫. Ctrl + Shift + Space → পুরো Worksheet একসাথে সিলেক্ট করতে।

---

✨ এডিটিং শর্টকাট

২৬. F2 → সেলের ভেতরে এডিট করার জন্য।
২৭. Ctrl + D → উপরের সেলের ডাটা নিচে কপি করতে।
২৮. Ctrl + R → বাম পাশের সেলের ডাটা ডানে কপি করতে।
২৯. Delete → সেলের ভেতরের ডাটা মুছে ফেলতে।
৩০. Alt + Enter → একই সেলের ভেতরে নতুন লাইন শুরু করতে।
৩১. Ctrl + Shift + "+" → নতুন Row বা Column Insert করতে।
৩২. Ctrl + "-" → নির্বাচিত Row বা Column Delete করতে।

---

✨ ফরম্যাটিং শর্টকাট

৩৩. Ctrl + B → টেক্সট Bold করতে।
৩৪. Ctrl + I → টেক্সট Italic করতে।
৩৫. Ctrl + U → টেক্সট Underline করতে।
৩৬. Ctrl + 1 → Format Cells ডায়ালগ খুলতে (সেল সাজাতে)।
৩৭. Alt + H + O + I → কলাম AutoFit (ডাটার সাইজ অনুযায়ী ফিট করাতে)।
৩৮. Alt + H + O + A → রো AutoFit করতে।
৩৯. Ctrl + Shift + $ → কারেন্সি ফরম্যাটে পরিবর্তন করতে।
৪০. Ctrl + Shift + % → শতাংশ (%) ফরম্যাটে দিতে।
৪১. Ctrl + Shift + # → তারিখ (Date) ফরম্যাট দিতে।
৪২. Ctrl + Shift + @ → সময় (Time) ফরম্যাট দিতে।

---

✨ অন্যান্য দরকারি শর্টকাট

৪৩. Ctrl + F → যেকোনো ডাটা খুঁজতে (Find)।
৪৪. Ctrl + H → ডাটা খুঁজে রিপ্লেস করতে (Find & Replace)।
৪৫. Ctrl + K → হাইপারলিংক যুক্ত করতে।
৪৬. Ctrl + T → টেবিল বানাতে।
৪৭. Alt + = → AutoSum (যোগফল বের করতে)।
৪৮. Shift + F9 → শুধু Active Sheet ক্যালকুলেট করতে।
৪৯. Ctrl + ; → বর্তমান তারিখ বসাতে।
৫০. Ctrl + Shift + : → বর্তমান সময় বসাতে।

👉 আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত Excel শর্টকাট কোনটা? কমেন্টে জানান!

👉 পোস্টটা কাজে লাগলে অবশ্যই Share / Save করে রাখুন, যেন হারিয়ে না যায়।

👉 নতুনরা সেভ করে রাখুন, একদিন অনেক উপকারে আসবে।

👉 কোন শর্টকাটটা আগে জানতেন না? কমেন্টে লিখে দিন।

👉 Excel-এ ঝড় তুলতে চাইলে এই শর্টকাটগুলো প্র্যাকটিস করুন আজ থেকেই।



াংলা

"Happiness is just a state of mind."
24/08/2025

"Happiness is just a state of mind."

Very good 😂
23/08/2025

Very good 😂

20/08/2025

নিষ্পাপ সেই চেহারায় হৃদয়ের
হৃদস্পন্দন আর বাড়িও না, থাকতে দাও...❤️‍🩹

20/08/2025

পরিক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৭৫টি বাগধারা:

