KaBbo kotha

KaBbo kotha colors of love �
ভালো লাগা ও ভালোবাসার গল্প কথা,,,, �

তোমার সাথে যতই কথা বলি আমার মন ভরে না, তোমায় যতই দেখি আমার চোখ জুড়ায় না , তোমাকে যতই ভাবনায় রাখছি আমার ভাবনা ফুরায় ...
14/01/2025

তোমার সাথে যতই কথা বলি আমার মন ভরে না,
তোমায় যতই দেখি আমার চোখ জুড়ায় না ,
তোমাকে যতই ভাবনায় রাখছি আমার ভাবনা ফুরায় না। যতই তুমি আমায় ভালোবাসো না কেন আমার সাধ মেটে না। 🌸❤️

10/12/2024

যেদিন তুমি আমার গভীর থেকে
হাড়িয়ে যাবে , সে দিন ঠিকই বুঝবে
তুমিও আমায় ভালোবেসেছো ।
কিন্তু সেদিন আমি হাড়িয়ে যাবো
কোন এক অজানা ছায়ার পিছনে।
শত খুঁজেও হয়তো সেদিন আমায় পাবে না। আর আমিও সেদিন ধরা দেবো না । কেননা ভালোবাসার উপেক্ষা করে ধরা না দেওয়াটা
তোমার থেকেই শিখেযাচ্ছি।

তবে ধন্যবাদ তোমায় ,
এতো সুন্দর করে আমায় অবহেলা করা শিখানোর জন্য।
সত্যি বলছি এতো সুন্দর করে কোনদিন কেউ আমাকে কিছু শিখায়নি । ।।।
তাই আবারও ধন্যবাদ তোমায়।।

10/12/2024

লোকে বলে
হাড়িয়ে গেলে একযুগ পরে হলেও প্রিয় মানুষটাকে খুঁজে বের করা যায়, যদি ভালোবাসা সত্যি হয় ।
কিন্তু যারা নিজে থেকেই আড়াল হয়ে থাকে তাদেরকে কি আর খুঁজে বের করা যায় ।?।

হয়তো এই প্রশ্নটার ঠিক চিহ্নিত করা কোন উত্তর হয় না। কেননা কেউ কেউ তো অভিমান করেও আড়াল হয়ে থাকে। যানি না, আমার প্রতিও তোমার এমন‌ অভিমান আছে কিনা।
তবে অভিমান থাকলেও নিজকে ভাগ্যবান মনে করবো , কেননা অভিমান সেখানেই থাকে যেখানে
ভালোবাসা থাকে ‌।

কিন্তু বলোতো!
কি করে বুঝবো তুমি হারিয়ে গেছো
নাকি নিজকে আড়াল করে রেখেছো।
কেননা অভিমানেরওতো একটা অভিযোগ মাখা ভাষা আছে। আমি আজও তোমার সেই ভাষাটার লাইনটি খুঁজে পেলাম না।
তবে কি আমিই তোমায় বুঝি না ?
নাকি তুমিই আমার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছো।
সত্যিই আমি আজও তোমার কাছে আমার অবহেলিত ভালোবাসার সীমানায় এই প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াই ।।।।
তাও অনুনয়ে আহ্ববান, প্লিজ , যদি অভিমান করে থাকো তবে আমার এই
ঠুনকো ভালোবাসা দিয়েই না হয় তোমার অভিমান ভাঙ্গানোর সু্যোগ দাও । আর নয়তো হাড়িয়ে যাও
দূরে বহু দূরে, যেখান থেকে একযুগ পর হলেও আমি তোমায় আবার আমার করে খুঁজে নিবো ।

সমাপ্তিতে শুধু এটুকুই বলবো,
হয়তো অভিমান ভাঙ্গানোর সু্যোগ দাও, নয়তো হাড়িয়ে যাও বহু দূরে।
তবুও নিজের মতো করে আমার কাছ থেকে নিজেকে আড়াল করে নিও না।

তুমি আমার প্রিয় ,ছিলে-আছো-থাকবে অনন্তকাল

ইতি
তোমার নেশায় আসক্ত এক ক্লান্ত প্রেমিক।।।।।

03/12/2024

সীমান্তের হুঁশিয়ারি
মোঃ: ইসমাইল বিন ইয়ামিন

সাহস তোদের কম নয় দেখি
তাকাচ্ছিস সীমানার দিকে
বলছি তোকে সাবধান হ
চোখটা রাখ তোর নিচে।।।।।

বাঙালি মোরা বীরের জাতি
যাচ্ছিস কেন ভুলে
ভেঙ্গেছি একদল রাক্ষসের দাঁত
পড়েনে ইতিহাস খুলে।।।।

তারপরও যদি না হয় শিক্ষা
করিস যদি বাড়াবাড়ি
বুঝিয়ে দেবো পরিণাম কি
সিংহের পায়ে সুরসুরির ।।।

সবধান করেছি , সাবধান হ
ওহে বোকার দল
ধৈর্য্য ধারণকে ভুল করেও
ভাবিস না দুর্বল।।।।।

একবার ফের যদি গর্জে উঠি
করি যদি ৭১এর সপথ
মনে রাখিস তখন পাবি না কিন্তু
পালানোর মতো পথ।।।

তাই বলি কি,সমাধান হ
নিজের রাস্তা মাপ
ভুল করেও, ভুল করিস না
নয়তো ডাকিয়ে ছাড়বো বাপ।।।।

ীমানা

তারা বেদনা দিয়ে দিয়ে শুখ কেড়ে নেয় তারা দঃখও দেয় আবার দোষও দেয় ।।।
01/12/2024

তারা বেদনা দিয়ে দিয়ে
শুখ কেড়ে নেয়
তারা দঃখও দেয়
আবার দোষও দেয় ।।।

21/04/2024

এই সমাজে আপনি লুঙ্গি পরে
থ্রিকাট জাঙ্গিয়া গোচ মারেন
এতে কোন সমস্যা নেই! কিন্তু
খালি থ্রি-কোয়াটার প্যান্ট পরে হাঁটেন
দেখবেন আপনার সমালোচনা করা মানুষের
অভাব হবে না। ।‌ । । ।

িনা_বেতনের_নেরি_কুকুর

12/03/2024

Address

Chandpur
3610

Telephone

+8801788959575

Website

Alerts

Be the first to know and let us send you an email when KaBbo kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KaBbo kotha:

Share