
14/09/2025
আমরা বাইরে যে যুদ্ধ করি তাতে যদি জয় চাই, তাহলে আমাদের প্রথমে সেই যুদ্ধগুলো জয় করতে হবে, আমাদের মনের মধ্যে।
ভেতরের যুদ্ধ হল আত্ম - পরাজয়কারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ যেমন আত্মবিশ্বাসের অভাব, স্পষ্টতার অভাব, গণনা করা ঝুঁকি গ্রহণে সাহসের অভাব, অলসতা, সন্তুষ্টি, আরামের জায়গায় অবস্থান করা, নেতিবাচক আত্ম-কথন, নিজেদের চেয়ে অন্যদের জীবনের উপর ফোকাস করা ইত্যাদি।
৫/৬ ইঞ্চি যুদ্ধক্ষেত্রের এই বাহিনীকে জয় করতে পারলে জীবনের যে কোন এলাকায় যে কোন যুদ্ধ জয় করতে পারি।
সুতরাং, আসুন প্রথমে অভ্যন্তরীণ সাফল্য প্রকাশ করে আমাদের লক্ষ্যণীয় প্রচেষ্টার মাধ্যমে বাহ্যিক সাফল্য প্রকাশ করি।
__________🌳🍇🌳__________
🙏🌷🌼💢 রাধে রাধে 💢🌼🌷🙏