1) অকাল কুষ্মাণ্ড = (অপদার্থ, অকেজো)
2) অক্কা পাওয়া = (মারা যাওয়া)
3) অগস্ত্য যাত্রা = (চির দিনের জন্য প্রস্থান)
4) অগাধ জলের মাছ = (সুচতুর ব্যক্তি)
5) অর্ধচন্দ্র = (গলা ধাক্কা)
6) অন্ধের যষ্ঠি = (একমাত্র অবলম্বন)
7) অন্ধের নড়ি = (একমাত্র অবলম্বন)
8) অগ্নিশর্মা = (নিরতিশয় ক্রুদ্ধ)
9) অগ্নিপরীক্ষা =(কঠিন পরীক্ষা)
10) অগ্নিশর্মা = (ক্ষিপ্ত)
11) অগাধ জলের মাছ = (খুব চালাক)
12) অতি চালাকের গলায় দড়ি = (বেশি চাতুর্যর পরিণাম)
13) অতি লোভে তাঁতি নষ্ট = (লোভে ক্ষতি)
14) অদৃষ্টের পরিহাস = (বিধির বিড়ম্বনা)
15) অর্ধচন্দ্র দেওয়া = (গলা ধাক্কা দিয়ে দেয়া)
16) অষ্টরম্ভা = (ফাঁকি)
17) অথৈ জলে পড়া = (খুব বিপদে পড়া)
18) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
19) অমৃতে অরুচি = (দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা)
20) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
21) অকূল পাথার = (ভীষণ বিপদ)
22) অনুরোধে ঢেঁকি গেলা = (অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া)
23) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের নিষ্ঠুরতা)
24) অল্পবিদ্যা ভয়ংকরী = (সামান্য বিদ্যার অহংকার)
25) অনধিকার চর্চা = (সীমার বাইরে পদক্ষেপ)
26) অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন)
27) অহিনকুল সম্বন্ধ = (ভীষণ শত্রুতা)
28) অন্ধকার দেখা = (দিশেহারা হয়ে পড়া)
29) অমাবস্যার চাঁদ = (দুর্লভ বস্তু)
30) আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)
31) আকাশ পাতাল =(প্রভেদ) (প্রচুর ব্যবধান)
32) আকাশ থেকে পড়া = (অপ্রত্যাশিত)
33) আকাশের চাঁদ = (আকাঙ্ক্ষিত বস্তু)
34) আগুন নিয়ে খেলা = (ভয়ঙ্কর বিপদ)
35) আগুনে ঘি ঢালা = (রাগ বাড়ানো)
36) আঙুল ফুলে কলাগাছ = (অপ্রত্যাশিত ধনলাভ)
37) আঠার আনা = (সমূহ সম্ভাবনা)
38) আদায় কাঁচকলায় = (তিক্ত সম্পর্ক)
39) আহ্লাদে আটখানা = (খুব খুশি)
40) আক্কেল সেলামি = (নির্বুদ্ধিতার দণ্ড)
41) আঙুল ফুলে কলাগাছ = (হঠাৎ বড়লোক)
42) আকাশের চাঁদ হাতে পাওয়া = (দুর্লভ বস্তু প্রাপ্তি)
43) আদায় কাঁচকলায় = (শত্রুতা)
44) আদা জল খেয়ে লাগা = (প্রাণপণ চেষ্টা করা)
45) আক্কেল গুড়ুম = (হতবুদ্ধি, স্তম্ভিত)
46) আমড়া কাঠের ঢেঁকি = (অপদার্থ)
47) আকাশ ভেঙে পড়া = (ভীষণ বিপদে পড়া)
48) আমতা আমতা করা = (ইতস্তত করা, দ্বিধা করা)
49) আটকপালে = (হতভাগ্য)
50) আঠার মাসের বছর = (দীর্ঘসূত্রিতা)
51) আলালের ঘরের দুলাল = (অতি আদরে নষ্ট পুত্র)
52) আকাশে তোলা = (অতিরিক্ত প্রশংসা করা)
53) আষাঢ়ে গল্প = (আজগুবি কেচ্ছা)
54) ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য)
55) ইঁচড়ে পাকা = (অকালপক্ব)
56) ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি)
57) ইতর বিশেষ = (পার্থক্য)
58) উত্তম মধ্যম = (প্রহার)
59) উড়নচন্ডী = (অমিতব্যয়ী)
60) উভয় সংকট = (দুই দিকেই বিপদ)
61) উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান)
