Achieve Goal BD

Achieve Goal BD Professional Digital Marketer & YouTube SEO Experts
➡️ YouTube SEO
➡️ Facebook Ads
📞+8801973891934
(1)

"সেল বাড়াতে শুধু পোস্ট দিলেই হবে না! কিছু বিষয় ঠিক রাখতে হবে ✅"আপনার প্রোডাক্ট ভালো, কিন্তু সেল কম? তাহলে খেয়াল রাখুন এই...
30/06/2025

"সেল বাড়াতে শুধু পোস্ট দিলেই হবে না! কিছু বিষয় ঠিক রাখতে হবে ✅"

আপনার প্রোডাক্ট ভালো, কিন্তু সেল কম? তাহলে খেয়াল রাখুন এই ৪টি গুরুত্বপূর্ণ বিষয়:

✅ Branding – আপনার ব্র্যান্ডের পরিচিতি যত ভালো, ক্রেতার বিশ্বাস তত বেশি।
✅ Products & Seller এর উপর আস্থা – ক্রেতা যেন জানে, আপনি বিশ্বস্ত এবং পণ্য আসল।
✅ Strong Content – চোখে পড়ার মতো ছবি, নির্ভরযোগ্য তথ্য এবং সহজ ভাষায় বোঝানোর ক্ষমতা।
✅ Right Targeting – আপনার পণ্য যেন ঠিক সেইসব মানুষের সামনে যায়, যারা কিনতে আগ্রহী।

সব ঠিক থাকলে সেল আসবেই ইনশাআল্লাহ!

👉 যারা নতুন বা পুরনো ব্যবসায়ী, মনে রাখুন — Branding, Trust, Content & Targeting — এই চারটি অস্ত্র ঠিক থাকলে, বিজনেসে সফলতা নিশ্চিত।

আপনার ব্যবসা এগিয়ে নিতে এসব বিষয়ে সহযোগিতা লাগলে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Let's grow together! 🚀

সুখের ভাগটা একটু দাও, অভাবীর ঘরে আলো জ্বালাও!Achieve Goal BD সবসময় মানবতার পাশে থাকার অঙ্গীকার নিয়েছে। আপনার নেওয়া প্রতি...
21/06/2025

সুখের ভাগটা একটু দাও, অভাবীর ঘরে আলো জ্বালাও!

Achieve Goal BD সবসময় মানবতার পাশে থাকার অঙ্গীকার নিয়েছে। আপনার নেওয়া প্রতিটি সার্ভিস থেকে লভ্যাংশের একটি অংশ অভাবগ্রস্তদের সাহায্যে ডোনেট করা হবে।

আপনার নেওয়া সার্ভিস আর একই সাথে কারো সাহায্যে হাসি ফোটানোর অংশীদার হোন।

🔉🔉📢📢আপনি কি আপনার বিজনেস গ্রো করার জন্য কিংবা সেলস বৃদ্ধি করার জন্য প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এজে'ন্সি খুঁজছেন? ❓❓ফেসবু...
19/06/2025

🔉🔉📢📢আপনি কি আপনার বিজনেস গ্রো করার জন্য কিংবা সেলস বৃদ্ধি করার জন্য প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এজে'ন্সি খুঁজছেন? ❓❓

ফেসবুক বু'স্টিং কিংবা এড ক্যাম্পেইন,ওয়েবসাইট সে'লস এড কিংবা পেই'জ লাই'ক এড, যেকোনো ধরণের ফেসবুক বু'স্টিং সা'র্ভিস নিয়ে💯 Achieve Goal Bd💯 আছে আপনার পাশে!!

❓❓প্রশ্ন থেকে যেতেই পারে,এত এজে'ন্সি থাকতে আমাদের থেকেই কেনো সা'র্ভিস নিবেন..❓❓.

✅১.আমরা আপনার প্রোডাক্টে কিংবা সার্ভিসের ধরণ অনুযায়ী সঠিক কাস্ট'মার টা'র্গেটিং করে দিব।

✅২.দীর্ঘ অনেক বছর ধরে অ'ভিজ্ঞ টিম দিয়ে কাজ করার ফলে আপনার যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান আপনি পেয়ে যাবেন।

✅৩.রি'য়েল ড'লার দিয়ে কাজ করার কারণে ঘন ঘন এড বন্ধ হয়ে যাওয়া কিংবা পেজ রেস্ট্রিক'টেড হওয়ার ঝুঁকি নেই।

