ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ

ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ আমি ব্রাহ্মণ নই
আমি ক্ষত্রিয় নই
আমি বৈশ্য নই
আমি শূদ্র নই
আমি হরিজন নই
আমি শুধুমাত্র একজন সনাতনী🕉।

আমি ব্রাহ্মণ নই
আমি ক্ষত্রিয় নই
আমি হরিজন নই
আমি সনাতন ধর্মালম্বী
সনাতনে বিশ্বাসী একজন হিন্দু।

😇যার রূ'প সুন্দর তাকে গােটা জগৎ ভালোবাসে।🙏🥰যার মন এবং ব্যবহার সুন্দর তাকেস্বয়ং শ্রীকৃষ্ণ ভালোবাসে। ཐི℠ཋྀ
11/03/2025

😇যার রূ'প সুন্দর তাকে গােটা জগৎ ভালোবাসে।🙏
🥰যার মন এবং ব্যবহার সুন্দর তাকে
স্বয়ং শ্রীকৃষ্ণ ভালোবাসে।
ཐི℠ཋྀ

19/09/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇

যদিও ‍🔥⃤⃟⃝🛕লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি
হে 𝄟⃝👑লক্ষন༗, এখানে আমার শান্তি লাভ
হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও
জন্মভুমি୧⍤⃝🚩 স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠᯓ ᡣ𐭩
‌ ‌ ‌ ‌ ‌ ℠꧁𓊈শ্রীরাম⸙𓊉꧂

আপনি কোন পন্থা অবলম্বন করবেন ? আত্মা বা কোনো ব্যাক্তির মায়ায় জড়ানো, তারপর তার প্রতি মোহ জন্মানো, তাকে আপন করার তীব্র বাস...
03/09/2024

আপনি কোন পন্থা অবলম্বন করবেন ?

আত্মা বা কোনো ব্যাক্তির মায়ায় জড়ানো, তারপর তার প্রতি মোহ জন্মানো, তাকে আপন করার তীব্র বাসনা, কিছু সময় ইন্দ্রিয় তৃপ্তি শেষে এই দেহের ধ্বংস অনিবার্য, পরিশেষে আবার এই কষ্টের পৃথিবীতে আগমন।

হৃদয়ে পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিৎ পরিমান হলেও ভক্তি সঞ্চার করা, তারপর তার চরণে স্মরণাগতি, তাঁকে একটু হলেও আপন করার বাসনা জন্মানো, ইন্দ্রিয় বহির্ভূত অপ্রাকৃত আনন্দ লাভ, পরিশেষে নাচতে নাচতে গোলক বৃন্দাবন বা ভগবানের ধামে গমণ।
‌ ‌ ‌ ℠

🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️হরেকৃষ্ণ🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️
━──────⊱❉✸❉⊰──────━

♦️ মায়া থেকে রক্ষা পাওয়ার উপায়..?💞কৃষ্ণ গীতায় বলছেন আমার মায়া অতিক্রম করা সহজ নয়। একমাত্র আমার চরণে শরণাগত হলেই মা...
20/08/2024

♦️ মায়া থেকে রক্ষা পাওয়ার উপায়..?

💞কৃষ্ণ গীতায় বলছেন আমার মায়া অতিক্রম করা সহজ নয়। একমাত্র আমার চরণে শরণাগত হলেই মায়া থেকে কেউ উদ্ধার পেতে পারে। কৃষ্ণের চরণে শরণাগত অর্থে ভগবানের নাম ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তনে সর্বদাই নিযুক্ত থাকা। মুখে শরানাগত, আমি কৃষ্ণের দাস; বললে হয় না. শ্রীমদ্ভাগবতে (১.২.৮) বলা‌ হচ্ছে- ভক্তির ব্যারোমিটার হচ্ছে শ্রীকৃষ্ণের কথার প্রতি আপনার রুচি কতটা? ভগবদগীতা-ভাগবত শ্রবণে আগ্রহ কতটা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্ত সঙ্গে কৃষ্ণ গুন-লীলা শ্রবণ কীর্তনে আমাদের মত্ত থাকা উচিত। তবে এই শক্তিশালী মায়া অতিক্রম করা যায়।

🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️হরেকৃষ্ণ🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️
━──────⊱❉✸❉⊰──────━

প্রকৃত অর্থে সুখী হওয়ার জন্য এই চারটি সরল সত্য মেনে নিন...??(১) আপনি যদি সুখী হতে চান তাহলে প্রথমেই অন্যকে দুঃখ দেয়া থেক...
18/08/2024

প্রকৃত অর্থে সুখী হওয়ার জন্য
এই চারটি সরল সত্য মেনে নিন...??

(১) আপনি যদি সুখী হতে চান তাহলে প্রথমেই অন্যকে দুঃখ দেয়া থেকে বিরত থাকুন।
কেননা,
এজগতের প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আজ যদি আপনি কাউকে দুঃখ দেন, তাহলে কাল সেই দুঃখ আপনার জীবনে আসবেই।

(২) অন্য জনের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্খা ত্যাগ করুন।
কেননা,
অনিত্য এই জগতে প্রকৃত কোন ভালোবাসা নেই। এটা স্বার্থের দুনিয়া, তাই একটু স্বার্থের কমতি পড়লে যে কেউ যেকোন সময় আপনাকে দুঃখ দেবে।

(৩) এটা অনিত্য জগৎ। প্রকৃত অর্থে, এখানে কেউ আপনার নিত্য সঙ্গী নয়। এ জগতের কেউ একই পূর্বে সবসময় আপনার সাথে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে আমরা অভিনয় করার জন্য সাময়িক সময়ের জন্য একত্রিত হয়েছি। তাই এই সরল সত্যটি মেনে নিয়ে এ জগতের কাউকে নিয়ে নিত্যকাল বাঁচার ইচ্ছা করবেন না, যে কেউই যেকোন সময় আপনাকে একা ফেলে রেখে চলে যেতে পারে।

(৪) আপনি মেনে নিন এটা দুঃখের জগৎ। আর এটা মেনে নিয়ে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য পরমেশ্বর ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করুন। লোভ , হিংসা, ক্রোধ, অহংকার, পরিত্যাগ করে। ধর্মীয় নির্দেশ মতো আপনার জীবন পরিচালিত করুন, দেখবেন আপনার জীবন শান্তিময় হয়ে উঠবে।

যদি এই চারটি সত্য মেনে নেন তাহলে দেখবেন যে কোন দুঃখই আপনার মনকে স্পর্শও করতে পারবে না। আপনার ইহকাল ও পরকাল দুটোই আনন্দময় হবে।

__________🌳🍇🌳__________
🙏🌷🌼💢 রাধে রাধে 💢🌼🌷🙏

"মানুষ"প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়।পূণ্য করার সময় ভাবে ভগবান সব দে...
05/08/2024

"মানুষ"

প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়।

পূণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়।

দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়।

কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়।

এর পরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে।

__________🌳🍇🌳__________
🌻🌿 বিবেচনা করুন 🌿🌻

🍁কখনো কখনো জীবনে কষ্ট আসারও দরকার হয় কারন আমরা অনেকেই যখন অনেক সুখে থাকি ভগবানকে ভুলে যাই, কষ্টে থাকলে তা প্রতিনিয়ত ডাকত...
03/08/2024

🍁কখনো কখনো জীবনে কষ্ট আসারও দরকার হয় কারন আমরা অনেকেই যখন অনেক সুখে থাকি ভগবানকে ভুলে যাই, কষ্টে থাকলে তা প্রতিনিয়ত ডাকতে থাকি। তাই সুখের সাথে সাথে কষ্টের গুরুত্ব অপরিসীম।🌿

