25/11/2024
চাঁদপুরে চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি মহোদয় এর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪খ্রিঃ) সকাল ০৯.৩০ ঘটিকায় চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, মান্যবর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়। প্রধান অতিথি মান্যবর রেঞ্জ ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সদের বিভিন্ন মতামত শুনেন, সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, মান্যবর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়। সভায় মান্যবর রেঞ্জ ডিআইজি মহোদয় চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে উপস্থিত অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর দুপুর ০৩.০০ ঘটিকায় চাঁদপুর জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ মহোদয়। প্রধান অতিথি উপস্থিত সুধীজনদের বিভিন্ন মতামত শুনেন এবং জনগণের কাঙ্ক্ষিত পুলিশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রসমাজের প্রতিনিধিবৃন্দ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।