✅৪.এছাড়াও বিজনেস বৃদ্ধির জন্য ল্যান্ডিং পে'ইজ ডিজাইন ,কনটেন্ট ডিজাইন, ভিডিও বি'জ্ঞাপন সহ বাকি সকল ধরণের সা'র্ভিসও পেয়ে যাবেন আমাদের কাছে।

এসকল কারণে Achieve Goal BD হয়ে যেতে পারে আপনার ব্যবসার বিশ্বস্ত সঙ্গী! তাই আজই মেসেজ করুন আমাদের পেইজে অথবা কল করুন: ⁨ 01973-891934

🧭 আপনি কি Online Business শুরু করতে চান?আজকের দিনে মোবাইল বা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই একটি অনলাইন বিজনেস শুরু করা সম্...
18/06/2025

🧭 আপনি কি Online Business শুরু করতে চান?

আজকের দিনে মোবাইল বা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই একটি অনলাইন বিজনেস শুরু করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো—**কোথা থেকে শুরু করবেন? কিভাবে শুরু করবেন?**
আসুন, ধাপে ধাপে জেনে নিই—

✅ Step 1: প্রথমে বুঝে নিন আপনি কী করতে চান।

নিজেকে প্রশ্ন করুন—

* আমি কি পণ্য বিক্রি করতে চাই?
* নাকি ডিজিটাল কোনো সার্ভিস দিতে চাই (যেমন: গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং)?
* আমি কি অন্যের প্রোডাক্ট মার্কেটিং করে আয় করতে চাই (Affiliate Marketing)?

নিজের আগ্রহ আর দক্ষতার জায়গা খুঁজে বের করুন।

✅ Step 2: পণ্যের ধরন বা Niche ঠিক করুন।

সফল বিজনেসের শুরু হয় সঠিক নিস (Niche) বেছে নেওয়ার মধ্য দিয়ে।
যেমন:

* ইসলামিক পণ্য
* মেহেদি ও গয়নার ব্যবসা
* মোবাইল এক্সেসরিজ
* অনলাইন কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট
* হস্তশিল্প, হোম ডেকর ইত্যাদি

**আপনার পছন্দ ও মার্কেট চাহিদা—দুটোকেই গুরুত্ব দিন।**

---

✅ Step 3: ছোট্ট একটা প্ল্যান বানান।

* আপনি কী বিক্রি করবেন?
* কাদের কাছে বিক্রি করবেন?
* কিভাবে বিক্রি করবেন (Facebook, Website, WhatsApp)?
একটা সাদা কাগজে লিখে ফেলুন। **একটু সময় দিন নিজের স্বপ্নটা কেমন হবে তা ভাবতে।**

✅ Step 4: নাম, লোগো আর একটা পরিচিতি তৈরি করুন।

* পেজ বা ব্র্যান্ডের জন্য সুন্দর একটা নাম রাখুন
* একটা লোগো তৈরি করুন (Canva দিয়েও করতে পারেন)
* page, Instagram, WhatsApp খুলে ফেলুন

এই জায়গাটায় ব্র্যান্ডিং শুরু হয় – যাতে মানুষ আপনাকে মনে রাখে।

✅ Step 5: অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করুন।

* আপনি চাইলে ওয়েবসাইট বানাতে পারেন
* অথবা Facebook/Instagram দিয়েই শুরু করুন
* বিকাশ, নগদ বা পেমেন্টের উপায় ঠিক করে নিন

**শুরুতে যতটা সহজ রাখা যায়, ততটাই ভালো।

✅ Step 6: প্রোডাক্ট তৈরি বা সংগ্রহ করুন।

* নিজেই যদি কিছু তৈরি করতে পারেন – খুব ভালো
* না পারলে হোলসেল মার্কেট বা ড্রপশিপিং থেকে সংগ্রহ করুন
যতটা সম্ভব ইউনিক কিছু দিন – মানুষ ভিন্নতা খোঁজে।

✅ Step 7: ছবি, ভিডিও, কনটেন্ট বানান।

* ভালোভাবে ছবি তুলুন
* প্রোডাক্টের ভিডিও বানান
* সুন্দর করে লিখুন – মানুষ যেন বুঝতে পারে এটা কেন দরকার

**কন্টেন্টই হলো আপনার সেলসম্যান।**

✅ Step 8: মার্কেটিং শুরু করুন (Promo দেন)।

* Facebook Boost দিন
* WhatsApp Broadcast চালান
* ছোট্ট কিছু অফার দিন
* পরিচিতজনদের জানান

