
19/07/2025
আপনাদের সকলের সাহায্যে চলছে আশরাফুলের চিকিৎসা ।তাই আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী দান করে যেতে পারেন আল্লাহ তা'আলা কখন কার দান কিভাবে আল্লাহতালা কবুল করবেন তিনিই ভাল জানেন তাই আপনার সামর্থ্য অনুযায়ী দান করে যেতে পারেন । দান করলে মহান আল্লাহ তা আলা খুশি হন/100/200/500/1000/2000/5000 অথবা ২০ হাজার টাকায় চলতেছে আশরাফুল এর চিকিৎসা,রিপোর্ট হাতে পেয়েছি।
আশরাফুল এর লিভার সুস্থ আছে,কিডনিতে টিউমার বাদে অন্য কোন সমস্যা নাই,আজ প্রথম থেরাপি দেয়া হয়েছে।
পাশাপাশি একটা ইনজেকশন দেয়া হয়েছে যেটার দাম ৫৩১২ টাকা,আরো ঔষধ ইনজেকশন তো আছেই,গতকাল এবং আজ ২ ব্যাগ রক্ত দেয়া হয়েছে,ঔষধ ইনজেকশন অথবা থেরাপি বাদেও হাসপাতালের প্রতিদিন বিল ৬ হাজার টাকা।
অপারেশন করানোর আগে আশরাফুল কে ৬ টা থেরাপি দিতে হবে,তাতে টিউমার ছোট হবে কিছুটা,তারপরে অপারেশন।
ডাক্তার বলেছে এরকম রোগীর আরো অনেক রোগ থাকে সেই তুলনায় আশরাফুল এর অন্য কোন রোগ নেই আপাদত।
তবে সঠিক চিকিৎসা না হলে আশরাফুল কে সুস্থ করা সম্ভব নয়।
এবং আশরাফুল এর অপারেশন শেষে ও ৫ টা থেরাপি দিতে হবে,এমন প্রস্তুতি রাখতে হবে কিন্তুু।
আশরাফুল এর চিকিৎসায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হতে পারে,তবে যেই ডাক্তার অপারেশন করবেন সে চাইলে কিছুটা কম নিতে পারবে।
আপনারা এখন পর্যন্ত সাহায্য পাঠিয়েছেন,৮২ হাজার ২১৭ টাকা ১৯ পয়সা,,,সবাই যদি এগিয়ে আসি আমরা তাহলে আশরাফুল এর চিকিৎসা করানো অপারেশন করানো সম্ভব।
আশরাফুল এর বাবা একজন প্লাস্টিক ফেরিওয়ালা মানুষের বাড়িতে বাড়িতে ফেরি করে বিক্রি করে,ছেলের চিকিৎসার জন্য ঘর বাড়ি গরু বিক্রি করেছে,এখন মামার বাড়িতে থাকে। তাই বর্তমানে আপনাদের ১০ জনের সাহায্যে চলছে আশরাফুলের চিকিৎসা
বর্তমানে আশরাফুল ভর্তি আছে, ধানমন্ডি সংকর আহমেদ মেডিকেল থেরাপি সেন্টারে।
পবিত্র মাহে রমজান মাসে আপনার দানকে 70 গুন বাড়িয়ে দেবেন আল্লাহ তা'আলা।
সাহায্য পাঠানো নাম্বার, আশরাফুলের
মায়ের
বিকাশ নগদ ও রকেট পার্সোনাল
০১৭৩২১৯৮৯৪৭
পোষ্ট শেয়ারকরে সাহায্য করবেন প্লিজ।
যারা সাহায্য না করতে পারবেন তারাও অন্তত ১০০০ বার এই পোস্টটি শেয়ার করবেন আপনার টাইমলাইনে এবং বিভিন্ন গ্রুপে ইনশাআল্লাহ
কপি পোস্ট জেনে সুনে ডোনেট করবেন