29/08/2023
রিক্সা চালক যখন উপজেলা সভাপতি,
জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় অবদান হলো, জামায়াত তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মানুষকে জ্ঞানের প্রায়োগিক দিকেরও অনুশীলন করতে শিখিয়েছে। যেমন, হাদীসে আমরা পড়েছি হাবশী গোলামও যদি আমাদের দায়িত্বে আসেন তার আনুগত্য করতে হবে।
এমনি একটি উদাহরণ উল্লেখ করবো।।
সাধারণ জনগণের মাঝে জামায়াতের সাংগঠনিক কাজ সবচেয়ে বেশি চলে উত্তরবঙ্গে। সেখানে দিন মজুর, রিক্সাওয়ালা জামায়াতের রুকন আছে অসংখ্য। যা সারা দেশে খুঁজে পাওয়া মুশকিল।
একদিন দিনাজপুরের এক রুকন সম্মেলনে একজন রুকন অধ্যাপক সাহেব রিক্সায় করে গেলেন। যেখানে যাবেন সেখানে এখন রিকশা ভাড়া বেড়েছে। কিন্তু রুকন অধ্যাপক এটা জানতেন না। ড্রাইভার ৫টাকা বেশি চাওয়ায় অধ্যাপক সাহেব কিছুটা তর্কে জড়িয়ে গেলেন।
এক পর্যায়ে ড্রাইভার জানতে পারলেন যে লোকটি রুকন সম্মেলনে এসেছেন, তাই আর কিছু না বলে তিনি চলে গেলেন।
অধ্যাপক সাহেব প্রোগ্রামে প্রবেশের কিছুক্ষন পরেই ঐ ড্রাইভার ভাইটিও মিটিংয়ে যোগ দিলেন। ড্রাইভারের প্রবেশের সাথে সাথে মঞ্চের অনেকে দাঁড়িয়ে গেলেন এবং রিক্সার ড্রাইভার ভাই ষ্টেজে গিয়ে বসলেন।
অধ্যাপক সাহেবতো অবাক হয়ে গেলেন। যখন জানতে পারলেন ড্রাইভারটি হচ্ছে দিনাজপুর জেলার এক থানার নতুন মনোনীত শ্রমিক কল্যান ফেডারশনের সভাপতি তখন অধ্যাপক পূর্বের কাহিনীর জন্য লজ্জায় পড়ে গেলেন।
ড্রাইভার ভাইটি বক্তব্য দেওয়ার সময় অধ্যাপকের পরিচয় উল্লেখ না করে ৫ টাকা নিয়ে অধ্যাপকের মত
রুকনদের মন-মাসিকতার ব্যাপারে কঠোর কথা বলে দিলেন। যেন ভবিষ্যতে কোনো শ্রমিকের সাথে এরুপ আচরণ না করেন। অধ্যাপক সাহেব পরে ড্রাইভারের সাথে দেখা করে ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং সেখানে আনুগত্যের অনন্য উদাহরন সৃষ্টি হল।
রাসূল (সাঃ) বিদায় হজ্জের ভাষনে বলেছেন যে, 'তোমাদের জন্য যদি হাবশী গোলামকেও নেতা নির্বাচন করা হয়, আর সে যদি কুরআন হাদীস দ্বারা তোমাদেরকে নেতৃত্ব দেয়, তাহলে অবশ্যই তার নেতৃত্ব গ্রহন করা তোমাদের জন্য আবশ্যক।'
জামায়াতের সাংগঠনিক নেতৃত্ব ও আনুগত্য সেই বাণীরই বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে।
(তথ্যটি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পেইজ থেকে নেয়া)