_____________⚘🍇⚘_____________
🌼🌿Am I Right Or Am I Right🌿🌼

“জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে।                                                                ...
05/07/2024

“জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে।

┈┉━❀꧁꧂হরেকৃষ্ণ꧁꧂❀━┉┈

🌿🙏মানব জন্মের উদ্দেশ্য🙏🌿 আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল কর্ম করা উচিত।  মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম - তত্ত্ব সম্বন্...
01/07/2024

🌿🙏মানব জন্মের উদ্দেশ্য🙏🌿

আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল কর্ম করা উচিত।

মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম - তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা।

এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়।

তাই যারা পরম সত্যের অনুসন্ধানী, তারা কখনই ইন্দ্রিয় - সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না।

কেন না তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন।

তাই জীবনের প্রতিটি স্তরেই আমাদের পরম সত্যের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল আমরা সুখী হতে পারি।

আমরা যদি কৃষ্ণ ভক্ত হই তখন আমাদের ইন্দ্রিয় - সুখভােগের সমস্ত প্রচেষ্টা থেকে বিরত হওয়া যায়।।

🌿🙏🥀রাধে রাধে🥀🙏🌿

জ্ঞান মানুষকে পবিত্র করে। যে জ্ঞান ব্যবহারিক জীবনে প্রয়োগ করা হয় তা বিজ্ঞানে পরিণত হয়, অন্যথায় যে কোন জ্ঞান অর্থহীন।...
21/04/2024

জ্ঞান মানুষকে পবিত্র করে। যে জ্ঞান ব্যবহারিক জীবনে প্রয়োগ করা হয় তা বিজ্ঞানে পরিণত হয়, অন্যথায় যে কোন জ্ঞান অর্থহীন।

কোন ব্যক্তি গীতার জ্ঞান উপলদ্ধি করার পথে নিজের জীবনে বা পারমার্থিক জীবনধারার দ্রুত উন্নতি সাধন করতে পারে, কেউ যদি তাত্ত্বিক গীতার জ্ঞান গ্রহণ করে কিন্তু তা নিজের জীবনে প্রযোগ না করে তবে সেই জ্ঞানের কোন মূল্য থাকে না।

শ্রীল প্রভুপাদ আমাদেরকে একজন প্রামাণিক সদগুরুর শরণাগত হবার পরামর্শ দিয়েছেন যিনি বৈদিক সত্য সম্পর্কে অবগত রয়েছেন।

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন,
"তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া,
উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ॥
অনুবাদঃ সদগুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাঁকে সন্তুষ্ট কর, তা হলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তােমাকে জ্ঞান উপদেশ দান করবেন"। গীতা ৪/৩৪ )

মানুষের জীবনে আধ্যাত্মিক বিষয়সমূহ জল্পনা কল্পনা অথবা গবেষণার বিষয় নয়, সদগুরুর নিকট শরণাগতি এবং আত্মসমর্পণের দ্বারাই কেবল তা অনুধাবন করা যেতে পারে।।

__________🌳🍇🌳__________
🙏🌷🌼💢 রাধে রাধে 💢🌼🌷🙏

🌱ধন, মিত্র, স্ত্রী, ভূসম্পত্তি, দেশ, রাজ্য- এইসব বারংবার প্রাপ্তি হতে পারে কিন্তু মনুষ্য-শরীর বারংবার মিলেনা। অর্থাৎ মনু...
10/04/2024

🌱ধন, মিত্র, স্ত্রী, ভূসম্পত্তি, দেশ, রাজ্য- এইসব বারংবার প্রাপ্তি হতে পারে কিন্তু মনুষ্য-শরীর বারংবার মিলেনা। অর্থাৎ মনুষ্য জন্ম দুর্লভ।🌱

__________🌳🍇🌳__________
🙏🌷🌼💢 রাধে রাধে 💢🌼🌷🙏

Address

Haziganj
Chandpur

Telephone

+8801674427004

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ:

Share

Category