Marjahan Akter

Marjahan Akter এখানে ডিজিটাল কনটেন্ট বিষয় নিয়ে কাজ করা হয়।

31/01/2024

# # # #ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এসেছে ভেরিফিকেশন ব্যাজ। ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি নীল চেকমার্ক ব্যাজ পাওয়া যায়। যে অ্যাকাউন্টে এই ভেরিফিকেশন ব্লু চেকমার্ক থাকে, অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে। এমন ব্লু চেকমার্ক এখন অনেক জায়গাতেই দেখা যায়। টুইটার, ফেসবুক টিন্ডারের মতো প্ল্যাটফর্মে দেখা যায়। বোঝা যায়, এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে ওই অ্যাকাউন্টটি বিশ্বস্ত। যেকোনো ব্যক্তি ইনস্টাগ্রামে এই যাচাইকৃত ব্যাজ পাওয়ার অনুরোধ করতে পারেন। তবে ইনস্টাগ্রাম এই বিষয়ে খুবই কড়া। বেশ কিছু মানদণ্ড পেরিয়ে তবে পাওয়া যেতে পারে এই ব্যাজ।
কীভাবে আবেদন করা যাবে—প্রথমেই ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। তারপর ওপরের ডানদিকে কোনায় হ্যামবার্গার আইকনে ট্যাপ করতে হবে। এরপর সেটিংসে গিয়ে ট্যাপ করতে হবে অ্যাকাউন্ট-এ। এরপর ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’-এ ট্যাপ করতে হবে।
এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথভাবে পূরণ করে ফেলতে হবে।
সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিশিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটি জমা দিয়ে দিতে হবে। তারপর যা করার ইনস্টাগ্রামই করবে।
ইনস্টাগ্রামের দাবি, তাদের একটি প্রতিনিধি দল এই আবেদন পর্যালোচনা করে দেখবে। তারপর, ওই অ্যাকাউন্টের নোটিফিকেশন ট্যাবে একটি প্রতিক্রিয়া পাওয়া যাবে। ইনস্টাগ্রাম খুব স্পষ্টই বলেছে যে, তারা কোনোভাবেই কোনো ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্যভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।

30/01/2024

# # # # Simply Graphic work

Successnes🥰🥰🥰🥰🌼🌼🌼🌼🌼👇👇👇👇
13/01/2024

Successnes🥰🥰🥰🥰
🌼🌼🌼🌼🌼👇👇👇👇

💻💻💻🖥️🖥️🖥️⌨️⌨️ # # #
03/01/2024

💻💻💻🖥️🖥️🖥️⌨️⌨️ # # #

Restaurant  logo design  creating, 😍😍😍
04/11/2023

Restaurant logo design creating, 😍😍😍

04/11/2023
👇👇👇
04/11/2023

👇👇👇

👉 Freelancing আসলে কার জন্য???যে সত্যি-ই কিছু করতে চায়-তার জন্য Freelancingযে কাগজের সার্টিফিকেটের বাইরেও  নিজ প্রতিভাকে...
24/10/2023

👉 Freelancing আসলে কার জন্য???

যে সত্যি-ই কিছু করতে চায়
-তার জন্য Freelancing

যে কাগজের সার্টিফিকেটের বাইরেও নিজ প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ খুঁজে
-তার জন্য Freelancing

যে পৃথিবী জুড়ে নেটওয়ার্ক তৈরি করতে চায়
-তার জন্য Freelancing

প্রফেশনাল কাজের পাশাপাশি যে বাড়তি আয় করার সুযোগ খুঁজে
-তার জন্য Freelancing

যার একসাথে Happiness প্রয়োজন
-তার জন্য Freelancing

পৃথিবী জুড়ে বিজনেস করার মত যার মানসিকতা
-তার জন্য Freelancing

যার প্লান, উদ্দীপনা আনলিমিটেড ইনকাম করা।

🙂🙂🙂

👇👇👇🥰🥰শুরুতে প্রথম কাজে আয় ছিল ঘণ্টায় ৮ মার্কিন ডলার। এখন প্রতিটি কাজের জন্য প্রতি ঘণ্টায় নেন ১৫ ডলার। এখন প্রতি মাসে তাঁ...
18/10/2023

👇👇👇🥰🥰শুরুতে প্রথম কাজে আয় ছিল ঘণ্টায় ৮ মার্কিন ডলার। এখন প্রতিটি কাজের জন্য প্রতি ঘণ্টায় নেন ১৫ ডলার। এখন প্রতি মাসে তাঁর আয় প্রায় দুই হাজার ডলার। 😍
🤩কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় পর্যায়ে সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা।🥳💞

পুরোদস্তুর গৃহিণী চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসিন্দা শেখ খাদিজা খানম। তিন ছেলে আর স্বামী নিয়ে তাঁর সংসার। সকাল থেকে সাংসারিক ব্যস্ততায় সময় কাটে খাদিজার। সন্ধ্যায় ঘরের সব কাজ গুছিয়ে একটু জিরিয়ে নেন তিনি। এরপর শুরু হয় তাঁর আরেক জীবন। পুরোদস্তুর গৃহিণী খাদিজা তখন হয়ে ওঠেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী।



#প্রথম_আলো

একজন সফল ব্যক্তি সফল হওয়ার মূল কারন কি জানেন? কারনটা হলো ধৈর্য। যে যত বেশি ধৈর্য ও বিশ্বাস এর সাথে কাজ করে যেতে পারবে সে...
15/10/2023

একজন সফল ব্যক্তি সফল হওয়ার মূল কারন কি জানেন? কারনটা হলো ধৈর্য। যে যত বেশি ধৈর্য ও বিশ্বাস এর সাথে কাজ করে যেতে পারবে সে ঠিক একদিন সফলতার নাগাল পাবেই ইনশাআল্লাহ।🤲
"ধৈর্য
এমন একটি গাছ..
যার সারা গায়ে কাঁটা!
কিন্তু ফল অত্যন্ত
মজাদার''
ধৈর্য ও বিশ্বাস রেখে এবং সালাতে মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে কাজে লেগে থাকি ইনশাআল্লাহ আমরাও পৌঁছাব সফলতার চূড়ায়। 🥰🥰

10/10/2023

My Graphics art🥰🥰🥰

Address

Chandpur

Telephone

+8801323221710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marjahan Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marjahan Akter:

Share