62) উড়ো চিঠি = (বেনামি পত্র)
63) উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার)
64) উজানে কৈ = (সহজলভ্য)
65) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো)
66) ঊনপাঁজুড়ে = (অপদার্থ)
67) ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি)
68) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের)
69) এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট)
70) এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই আসে না, বার বার আসে)
71) এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা)
72) এসপার ওসপার = (মীমাংসা)
73) একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)
74) এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)
75) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই দলভুক্ত)
76) এলাহি কাণ্ড = (বিরাট আয়োজন)
77) ওজন বুঝে চলা = (অবস্থা বুঝে চলা)
78) ওষুধে ধরা = (প্রার্থিত ফল পাওয়া)
79) কচুকাটা করা = (নির্মমভাবে ধ্বংস করা)
80) কচু পোড়া = (অখাদ্য)
81) কচ্ছপের কামড় = (যা সহজে ছাড়ে না)
82) কলম পেষা = (কেরানিগিরি)
83) কলুর বলদ = (এক টানা খাটুনি)
84) কথার কথা = (গুরুত্বহীন কথা)
85) কাঁঠালের আমসত্ত্ব = (অসম্ভব বস্তু)
86) কাকতাল = (আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা)
87) কপাল ফেরা = (সৌভাগ্য লাভ)
88) কত ধানে কত চাল = (হিসেব করে চলা)
89) কড়ায় গণ্ডায় = (পুরোপুরি)
90) কান খাড়া করা =(মনোযোগী হওয়া)
91) কানকাটা (নির্লজ্জ)
92) কান ভাঙানো (কুপরামর্শ দান)
93) কান ভারি করা (কুপরামর্শ দান)
94) কাপুড়ে বাবু (বাহ্যিক সাজ)
95) কেউ কেটা (গণ্যমান্য)
96) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
97) কেঁচো খুড়তে সাপ (বিপদজনক পরিস্থিতি)
98) কই মাছের প্রাণ (যা সহজে মরে না)
99) কুঁড়ের বাদশা (খুব অলস)
100) কাক ভূষণ্ডী (দীর্ঘজীবী)
101) কেতা দুরস্ত (পরিপাটি)
102) কাছা আলগা (অসাবধান)
103) কাঁচা পয়সা (নগদ উপার্জন)
104) কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)
105) কূপমণ্ডুক (সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো)
106) কেতা দুরস্ত (পরিপাটি)
107) কাঠের পুতুল (নির্জীব, অসার)
108) কথায় চিঁড়ে ভেজা (ফাঁকা বুলিতে কার্যসাধন)
109) কান পাতলা (সহজেই বিশ্বাসপ্রবণ)
110) কাছা ঢিলা (অসাবধান)
111) কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)
112) কেঁচো খুড়তে সাপ (সামান্য থেকে অসামান্য পরিস্থিতি)
113) কেউ কেটা (সামান্য)
114) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
115) কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না)
116) খয়ের খাঁ (চাটুকার)
117) খণ্ড প্রলয় (ভীষণ ব্যাপার)
118) খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)
119) গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)
120) গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি)
