29/08/2024
বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা টিচারদের সাথে যে বাজে ব্যবহার করতেছে এই স্টুডেন্টগুলা কি একজন টিচারের অভিশাপ থেকে বাঁচতে পারবে!!😪😪😪😪😪 শিক্ষার্থী হিসেবে লজ্জিত ।
একজন শিক্ষক উনি উনার যোগ্যতায় শিক্ষক হয়েছেন।আমার মনে হয় না যে কোন স্টুডেন্টের উনাকে হেনস্তা করা, গায়ে হাত তোলা কিংবা জোর করে পদত্যাগ করানোর কোন অধিকার রয়েছে।এটা অতিরিক্ত বাড়াবাড়ি।
হ্যাঁ,,তবে কোন টিচার গুরুতর কোন অন্যায় করলে তার জন্য অভিযোগ দায়ের করতেই পারে কলেজ কতৃপক্ষের কাছে এটা স্বাভাবিক। কলেজের দায়িত্বে যারা রয়েছেন উনারা সিদ্ধান্ত নিবেন কাকে সরাবেন আর কাকে আরেকটা সুযোগ দিবেন ভুল শুধরিয়ে নেওয়ার।আশা রাখছি বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আইনের সহায়তা নিবে।
কিন্তু টিচারদের সাথে এমন জোরজবরদস্তি করা, অপমান করা খুবই জঘন্য একটা কাজ।দু-চার জন ফালতু স্টুডেন্টের জন্য যেমন সকল স্টুডেন্ট লজ্জিত হচ্ছে । আমার মনে হয় ঠিক একেইভাবে কয়েকজন টিচারের সাথে এমন অন্যায় আাচারনের জন্য সকল টিচারকে আঘাত করা হচ্ছে। 😪
এটা সত্যিই মেনে নেওয়া যায় না।আমাদের ক্ষমা করবেন স্যার।ইনশাআল্লাহ আমাদের শিক্ষকদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা ভক্তি সবসময় অটুট থাকবে স্যার।❤️