শাহরাস্তি উপজেলা
চাঁদপুর জেলার একটি উপজেলা
শাহরাস্তি বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।[২]
শাহরাস্তি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাংলাদেশে শাহরাস্তি উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব
আয়তন[১]
• মোট
১৫৪.৮৩ বর্গকিমি (৫৯.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা (জুন ২০১৯)[১]
• মোট
২,৫২,৫১১
• জনঘনত্ব
১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার[১]
• মোট
৭২.৩%
সময় অঞ
্চল
বিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড
৩৬২০
প্রশাসনিক বিভাগের কোড
২০ ১৩ ৯৫
ওয়েবসাইট
অবস্থান ও আয়তন
শাহরাস্তি উপজেলার উত্তরে কচুয়া উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম উপজেলা এবং উত্তর-পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অবস্থিত। এ উপজেলার আয়তন ১৫৪.৮৩ বর্গ কিলোমিটার (৩৮,২৫৫ একর)।[৩]
শাহরাস্তি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন।
পৌরসভা: শাহরাস্তি
ইউনিয়নসমূহ:
১নং টামটা উত্তর
২নং টামটা দক্ষিণ
৩নং মেহের উত্তর
৪নং মেহের দক্ষিণ
৫নং রায়শ্রী উত্তর
৬নং রায়শ্রী দক্ষিণ
৭নং সূচীপাড়া উত্তর
৮নং সূচীপাড়া দক্ষিণ
৯নং চিতোষী পূর্ব
১০নং চিতোষী পশ্চিম
১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আউলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.) নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।[১]
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার মোট জনসংখ্যা ২,২৯,১১৮ জন। এর মধ্যে পুরুষ ১,০৬,৭০০ জন এবং মহিলা ১,২২,৪১৮ জন। মোট পরিবার ৪৬,১৩৯টি।[৩] এখানকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১.১৫%।[১]
শিক্ষাসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার সাক্ষরতার হার ৬২.৭%।[৩]
শাহরাস্তি থানার শিক্ষা বিষয়ক তথ্য [৫]
ক্রমিক নং প্রতিষ্ঠান মোট সংখ্যা
১ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০১ টি
২ জুনিয়র উচ্চ বিদ্যালয় ৩ টি
৩ উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ৩২ টি
৪ উচ্চ বিদ্যালয়(বালিকা) ২ টি
৫ দাখিল মাদ্রাসা ১০ টি
৬ আলিম মাদ্রাসা ৪ টি
৭ ফাজিল মাদ্রাসা ৫ টি
৮ কামিল মাদ্রাসা ১ টি
৯ কলেজ(সহপাঠ) ৪ টি
১০ কলেজ (বালিকা) ১ টি
শিক্ষা প্রতিষ্ঠান
১ শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
২ চাঁদপুর হোমোপ্যাথিক মেডিকেল কলেজ
৩ মেহের ডিগ্রি কলেজ
৪ সূচীপাড়া ডিগ্রি কলেজ
৫ করফুন্নেছা সরকারি মহিলা ডিগ্রি কলেজ
৬ ভোলদিঘী কামিল মাদ্রাসা
৭ কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা
৮ নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
৯ ওয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়
১০ মেহার উচ্চ বিদ্যালয়
১১ পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়
১২ নাওড়া গণ বিদ্যালয়
১৩ সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়
১৪ রাগৈ উচ্চ বিদ্যালয়
১৫ খিলাবাজার স্কুল এন্ড কলেজ
১৬ টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়
১৭ বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়
১৮ দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
১৯ উনকিলা উচ্চ বিদ্যালয়
২০ বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
২১ খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
২২ উঘারিয়া ইউ. সি. উচ্চ বিদ্যালয়
২৩ দেবকরা শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়
২৪ চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়
২৫ বানিয়াচোঁ জে বি উচ্চ বিদ্যালয়
২৬ বিজয়পুর উচ্চ বিদ্যালয়
২৭ ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়
২৮ মনিরা আজিম একাডেমী
২৯ চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়
৩০ ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
৩১ ইছাপুরা উচ্চ বিদ্যালয়
৩২ হোসেনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
৩৩ জনতা উচ্চ বিদ্যালয়
৩৪ পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
৩৫ নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
৩৬ ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়
৩৭ শাহরাস্তি চিশতীয়া আলিম মাদ্রাসা
৩৮ শাহরাস্তি মডেল স্কুল
৩৯ বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়
৪০ শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুল
৪১ হোসেনপুর নুরানি ক্যাডেট মাদ্রাসা
৪২ সুরাইয়া আহমাদ নূরানি হাফেজীয়া মাদ্রাসা
দর্শনীয় স্থানসম্পাদনা
� কাদরা ইংরেজ বাড়ি
� হযরত শাহরাস্তি (রহ) মাজার
� শাহরাস্তি মাজার সংলগ্ন দীঘি
� নাটেশ্বর রায়ের দীঘি
� শ্রী শ্রী মেহার কালীবাড়ি
� নাওড়া মঠ ও দীঘি
� সাহাপুর রাজবাড়ি
� ঘুঘুশাল মনবাগান
� খিলা বাজার ব্রীজ
� চিখটিয়া ব্রীজ
� রাগৈ মসজিদ
� শাহরাস্তি (রহ) বাজার জামে মসজিদ
� নোয়াগাঁও ঐতিহাসিক বড়বাড়ি জামে মসজিদ
� ডাকাতিয়া নদী
� নুনিয়া ঈদগাহ ময়দান
� খেয়াঘাট ক্যাফে
�উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
� রফিকুল ইসলাম (বীর উত্তম), মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান মাননীয় সংসদ সদস্য (চাঁদপুর-০৫)
� রৌশন আরা বেগম, বাংলাদেশের প্রথম নারী পুলিশ সুপার (এসপি), বাংলাদেশ পুলিশ
� আবদুল ওয়াদুদ খান, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সাংসদ।
� এস ডি রুবেল, জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
মোহাম্মদ আনোয়ার হোসেন:-বীর উত্তম