25/12/2024
⭕ মুসলমান" হয়ে বড় দিনের শুভেচ্ছা...!!⭕
মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানানো কোনভাবেই জায়েজ নেই ! ❌
- এটি মুসলমানদের কালচার নয়, এটি খ্রিস্টানদের কালচার এবং এটি মুসলমানদের জন্য শিরক!!
- শিরক কি বুঝেন তো নাকি..?
আল্লাহ কে ভয় করুন ! একদিন তো মরতে হবে তখন আল্লাহকে কি জবাব দিবেন সেই চিন্তা করুন ⁉️
- বড়দিন বা ক্রিসমাস পালন বা শুভেচ্ছা জানানোর অর্থ হলো — আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তা'আলা এই দিনে পুত্র সন্তান জন্ম দিয়েছে!--- নাউজুবিল্লাহ ⚠️
অথচ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন:
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
“তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি।”
— (সূরা আল-ইখলাস, ১১২:৩)
'মেরি ক্রিসমাস'- বলার মাধ্যমে কুরআনের এই আয়াতকে অস্বীকার করা হয়।' ‼️
- সুতরাং কুরআনের কোনো অক্ষর, আয়াত বা অংশ অস্বীকার করা কুফরি। এ বিষয়ে উম্মাহর উলামাদের মধ্যে ইখতেলাফ বা মতানৈক্য নেই।
"হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো আল্লাহ ও তাঁর রাসুলের ওপর, ওই কিতাবের ওপর যা তিনি তাঁর ওপর অবতীর্ণ করেছেন এবং ওই কিতাবের ওপর যা তিনি অতীতে অবতীর্ণ করেছেন। যে আল্লাহ, তাঁর ফেরেশতা, কিতাব, রাসুল ও আখিরাত প্রত্যাখ্যান করল সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হলো। -- (সুরা: নিসা, আয়াত : ১৩৬)
(আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সর্বোত্তম উত্তম জ্ঞানী)
✒️ মোঃ আবুল কাশেম - সজীব
#বড়দিনেরশুভেচ্ছাজানানোহারাম #ক্রিসমাসেরশুভেচ্ছাজানানোযাবেনা
#শিরক #কুরআনেরআয়াত