121) গণেশ উল্টানো (উঠে যাওয়া, ফেল মারা)
122) গলগ্রহ (পরের বোঝা স্বরূপ থাকা)
123) গরজ বড় বালাই (প্রয়োজনে গুরুত্ব)
124) গরমা গরম (টাটকা)
125) গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা)
126) গুর খোঁজা (তন্ন তন্ন করে খোঁজা)
127) গুরু মেরে জুতা দান (বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ)
128) গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির আগেই আয়োজন)
129) গা ঢাকা দেওয়া (আত্মগোপন)
130) গায়ে কাঁটা দেওয়া (রোমাঞ্চিত হওয়া)
131) গাছে তুলে মই কাড়া (সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা)
132) গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (কোনো দায়িত্ব গ্রহণ না করা)
133) গুরু মারা বিদ্যা (যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ)
134) গোকুলের ষাঁড় (স্বেচ্ছাচারী লোক)
135) গোঁয়ার গোবিন্দ (নির্বোধ অথচ হঠকারী)
136) গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া)
137) গোবর গণেশ (মূর্খ)
138) গোলক ধাঁধা (দিশেহারা)
139) গোঁফ খেজুরে (নিতান্ত অলস)
140) গোড়ায় গলদ (শুরুতে ভুল)
141) গৌরচন্দ্রিকা (ভূমিকা)
142) গৌরীসেনের টাকা (বেহিসাবী অর্থ)
143) গুড়ে বালি (আশায় নৈরাশ্য)
144) ঘর ভাঙানো (সংসার বিনষ্ট করা)
145) ঘাটের মরা (অতি বৃদ্ধ)
146) ঘোড়া রোগ (সাধ্যের অতিরিক্ত সাধ)
147) ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া (মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা)
148) ঘোড়ার ঘাস কাটা (অকাজে সময় নষ্ট করা)
149) ঘোড়ার ডিম (অবাস্তব)
150) ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো (নিজ খরচে পরের বেগার খাটা)
151) ঘাটের মড়া (অতি বৃদ্ধ)
152) ঘটিরাম (আনাড়ি হাকিম)
153) চক্ষুদান করা (চুরি করা)
154) চক্ষুলজ্জা (সংকোচ)
155) চর্বিত চর্বণ (পুনরাবৃত্তি)
156) চাঁদের হাট (আনন্দের প্রাচুর্য)
157) চিনির বলদ (ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়)
158) চোখের বালি (চক্ষুশূল)
159) চোখের পর্দা (লজ্জা)
160) চোখ কপালে তোলা (বিস্মিত হওয়া)
161) চোখ টাটানো (ঈর্ষা করা)
162) চোখে ধুলো দেওয়া (প্রতারণা করা)
163) চোখের চামড়া (লজ্জা)
164) চুনকালি দেওয়া (কলঙ্ক)
165) চশমখোর (চক্ষুলজ্জাহীন)
166) চোখের মণি (প্রিয়)
167) চামচিকের লাথি (নগণ্য ব্যক্তির কটূক্তি)
168) চিনির পুতুল (শ্রমকাতর)
169) চুঁনোপুটি (নগণ্য)
170) চুলোয় যাওয়া (ধ্বংস)
171) চিনে/ছিনে জোঁক (নাছোড়বান্দা)
172) ছ কড়া ন কড়া (সস্তা দর)
173) ছা পোষা (অত্যন্ত গরিব)
174) ছাই ফেলতে ভাঙা কুলা (সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি)
175) ছেলের হাতের মোয়া (সামান্য বস্তু)
176) ছুঁচো মেরে হাত গন্ধ করা (নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন)
177) ছক্কা পাঞ্জা (বড় বড় কথা বলা)
178) ছিঁচ কাদুনে (অল্পই কাঁদে এমন)
179) ছিনিমিনি খেলা (নষ্ট করা)
180) ছেলের হাতের মোয়া (সহজলভ্য বস্তু)
