23/10/2023
সচেতনতা মূলক পোস্টঃ
হিন্দু ধর্মীও ভাই-বোনদের প্রতি সন্মান জ্ঞাপন পূর্বক জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু ধর্মালম্বীদের দুর্গা পূজা পালিত হয়। এই পূজার বিশেষ রীতি হলো, এদিন সর্পদেবীর নামে হিন্দুরা পাঁঠাবলি (ছাগল উৎসর্গ) দেয়। গায়রুল্লাহর নামে তারা এই পশুর শিরশ্ছেদ করে।
শিরশ্ছেদ কৃত এই পশুর মাথা মন্দিরের পুরোহিত বা ধর্মীয় গুরুরা রেখে দেয়, যার রক্ত দিয়ে মূর্তির আরাধনা করা হয়। অতঃপর এই সব হারাম পাঠার মস্তক বাজারে কসাইদের কাছে তারা স্বল্প মুল্যে বিক্রি করে দেয় এবং দেখা যায় মানসা পূজার পরদিন হতে বাজারে শত শত পাঠা/ছাগলের মাথা কসাইয়ের দোকানে শোভা পায়।
আর দুঃখজনক ব্যাপার হলো, মুসলিমদের অসচেতনার ফলে তারা এই পাঠার মস্তক বাজার থেকে কিনে নিয়ে যায়, অথচ এই সকল পশুর মস্তক হালাল উপায়ে এবং আল্লাহর নামে জবাই করা হয়নি।
গায়রুল্লাহর উদ্দেশ্যে এই বলিকৃত পশুর মাংস খাওয়া সম্পূর্ণভাবে হারাম। তাই পুজোর দিন হতে এর পরের ৭-১০ দিন বাজার হতে কোনোরূপ ছাগল/পাঠার ছিন্ন মস্তক কেউ কিনবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।