24/08/2025
চাঁদপুর সাহিত্য মঞ্চে নির্বাচিত গ্রন্থ নিয়ে পাঠ-পর্যালোচনা নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সাহিত্য মঞ্চের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হলো নির্বাচিত গ্রন্থ নিয়ে পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান। অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত চাঁদপুরের লেখকদের ১২টি বই নিয়ে শনিবার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয়সহ বিভিন্ন জেলার লেখক-সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। প্রথম পর্বে আলোচনার জন্য বাছাই করা হয় ছয়টি গ্রন্থ। এর মধ্যে রয়েছে—কবি ইলিয়াস ফারুকীর জল তিতির, নুরুন্নাহার মুন্নির গণতন্ত্রে পুরুষতন্ত্র, কবি মাইনুল ইসলাম মানিকের কুরুক্ষেত্রের ঘুড়ি, সঞ্জয় দেওয়ানের জলের ক্যালিগ্রাফি, কবি কবির হোসেন মিজির লাল রঙের নামতা এবং কবি জাহিদ নয়নের আততায়ী অন্ধকার। এই পর্বের সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।...