21/04/2025
একজন মা তার দুটি সন্তানকে বটিদা দিয়ে কুপিয়ে মেরে ফেলল,,
আচ্ছা একজন মা আসলেই কি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতে পারে??? এর পিছনে কি অন্য কোন কারণ আছে?? নাকি শুধু শুধু একজন মা তার সন্তানদেরকে মেরে ফেলল???
একটা বাচ্চা জন্ম দিতে কি পরিমান কষ্ট হয় একজন মা ই জানে,, একটা বাচ্চাকে বড় করতে তার পিছনে কি পরিমাণ শ্রম দিতে হয় একজন মা জানে,, তাহলে কেন মা শুধু শুধু সন্তানদেরকে মেরে ফেলবে??
আমার মনে হয় এর পিছনে ওই সন্তানদের বাবা সব থেকে বেশি দায়ী। ওই মা যদি মানসিক কোন সমস্যায় না ভোগত কখনো এ কাজ করতে পারত না। আর মানসিক যন্ত্রণার কারনকে? উনিতো স্বামীর সংসারেই থাকতো,, স্বামী যদি ভালবাসতো যত্ন করতো,, শশুর শাশুড়ি যদি কষ্ট না দিত, তাহলে কি এই মা মানসিক যন্ত্রণায় ভক্ত?? উনি মানসিকভাবে খুব ডিস্টার্ব ছিল বলেই তার সন্তানদেরকে কুপিয়ে হত্যা করল,, উনি যে শ্বশুরবাড়িতে অশান্তিতে আছে এটা উনার বাবার বাড়ির মানুষ ও জানত অবশ্যই জানত, এবং শ্বশুরবাড়ির সবাই জানতো। কিন্তু কেউই কোন পদক্ষেপ নেয়নি। আর উনি মানসিকভাবে ডিস্টার্ব হয়েই হয়তো এই কাজটা করেছেন।
সর্বশেষ একটাই কথা বলব মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছেন? মেয়ে শ্বশুর-শাশুড়ি এবং স্বামীর সাথে কেমন আছে, এই খোঁজখবর রাখবেন, যদি মেয়ে ভালো না থাকে মেয়েকে ওখান থেকে সরিয়ে আনবেন। ভালো ট্রিটমেন্ট এর ব্যবস্থা করবেন। এবং স্বামী শ্বশুর-শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলবেন কি নিয়ে অশান্তিতে আছে সেটা মিটমাট করার চেষ্টা করবেন,, যদি মিটমাট করতে পারেন তাহলে মেয়েকে দিবেন, আর যদি মিটমাট করতে না পারেন তাহলে মেয়েকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবেন। না হয় এমন ঘটনা ঘটে যেতে পারে। এর জন্য বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির দুই পক্ষই দায়ী।