একটা পোস্ট থেকেই শুরু হতে পারে আপনার প্রথম অর্ডার।

---

✅ Step 9: অর্ডার, ডেলিভারি ও কাস্টমার কেয়ারে মন দিন।

* সময়মতো ডেলিভারি দিন
* কাস্টমারের প্রশ্নের সুন্দর উত্তর দিন
* সমস্যা হলে দ্রুত সমাধান করুন

আপনার ব্যবহার থেকেই মানুষ আপনাকে মনে রাখবে।

✅ Step 10: নিয়মিত শিখুন আর ধৈর্য ধরে কাজ করুন।

* প্রতিদিন কিছু না কিছু শিখুন
* একদিনে বড় কিছু হবে না—কিন্তু ধীরে ধীরে হবেই
* সফল হওয়ার আগে অনেকেই চেষ্টা ছাড়ে—আপনি যেন তাদের একজন না হন

❤️ শেষ কথা:

আপনার হাতে এখন একটা মোবাইল আছে মানেই, আপনার হাতে একটা সম্ভাবনার দরজা খুলে আছে।
✅ স্বপ্ন দেখুন, ছোট করে শুরু করুন, ধীরে ধীরে গড়ে তুলুন নিজের অনলাইন বিজনেস।
শুরুটা আজই হোক।

Contact: Inbox or +8801973891934 (WhatsApps)



✅💯আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সহিত আপনার বুস্টিং সার্ভিস নিতে পারেন। অধিক কাস্টমার পেতে আজই বুস্ট করুন ! 💯✅আমাদের সার্ভি...
17/06/2025

✅💯আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সহিত আপনার বুস্টিং সার্ভিস নিতে পারেন। অধিক কাস্টমার পেতে আজই বুস্ট করুন ! 💯✅

আমাদের সার্ভিস সমূহঃ
✅ প্রোফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেট-আপ।
✅ পেজ এর লোগো এবং কাভার ডিজাইন।
✅ পেজ প্রমোট।
✅পোস্ট ক্যাম্পেইন
✅ভিডিও ক্যাম্পেইন
✅ ফেসবুক অ্যাডস ম্যানেজার/ বিজনেস ম্যানেজার সেট-আপ।
✅ প্রয়োজন অনুযায়ী লোকেশন টার্গেট।
✅ বয়সভেদে কাস্টমারের পছন্দ অপছন্দ অনুযায়ী এড রান এর সুবিধা।

যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের পেইজ এ মেসেজ দিন
https://www.facebook.com/mdsanihossain2

,📞📞 +8801973891934

📣 আপনার ব্যবসার বিক্রি কমে গেছে?Achieve Goal Bd দিচ্ছে অনলাইন মার্কেটিং সলিউশন!✅ প্রোডাক্ট ডিজাইন✅ পেইড প্রমোশন✅ কাস্টমা...
16/06/2025

📣 আপনার ব্যবসার বিক্রি কমে গেছে?
Achieve Goal Bd দিচ্ছে অনলাইন মার্কেটিং সলিউশন!

✅ প্রোডাক্ট ডিজাইন
✅ পেইড প্রমোশন
✅ কাস্টমার টার্গেটিং
✅ ইনবক্স অর্ডার বাড়ানোর গ্যারান্টি!

📲 যোগাযোগ করুন:
📞 WhatsApp: +8801973891934
📩 ইনবক্স করুন এখনই!

✅✅আপনার পেইজের Active ফলোআর বাড়াতে এবং💯💯💯 সেল বাড়াতে আমাদের সাথে যোগাযোগ করুন  অথবা কল করুন📞📞 01973-891934
14/06/2025

✅✅আপনার পেইজের Active ফলোআর বাড়াতে এবং💯💯💯 সেল বাড়াতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কল করুন📞📞 01973-891934

✅✅আলহামদুলিল্লাহ আপনার পণ্যের সেল বাড়াতে💯💯 Achieve Goal BD  আছে আপনার পাশে।🤝🤝আমাদের সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ ক...
10/06/2025

✅✅আলহামদুলিল্লাহ আপনার পণ্যের সেল বাড়াতে
💯💯 Achieve Goal BD আছে আপনার পাশে।
🤝🤝আমাদের সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

I got 4 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done i...
08/06/2025

I got 4 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Chandpur
3602

Alerts

Be the first to know and let us send you an email when Achieve Goal BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share