07/12/2024
রাগ, অভিমান, ভালোবাসা,ইচ্ছা, স্বাধীনতা, আশা-আকাঙ্ক্ষা এগুলো মেয়েদের জন্য না ভাই।
মনে রাখবে তুমি মেয়ে। তোমার এগুলা থাকা চলবে না। তোমার কোনো ইমোশন থাকা লাগবে না। কারণ তুমি মেয়ে।
★রাগ করবে?
--নাহ তোমার রাগ করা চলবে না। কারণ রাগ করা মেয়েদের বেশি ভাব, বেশি ইগো,বেশি অ্যাটিটিউড থাকে। তুমি রাগ করলে তোমায় উল্টো ভুল বুঝবে। কিন্তুু কেউ তোমার রাগের কারণ জানতে চাইবে না। তাই মেয়েদের রাগ করার সাজেনা।
★অভিমান করবে?
--অভিমান করলে মানুষ তো বলবে তোমার অহংকার বেশী, রাগ বেশী, জেদ বেশী। তাই তোমার অভিমান করাও চলবে না।
★তোমার মনে অনেক ইচ্ছা আছে?
--ধুর,মেয়েদের ইচ্ছা বলতে কিছু আছে নাকি?! মেয়েদের বেশি ইচ্ছা থাকতে নেই। বেশি কিছু ইচ্ছা করলে হিতে বিপরীত হয়।
★ভালোবাসা লাগবে?
--ভালোবাসা আশা করবে কার কাছে? বেশি ভালোবাসা চাইতে গেলে মানুষ ছেড়ে চলে যায়।
★তোমার মনে আশা আকাঙ্খা আছে।
--সেটাও থাকা লাগবে না। থাকলেও ভুলে যাও। কি আশা করবে তুমি? কার কাছ থেকে আশা করবে? মেয়েদের বেশি আশা করা ঠিক না।
★তোমার স্বাধীনতা লাগবে?
--মেয়েদের আবার কিসের স্বাধীনতা?? তুমি ঘরে থাকবে সারাদিন. মেয়েরা ঘরে যত থাকবে ততই তাদের ভালো তোমার কোন ইচ্ছে থাকা যাবে না, কোথাও ঘুরার আবদার করা যাবেনা, তুমি ঘরে থাকবে। বাইরের দুনিয়া তোমার দেখার দরকার নেই।
★তোমার পাশে কাউকে দরকার?
--কাউকে পাবে না তুমি, কাউকেই নাাাা। একমাত্র আল্লাহকে ছাড়া🤍। তোমার সাথে যতই খারাপ কিছু হোক না কেন তোমাকে সহ্য করতে হবে, সহ্য করেই যেতে হবে!! তুমি প্রতিবাদ করতে পারবে না, কারণ তুমি মেয়ে!।.. প্রতিবাদ করতে গেলেই তুমি বেয়াদব, মুখে মুখে তর্ক কর।
এগুলাই শুনতে হবে।
জীবনে মেয়ে হয়ে জন্মালে কোন আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, ভালোবাসা, ইমোশন কিছু থাকা যাবে না.. রোবটের মত থাকতে হবে জড় বস্তুর মত বাঁচতে হবে, পাথর হতে হবে।
কিন্তু তাও কি তুমি ভালো মেয়ে হতে পারবে কি পারবে???
--না!!
কারণ মেয়েদের জীবন যে এমনই হয়😅