Nusrat Jahan official

Nusrat Jahan official পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

29/08/2024

বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা টিচারদের সাথে যে বাজে ব্যবহার করতেছে এই স্টুডেন্টগুলা কি একজন টিচারের অভিশাপ থেকে বাঁচতে পারবে!!😪😪😪😪😪 শিক্ষার্থী হিসেবে লজ্জিত ।
একজন শিক্ষক উনি উনার যোগ্যতায় শিক্ষক হয়েছেন।আমার মনে হয় না যে কোন স্টুডেন্টের উনাকে হেনস্তা করা, গায়ে হাত তোলা কিংবা জোর করে পদত্যাগ করানোর কোন অধিকার রয়েছে।এটা অতিরিক্ত বাড়াবাড়ি।
হ্যাঁ,,তবে কোন টিচার গুরুতর কোন অন্যায় করলে তার জন্য অভিযোগ দায়ের করতেই পারে কলেজ কতৃপক্ষের কাছে এটা স্বাভাবিক। কলেজের দায়িত্বে যারা রয়েছেন উনারা সিদ্ধান্ত নিবেন কাকে সরাবেন আর কাকে আরেকটা সুযোগ দিবেন ভুল শুধরিয়ে নেওয়ার।আশা রাখছি বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আইনের সহায়তা নিবে।
কিন্তু টিচারদের সাথে এমন জোরজবরদস্তি করা, অপমান করা খুবই জঘন্য একটা কাজ।দু-চার জন ফালতু স্টুডেন্টের জন্য যেমন সকল স্টুডেন্ট লজ্জিত হচ্ছে । আমার মনে হয় ঠিক একেইভাবে কয়েকজন টিচারের সাথে এমন অন্যায় আাচারনের জন্য সকল টিচারকে আঘাত করা হচ্ছে। 😪
এটা সত্যিই মেনে নেওয়া যায় না।আমাদের ক্ষমা করবেন স্যার।ইনশাআল্লাহ আমাদের শিক্ষকদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা ভক্তি সবসময় অটুট থাকবে স্যার।❤️

তুমি যাকে বৃষ্টি বলোকেউ বলে সর্বনাশ,,তুমি যাকে মায়া বলোকেউ বলে দীর্ঘশ্বাস.!তুমি যাকে একাকিত্ব বলোকেউ বলে শান্তির ঘর,,তু...
28/08/2024

তুমি যাকে বৃষ্টি বলো
কেউ বলে সর্বনাশ,,
তুমি যাকে মায়া বলো
কেউ বলে দীর্ঘশ্বাস.!
তুমি যাকে একাকিত্ব বলো
কেউ বলে শান্তির ঘর,,
তুমি যাকে আপন বলো
কেউ বলে স্বার্থপর.!
তোমার অন্ধকারে ভীষণ ভয়
অথচ কারো অন্ধকার ভীষণ প্রিয়,,
তুমি যাকে কষ্ট বলো
কেউ বলে যত্ন করে আমায় দিও.!
তুমি যাকে দূরে ঠেলো
কেউ তা ভীষণ আগলে রাখে,,
কে হারিয়ে যায়, কে যে থাকে
কজন'ই বা তাঁর খবর রাখে..??

Big respect sir কতটা মেধাবী একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না...
26/08/2024

Big respect sir কতটা মেধাবী একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-
না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারন এবং তার অনুসারীরা মানবতার মা দেখে আসছে বন্যা কবলিত এলাকা।

হুট করে এসে বললেন তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড করলাম।

আজব!!
এটাই হচ্ছে নোবেল জয়ী মানুষের কাজ ও বুদ্ধিমত্যা .

এই ছবিটি বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতি একেছে।আগে যখন এই ছবিটা দেখেছিলাম.... এর পেছনের অর্থ বুঝিনি...দেখা ...
26/08/2024

এই ছবিটি বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতি একেছে।
আগে যখন এই ছবিটা দেখেছিলাম.... এর পেছনের অর্থ বুঝিনি...

দেখা যাচ্ছে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ টানছে, এবং বিড়ালটি ভেবেছিল যে এটি একটি ইঁদুরের লেজ, তাই সে এটিকে টেনে টেনে তাড়িয়ে দিতে চেয়েছিল যতক্ষণ না এটি বেরিয়ে আসে...।

তার পেইন্টিংয়ের অর্থ: "ঝুঁকি না জেনে আপনি কখন কার সাথে খেলছেন,,

কোবরার লেজকে ইঁদুরের লেজ ভেবে খেলা করবেন না। এই ছবিটি মনে রাখবেন: আপনি মানুষের পুরো রুপ টা দেখতে পারবেন না। আপনি যদি মানুষের পুরো রুপটি দেখতে পারেন তবে আপনি বুঝতে পারবেন যে আমরা যাকে ছোট মনে করি তা আসলে আমাদের চেয়ে অনেক বড়।

ভয় পাইছে মনে হয়🙂🤭
16/08/2024

ভয় পাইছে মনে হয়🙂🤭

****   🥹  সমাজ সংষ্কার বলেন আর দেশ সংষ্কার বলেন  সবখানেই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আজকে কলেজে যেটা হয়েছে আমরা যা...
11/08/2024

****
🥹 সমাজ সংষ্কার বলেন আর দেশ সংষ্কার বলেন সবখানেই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজকে কলেজে যেটা হয়েছে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আর ছাত্রদলের ভাইয়াদের মধ্যে এটা মোটেও কাম্য নয়।