181) জগাখিচুড়ি পাকানো (গোলমাল বাধানো)
182) জিলাপির প্যাঁচ (কুটিলতা)
183) জলে কুমির ডাঙায় বাঘ (উভয় সঙ্কট)
184) ঝড়ো কাক (বিপর্যস্ত)
185) ঝাঁকের কৈ (এক দলভুক্ত)
186) ঝিকে মেরে বউকে বোঝানো (একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান)
187) ঝোপ বুঝে কোপ মারা (সুযোগ মত কাজ করা)
188) টনক নড়া (চৈতন্যোদয় হওয়া)
189) টাকার কুমির (ধনী ব্যক্তি)
190) টেকে গোঁজা (আত্মসাৎ করা)
191) টুপভুজঙ্গ (নেশায় বিভোর)
192) ঠাঁট বজায় রাখা (অভাব চাপা রাখা)
193) ঠোঁট কাটা (বেহায়া)
194) ঠগ বাছতে গাঁ উজাড় (আদর্শহীনতার প্রাচুর্য)
195) ঠুঁটো জগন্নাথ (অকর্মণ্য)
196) ঠেলার নাম বাবাজি (চাপে পড়ে কাবু)
197) ডুমুরের ফুল (দুর্লভ বস্তু)
198) ডাকের সুন্দরী (খুবই সুন্দরী)
199) ডুমুরের ফুল (দুর্লভ বস্তু)
200) ডান হাতের ব্যাপার (খাওয়া)
201) ডামাডোল (গণ্ডগোল)
202) ঢাক ঢাক গুড় গুড় (গোপন রাখার চেষ্টা)
203) ঢাকের কাঠি (মোসাহেব, চাটুকার)
204) ঢাকের বাঁয়া (অপ্রয়োজনীয়)
205) ঢেঁকির কচকচি (বিরক্তিকর কথা)
206) ঢি ঢি পড়া (কলঙ্ক প্রচার হওয়া)
207) ঢিমে তেতালা (মন্থর)
208) তালকানা (বেতাল হওয়া)
209) তাসের ঘর (ক্ষণস্থায়ী)
210) তামার বিষ (অর্থের কু প্রভাব)
211) তালপাতার সেপাই (ক্ষীণজীবী)
212) তিলকে তাল করা (বাড়িয়ে বলা)
213) তুলসী বনের বাঘ (ভণ্ড)
214) তুলা ধুনা করা (দুর্দশাগ্রস্ত করা)
215) তুষের আগুন (দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা)
216) তীর্থের কাক (প্রতীক্ষারত)
217) থ বনে যাওয়া (স্তম্ভিত হওয়া)
218) থরহরি কম্প (ভীতির আতিশয্যে কাঁপা)
219) দা-কুমড়া (ভীষণ শত্রুতা)
220) দহরম মহরম (ঘনিষ্ঠ সম্পর্ক)
221) দু মুখো সাপ (দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী)
222) দিনকে রাত করা (সত্যকে মিথ্যা করা)
223) দুধে ভাতে থাকা (খেয়ে-পড়ে সুখে থাকা)
224) দেঁতো হাসি (কৃত্তিম হাসি)
225) দাদ নেওয়া (প্রতিশোধ নেয়া)
226) দুকান কাটা (বেহায়া)
227) দুধের মাছি (সু সময়ের বন্ধু)
228) ধরাকে সরা জ্ঞান করা (সকলকে তুচ্ছ ভাবা)
229) ধড়া-চূড়া (সাজপোশাক)
230) ধরাকে সরা জ্ঞান করা (অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা)
231) ধর্মের ষাঁড় (যথেচ্ছাচারী)
232) ধর্মের কল বাতাসে নড়ে (সত্য গোপন থাকে না)
233) ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যাদ্ধার)
234) ননীর পুতুল (শ্রমবিমুখ)
235) নয় ছয় (অপচয়)
236) নাটের গুরু (মূল নায়ক)
237) নাড়ি নক্ষত্র (সব তথ্য)
238) নিমক হারাম (অকৃতজ্ঞ)
239) নিমরাজি (প্রায় রাজি)
240) নামকাটা সেপাই (কর্মচ্যূত ব্যক্তি)
241) নথ নাড়া (গর্ব করা)
242) নেই আঁকড়া (একগুঁয়ে)
243) নগদ নারায়ণ (কাঁচা টাকা/নগদ অর্থ)
244) নেপোয় মারে দই (ধূর্ত লোকের ফল প্রাপ্তি)
245) পটল তোলা (মারা যাওয়া)
246) পগার পার (আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া)
247) পটের বিবি (সুসজ্জিত)
248) পত্রপাঠ (অবিলম্বে/সঙ্গে সঙ্গে)
249) পালের গোদা (দলপতি)
250) পাকা ধানে মই (অনিষ্ট করা)
