MatlabNews24.com

MatlabNews24.com MatlabNews24.com is a first and only online news portal of greater Matlab. Matlabnews24 represent and serve Matlab North & South related news and events.

30/01/2025
মতলবে লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাচ্ছেমতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্য...
26/01/2025

মতলবে লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাচ্ছে
মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থী খাদিজা আক্তার উচ্চ শিক্ষার জন্য আমেরিকা (ইউএসএ) যাচ্ছে। আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা উদ্দেশ্য রওয়ানা হবে।
জানা যায়, আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য আবেদন করলে ওই শিক্ষার্থীর আবেদন অনুমোদন হয়। ওই শিক্ষার্থী ২০১৯ খ্রি. লিটল স্কলার্স একাডেমিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে ২০২৪ খ্রি. এসএসসিতে গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন করে। তার পিতা মিজানুর রহমান মুন্সী একজন ব্যবসায়ী ও মাতা জোহরা বেগম একজন গৃহিনী। ৪ ভাইয়ের মধ্যে সে একমাত্র বোন।
খাদিজা আক্তার তার এ সাফল্যে মহান আল্লাহ তায়লার শোকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের শিক্ষক, পরিচালকসহ মতলব বাসীর নিকট সার্বিক সফলতার জন্য দোয়া কামনা করেছেন।
লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রধানীয়া জানান, খাদিজা আক্তার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসিতে গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের ওই শিক্ষার্থী আমাদের জন্য ও বিদ্যালয়ের গর্ব। ওই শিক্ষার্থীর সার্বিক সফলতা ও উন্নতি কামনা করছি।

ক্যাপশন ঃ মাতা ও বড় ভাইয়ের ও লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থীদের সাথে খাদিজা আক্তার।

04/01/2025

মতলব পৌর এলাকায় দূরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রানীকে বুধবার (১ জানুয়ারি ২০২৫) কারণ দর্...

কিন্ডার গার্টেন স্কুলের কয়েকটি নাম বাছাই করেছি। সকলের পরামর্শ চাচ্ছি।
20/10/2024

কিন্ডার গার্টেন স্কুলের কয়েকটি নাম বাছাই করেছি। সকলের পরামর্শ চাচ্ছি।

16/10/2024

জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে। ১৬ অক্টোবর বুধবার বেলা ১২টা ৪০মিনিটে মতল....

14/10/2024

বিএনপির দলীয় নির্দেশ অমান্য করে মতলব দক্ষিণে মোটরসাইকেল শোভাযাত্রা। ইতিমধ্যে মতলব দক্ষিণ ছাত্রদলের আহবায়ককে বহিষ্কার করা হয়েছে।
#মতলব #মতলবদক্ষিণ #মতলববিএনপি #ছাত্রদল #বিএনপি

29/06/2024

মতলব বাজারের ৭তলা বিল্ডিং এর সামনে ভয়াবহ দূর্ঘটনা।নারীরা বোরখা পড়ে অথবা গলায় ওড়না পেচিয়ে গাড়িতে উঠে সতর্ক থাকুন।

 #শোক_সংবাদঃ উত্তর বাইশপুর নিবাসী মতলব দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের পিতা- আমির হোসেন দেওয়ান (৮০) অদ্য ১২ টা...
10/06/2024

#শোক_সংবাদঃ উত্তর বাইশপুর নিবাসী মতলব দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের পিতা- আমির হোসেন দেওয়ান (৮০) অদ্য ১২ টায় রাজধনীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হা ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

‘মতলবের রাজা’ হিসেবে পরিচিত। কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়ের মালিক ক্রেতাদের কাছে এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। মতলব উত্তর...
10/06/2024

‘মতলবের রাজা’ হিসেবে পরিচিত। কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়ের মালিক ক্রেতাদের কাছে এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের রাঢ়িকান্দি গ্রামে। ইলিয়াস দেওয়ান এই গরুর মালিক।

প্রিয় মতলববাী, গরুটির দাম সম্পর্কে আপনার মতামত জানান...

শোক সংবাদঃমতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যার আজ ভোর ৬ ঘটিকায় ডাঃ সির...
09/06/2024

শোক সংবাদঃ
মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যার আজ ভোর ৬ ঘটিকায় ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।আমীন।

Address

Matlab Bazar
Chandpur
3640

Alerts

Be the first to know and let us send you an email when MatlabNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share