09/07/2025
হৃদয় আর টুকুর গল্প
সোশ্যাল মিডিয়ার হাত ধরে শুরু হওয়া আমাদের এই পথচলা, বিয়ের পরে কক্সবাজারের প্রথম হানিমুনের দুষ্টুমি, সব মিলিয়ে সত্যিই এক ভালোবাসার উপাখ্যান। চলুন, আমাদের এই মিষ্টি গল্পটা শুরু করা যাক!
সোশ্যাল মিডিয়ার সেই রাত জাগা দিনগুলো
হৃদয় আর টুকুর গল্পটা শুরু হয়েছিল অচেনা এক জগতে, যেখানে শব্দেরা বাঁধনহারা। দিনের আলো নিভে গেলে যখন চারপাশে নীরবতা নেমে আসত, তখনই জেগে উঠত তাদের ডিজিটাল সম্পর্ক। একটা 'হাই' থেকে শুরু করে, রাত গড়িয়ে সকাল হওয়া পর্যন্ত চলত টুকুর আর হৃদয়ের কথোপকথন। হাসির রোল উঠত, মন খারাপের ভাগাভাগি চলত, আর অজান্তেই একে অপরের প্রতি একটা টান অনুভব করতে শুরু করেছিল তারা। স্ক্রিনের ওপারে থাকা মানুষটাকে বাস্তবে দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা নিয়েই কাটছিল তাদের প্রতিটি রাত। এই রাত জাগা মুহূর্তগুলোই ছিল তাদের ভালোবাসার প্রথম ধাপ, যেখানে একে অপরের মনকে ছুঁয়ে গিয়েছিল তারা।
টুকুর হাতের জাদুতে মন ভালো
হৃদয়ের মন খারাপ হলে টুকু যেন এক জাদুকরের ভূমিকায় অবতীর্ণ হয়। মনমরা হৃদয় যখন চুপচাপ বসে থাকে, টুকু তখন তার সবটুকু ভালোবাসা উজাড় করে দেয় রান্নাঘরে। ভালো মন্দ নানান পদের খাবার তৈরি করে সে, আর সেই খাবারের গন্ধে হৃদয়ের বিষণ্ণতা ধীরে ধীরে কেটে যেতে শুরু করে। টুকুর হাতের রান্না শুধু পেটই ভরায় না, মনকেও তৃপ্তিতে ভরিয়ে তোলে। ভালোবাসা আর যত্নে ভরা সেই প্রতিটি লোকমা হৃদয়ের মুখে হাসি ফোটায়, আর সে বুঝতে পারে, তার টুকু আছে বলেই জীবনটা এত সুন্দর।
কক্সবাজারের হানিমুন: দুষ্টুমি আর ভালোবাসার ঢেউ
জীবনে কিছু মুহূর্ত থাকে যা চিরকাল অমলিন হয়ে থাকে, হৃদয় আর টুকুর জীবনে কক্সবাজারের হানিমুন ছিল তেমনই এক অধ্যায়। সেই প্রথম হানিমুন, যেখানে ভালোবাসার পাশাপাশি ছিল ভরপুর দুষ্টুমি আর অফুরন্ত হাসি। সমুদ্রের বিশালতার মাঝে দুজন মিলে একে অপরের সঙ্গ উপভোগ করেছিল। কখনো বালিয়াড়িতে ছুটে চলা, কখনো ঢেউয়ের সাথে খুনসুটি, আবার কখনো সূর্যাস্তের লাল আভা গায়ে মেখে ভবিষ্যতের স্বপ্ন দেখা। প্রতিটি মুহূর্তই যেন সাক্ষী ছিল তাদের নিষ্পাপ ভালোবাসা আর বাঁধনহারা আনন্দের। সেই হানিমুনের স্মৃতিগুলো আজও তাদের মুখে হাসি ফোটায়, আর মনে করিয়ে দেয়, জীবনের সেরা মুহূর্তগুলো কতটা সহজ আর সাবলীল হতে পারে।
Tanzila Islam Mohammad Forhad Hossain Hridoy