
10/09/2025
মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নে-তা ছাত্তারের উদ্যোগে গ-ণ-মি-ছি-ল
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদল নেতা ইফাদ বিন ছাত্তারের উদ্যোগে এক বিশাল গ-ণ-মি-ছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উত্তর লুধুয়া মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রায় ২ কিলোমিটার প্রধান সড়ক হয়ে লুধুয়া স্কুল বাড়ি গিয়ে শেষ হয়। মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নে-তা ইফাদ বিন ছাত্তার বলেন, আমি ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। আমি বিগত বিগত বছর অনেক মামলা হামলার শিকার হয়েছি। তবে আমি জিয়াউর রহমানের একজন কর্মী হয়ে তারেক রহমান ও চাঁদপুর-২ আসনের নেতা ড. জালাল উদ্দীনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাকে যদি এই ইউনিয়নের যুবদলের সভাপতি হিসেবে নির্বাচিত করে তাহলে আগামী দিনে আমাদের নেতা ড. জালাল উদ্দিনের হাতকে শ-ক্তি-শা-লী করতে এবং আগামী নির্বাচনে দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা ইব্রাহিম, সজিব পাটোয়ারী, কামাল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক প্রধান, যুবদল নেতা ইলিয়াছ পাটোয়ারী ও ফয়েজ পাটোয়ারী সহ শত শত নেতৃবৃন্দ।