★প্রথমেই বলি ছাত্রদলের ভাইয়ারা কলেজের ভিতরে ব্যানার লাগিয়েছে। এটা ওনাদের ভুল হয়েছে এটা মানলাম।মেয়েরা ঐ ব্যানারটা খুলে পেলে দিয়েছে ছিঁড়ে ফেলছে এটাও মেনে নিলাম।

★এবার বলি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা এই কাজটা করেছেন তারা যদি ভিন্নভাবে কাজটা করতেন তাহলে এই বিশৃঙ্খলা হতো না।আর সাধারণ শিক্ষার্থী আর ছাত্রদলের মধ্যে এই মনোমালিন্য হতো না।

সাধারণ শিক্ষার্থী যারা তাদের বোঝা উচিত ছিল ছাত্রদলের মধ্যে দলটা পরে আগে ওনারা ছাত্র। কেউ কলেজের রানিং ছাত্র ছিল আবার কেউ হয়তো ছিল প্রাক্তন।ছাত্র হিসেবে ওনারা মাঠে যে ছিল এটা অশিক্ষার করতে পারবে না কেউ।
সাধারণ শিক্ষার্থীদের উচিত ছিল সিনিয়র ভাইয়াদের সাথে কথা বলা।আপনারা দলীয় হিসেব না করে বড় ভাই হিসেবে ছাত্র হিসেবে ওনাদের সাথে কথা বলতেন।

**ওনাদের বলতেন যে ভাইয়া আমরা কলেজে রাজনীতি চাই না।আর আপনারা আমাদের সিনিয়র আপনার দলীয় হিসেব না করে আমাদের শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করলে ভালো হয়। আর ব্যনারটা এভাবে না ছিঁড়ে ওনাদেরকে বলতেন যে ভাইয়া আপনার এগুলো কলেজে না লাগিয়ে বাহিরে লাগালে ভালো হয়।দয়া করে এখান থেকে সরিয়ে নিন।
এরপর ওনারা আপনাদের সাথে সহমত পোষণ না করলে তখন সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা নিতেন।হুট করে নিজেরা নিজেদের মতো কাজ করা ঠিক হয়নি।

★দেখুন সব কিছুর একটা সুন্দরর্য আছে।আপনি যদি সুন্দরভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন সেখানে আপনার নিজের কাজ করার প্রয়োজন নেই।
★আমি কোন দলের হয়ে কিছু বলছি না। আমিও একজন সাধারণ শিক্ষার্থী। ছাত্রদল আর সাধারণ শিক্ষার্থী আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই মিলে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নিবেন। এতে করে সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।অন্য কেউ সুযোগ নিতে পারবে না।

ধন্যবাদ।

সাধারণ শিক্ষার্থী ( N.J.)

10/08/2024

আশর্য,,,
এক ভাই পরীক্ষায় ফেল করেছে ঠিক আছে।তাই বলে কি সে আরেক ভাই পাশ হওয়াতে আনন্দ করতে পারবে না!!!
বিরোধী দলের নেতা কর্মীরা যে কি পরিমাণ অশান্তিতে ছিল আপনাদের কোন ধারনা আছে! কত রাত যে তারা নিজের ঘরে ঘুমাতে পারেনি জানেন! রাতে উঠে উঠে ধান ক্ষেতে যেখানে সেখানে লুকাইতো জানেন!একটা মামলা থেকে না বের হয়তে আরেকটা মামলার মধ্যে দিয়ে দিতো।কেউ একটা অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করলে তার তালিকা তৈরি করা হতো।

হয়তো আপনি তাঁদের কষ্ট দেখেননি আর এ জন্যই ভাবছেন এরা এতো লাফাচ্ছে কেন।কিন্তু তাঁরা যে শুধু ক্ষমতায় যাওয়া জন্য লাফাচ্ছে বিষয়টা এমন না।এতো বছর ওরা যেই অত্যাচার, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে এসব থেকে মুক্তি পেয়েছে বলেই অনেকে আনন্দ উপভোগ করছে। তাই তাঁদের আনন্দ করতে দিন।একটু শান্তিতে থাকুক।তবে আনন্দের নামে আমরা অবশ্যই বিশৃঙ্খলা চাই না।আর জানা মতে আমাদের এলাকাসহ বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা কর্মীদের শান্ত থাকতে বলছে।এবং কোন ধরনের মারামারি হানাহানি না করার জন্য সবাইকে অনুরোধ করেছে।

★দেশের মানুষ যাকে চায় সেই ক্ষমতায় যাবে।আমরা চাই একজন যোগ্য ব্যাক্তি ক্ষমতায় আসুক। সে যেই হোক।
ছাত্র জনতা অবশ্যই এবিষয়টা দেখবে।সমন্নয়করা ইতি মধ্যেই তাঁদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আর সামনেও দিবে ইনশাআল্লাহ।

***তাই অনুরোধ করছি বিরোধী দলের আনন্দ করা নিয়ে এতো সমালোচনা করবেন না।***

07/08/2024

চাইলাম কোটা - পেয়ে গেলাম পুরো বাংলাদেশ "! নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা কারী
আলহামদুলিল্লাহ 🤲🥰

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি ক...
07/08/2024

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙ্গালীর নাই। বাঙ্গালীর আরো ৩০/৪০ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে।

নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।
২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।
৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!?

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে ১ নম্বরে রাখবে। একজন বাঙ্গালী মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।

প্রফেসর ইউনুসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।

06/08/2024

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan official:

Share