251) পাখিপড়া করা (বার বার শেখানো)
252) পাততাড়ি গুটানো (জিনিসপত্র গোটানো)
253) পাথরে পাঁচ কিল (সৌভাগ্য)
254) পুঁটি মাছের প্রাণ (যা সহজে মরে যায়)
255) পুকুর চুরি (বড় রকমের চুরি)
256) পুরোনো কাসুন্দি ঘাঁটা (পুরোনো প্রসঙ্গে কটাক্ষ করা)
257) পোঁ ধরা (অন্যকে দেখে একই কাজ করা)
258) পোয়া বারো (অতিরিক্ত সৌভাগ্য)
259) প্রমাদ গোণা (ভীত হওয়া)
260) পায়াভারি (অহঙ্কার)
261) পরের মাথায় কাঁঠাল ভাঙা (অপরকে দিয়ে কাজ উদ্ধার)
262) পরের ধনে পোদ্দারি (অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়)
263) ফপর দালালি (অতিরিক্ত চালবাজি)
264) ফুলবাবু (বিলাসী)
265) ফেউ লাগা (আঠার মতো লেগে থাকা)
266) ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া (অল্পে কাতর)
267) ফোড়ন দেওয়া (টিপ্পনী কাটা)
268) বক ধার্মিক (ভণ্ড সাধু)
269) বইয়ের পোকা (খুব পড়ুয়া)
270) বগল বাজানো (আনন্দ প্রকাশ করা)
271) বজ্র আঁটুনি ফসকা গেরো (সহজে খুলে যায় এমন)
272) বসন্তের কোকিল (সুদিনের বন্ধু)
273) বিড়াল তপস্বী (ভণ্ড সাধু)
274) বর্ণচোরা আম (কপট ব্যক্তি)
275) বরাক্ষরে (অলক্ষুণে)
276) বাজারে কাটা (বিক্রি হওয়া)
277) বালির বাঁধ (অস্থায়ী বস্তু)
278) বাঁ হাতের ব্যাপার (ঘুষ গ্রহণ)
279) বাঁধা গৎ (নির্দিষ্ট আচরণ)
280) বাজখাঁই গলা (অত্যন্ত কর্কশ ও উঁচু গলা)
281) বাড়া ভাতে ছাই (অনিষ্ট করা)
282) বায়াত্তরে ধরা (বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন)
283) বিদ্যার জাহাজ (অতিশয় পণ্ডিত)
284) বিশ বাঁও জলে (সাফল্যের অতীত)
285) বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ)
286) বাঘের দুধ/ চোখ (দুঃসাধ্য বস্তু)
287) বিসমিল্লায় গলদ (শুরুতেই ভুল)
288) বুদ্ধির ঢেঁকি (নিরেট মূর্খ)
289) ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ)
290) ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা)
291) ভরাডুবি (সর্বনাশ)
292) ভস্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ)
293) ভাদ্র মাসের তিল (প্রচণ্ড কিল)
294) ভানুমতীর খেল (অবিশ্বাস্য ব্যাপার)
295) ভাল্লুকের জ্বর (ক্ষণস্থায়ী জ্বর)
296) ভাঁড়ে ভবানী (নিঃস্ব অবস্থা)
297) ভূতের ব্যাগার (অযথা শ্রম)
298) ভূঁই ফোড় (হঠাৎ গজিয়ে ওঠা)
299) ভিজে বিড়াল (কপটাচারী)
300) ভূশন্ডির কাক (দীর্ঘজীবী)
301) মগের মুল্লুক (অরাজক দেশ)
302) মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন)
303) মন না মতি (অস্থির মানব মন)
304) মড়াকান্না (উচ্চকণ্ঠে শোক প্রকাশ)
305) মাছের মায়ের পুত্রশোক (কপট বেদনাবোধ)
306) মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ)
307) মুখ চুন হওয়া (লজ্জায় ম্লান হওয়া)
308) মুখে দুধের গন্ধ (অতি কম বয়স)
309) মুস্কিল আসান (নিষ্কৃতি)
310) মেনি মুখো (লাজুক)
311) মাকাল ফল (অন্তঃসারশূণ্য)
312) মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট আয়োজন)
313) মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য ধন্যবাদ)
314) মেছো হাটা (তুচ্ছ বিষয়ে মুখরিত)
315) যক্ষের ধন (কৃপণের ধন)
316) যমের অরুচি (যে সহজে মরে না)
317) রত্নপ্রসবিনী (সুযোগ্য সন্তানের মা)
318) রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি)
319) রাবণের চিতা (চির অশান্তি)
320) রাশভারি (গম্ভীর প্রকৃতির)
321) রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ)
322) রাজা উজির মারা (আড়ম্বরপূর্ণ গালগল্প)
323) রাবণের গুষ্টি (বড় পরিবার)
324) রায় বাঘিনী (উগ্র স্বভাবের নারী)
325) রাজ যোটক (উপযুক্ত মিলন)
326) রাহুর দশা (দুঃসময়)
327) রুই-কাতলা (পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি)
328) লেফাফা দুরস্ত (বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি)
329) লগন চাঁদ (ভাগ্যবান)
330) ললাটের লিখন (অমোঘ ভাগ্য)
331) লাল পানি (মদ)
332) লাল বাতি জ্বালা (দেউলিয়া হওয়া)
333) লাল হয়ে যাওয়া (ধনশালী হওয়া)
334) লেজে গোবরে (বিশৃঙ্খলা)
335) শকুনি মামা (কুটিল ব্যক্তি)
336) শাঁখের করাত (দুই দিকেই বিপদ)
337) শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ)
338) শিকায় ওঠা (স্থগিত)
339) শিঙে ফোঁকা (মরা)
340) শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান)
341) শিরে সংক্রান্তি (বিপদ মাথার ওপর)
342) শুয়ে শুয়ে লেজ নাড়া (আলস্যে সময় নষ্ট করা)
343) শরতের শিশির (সুসময়ের বন্ধু)
344) শত্রুর মুখে ছাই (কুদৃষ্টি এড়ানো)
345) শ্রীঘর (কারাগার)
346) ষাঁড়ের গোবর (অযোগ্য)
347) ষোল আনা (পুরোপুরি)
348) ঘোল কলা (পুরোপুরি)
349) সবুরে মেওয়া ফলে (ধৈর্যসুফল মিলে)
350) সরফরাজি করা (অযোগ্য ব্যক্তির চালাকি)
351) সাত খুন মাফ (অত্যধিক প্রশ্রয়)
352) সাত সতের (নানা রকমের)
353) সাপের ছুঁচো গেলা (অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা)
354) সেয়ানে সেয়ানে (চালাকে চালাকে)
355) সবে ধন নীলমণি (একমাত্র অবলম্বন)
356) সাতেও নয়, পাঁচেও নয় (নির্লিপ্ত)
357) সাপের পাঁচ পা দেখা (অহঙ্কারী হওয়া)
358) সোনায় সোহাগা (উপযুক্ত মিলন)
359) সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক)
360) সখাত সলিলে (ঘোর বিপদে পড়া)
361) সব শেয়ালের এক রা (ঐকমত্য)
362) হাটে হাঁড়ি ভাঙা (গোপন কথা প্রকাশ করা)
363) হাতটান (চুরির অভ্যাস)
364) হ য ব র ল (বিশৃঙ্খলা)
365) হরি ঘোষের গোয়াল (বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ)
366) হরিলুট (অপচয়)
367) হস্তীমূর্খ (বুদ্ধিতে স্থূল)
368) হাড়ে দুর্বা গজানো (অত্যন্ত অলস হওয়া)
369) হাতুড়ে বদ্যি (আনাড়ি চিকিৎসক)
370) হাতের পাঁচ (শেষ সম্বল)
371) হীরার ধার (অতি তীক্ষ্ণবুদ্ধি)
372) হোমরা চোমরা (গণ্যমান্য ব্যক্তি)
373) হিতে বিপরীত (উল্টো ফল)
374) হাড় হদ্দ (নাড়ি নক্ষত্র/সব তথ্য)
375) হাড় হাভাতে (হতভাগ্য)

Address

Shahrasti
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when EM-ON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EM-ON:

Share