Afsana Mili

Afsana Mili Digital Marketing Service

09/07/2025

ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব!!

08/07/2025

ডিজিটাল মার্কেটিং কি জেনে আসি?

19/05/2025

ফেসবুক আর টিকটক এ সময় নষ্ট না করে ইংরেজি আর হাতে কলমে কাজের মত টপিক বেইসড স্কিল শিখো।
জাস্ট ছয় মাস মন প্রাণ উজাড় করে শিখো বিশ্বাস করো এরপর ধৈর্য ধরে লেগে থাকলে স্বপ্নগুলো একে একে পূরণ হবে।

ইনশাআল্লাহ

🚫চাকরি নয়, ফ্রিলান্সিংই হোক আপনার স্বাধীনতার পথ!—একটা ৯-৫ টার চাকরি মানেই প্রতিদিন নির্দিষ্ট সময় অফিসে বসে কাজ, বসের রাগ...
17/05/2025

🚫চাকরি নয়, ফ্রিলান্সিংই হোক আপনার স্বাধীনতার পথ!

—একটা ৯-৫ টার চাকরি মানেই প্রতিদিন নির্দিষ্ট সময় অফিসে বসে কাজ, বসের রাগ-রাগি সহ্য, ছুটির জন্য অনুমতি চাওয়া, আর মাস শেষে একটাই নির্দিষ্ট বেতন!
অন্যদিকে ফ্রিলান্সিং মানে —
স্বাধীনতা, সম্ভাবনা আর সীমাহীন আয়ের পথ!😱

👉চাকরির তুলনায় ফ্রিলান্সিং কেন লাভজনক⁉️

#সময় নিয়ন্ত্রণ আপনার হাতে:
সকালে ঘুম থেকে উঠে অফিস ধরার দৌড় নেই। আপনি কাজ করবেন নিজের সময়মতো, নিজের জায়গা থেকে।👍

#আয়ের সীমা নেই:
চাকরিতে বেতন নির্ধারিত, কিন্তু ফ্রিলান্সিংয়ে আপনি ক্লায়েন্টের সংখ্যা ও প্রজেক্টের ভিত্তিতে যত খুশি আয় করতে পারেন।💵

#বিশ্বব্যাপী কাজের সুযোগ:
ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারেন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর যেকোনো দেশের ক্লায়েন্টের সাথে🤝

#নিজের স্কিলের উন্নয়ন:
ফ্রিলান্সিংয়ে আপনি প্রতিনিয়ত নতুন স্কিল শিখতে বাধ্য হন, যা আপনাকে সময়ের সাথে আরও চাহিদাসম্পন্ন করে তোলে।😌

#চাকরি হারানোর ভয় নেই:
একটি চাকরি গেলে জীবন থেমে যেতে পারে। কিন্তু ফ্রিলান্সিংয়ে একাধিক ক্লায়েন্ট থাকার কারণে রিস্ক অনেকটাই কম।😊

🚫শেষ কথা:

ফ্রিলান্সিং শুধু একটা ক্যারিয়ার নয়, এটা জীবনযাত্রার একটা নতুন ধরণ — যেখানে আপনি নিজের বস, নিজের সিদ্ধান্তের মালিক!😌🤝

👉আজই সিদ্ধান্ত নিন —
চাকরির পেছনে নয়, নিজের স্বপ্নের পেছনে দৌড়ান!☑️

17/05/2025

নিজের ক্যারিয়ারে ফোকাস কর। কয়েক বছর পর মানুষ দেখবে না তুমি দেখতে কেমন,কতটা কালো বা কতটা লম্বা!
দেখবে তুমি কতটা সফল

ফ্রিল্যান্সিং এর সুবিধা ১.ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন মুক্ত পেশা। ২.ফ্রিল্যান্সিং করে আপনি নিজে সময় নির্ধারণ করতে ...
15/05/2025

ফ্রিল্যান্সিং এর সুবিধা
১.ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন মুক্ত পেশা।
২.ফ্রিল্যান্সিং করে আপনি নিজে সময় নির্ধারণ করতে পারেন কোন অফিসের বাধ্য হতে হয় না।
৩.একটা নরমাল জবের চেয়ে অনেক বেশি টাকা আয় করা সম্ভব।
৪.কাজের কোন লিমিট নেই যত বেশি কাজ তত বেশি টাকা।
৫.মাসে একাধিকবার পেমেন্ট পাওয়ার সুবিধা।

development
is the best career in your life

Happy Freelancing✌️✌️
12/05/2025

Happy Freelancing✌️✌️

🌍 বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি — আপনি কি এখনো শুধু স্ক্রল করছেন? 🤳জানেন কি?📊 ২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুয...
11/05/2025

🌍 বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি — আপনি কি এখনো শুধু স্ক্রল করছেন? 🤳

জানেন কি?
📊 ২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী...

🔹 শুধু ভারতে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৩৭৫ মিলিয়ন
🔹 বাংলাদেশে ব্যবহারকারী সংখ্যা ৫৫ মিলিয়নেরও বেশি
🔹 মোট ১০টি দেশের মধ্যে প্রায় একশো কোটি মানুষ প্রতিদিন ফেসবুকে একটিভ!

এই বিশাল সংখ্যক মানুষ যেখানে প্রতিদিন সময় দিচ্ছে, সেখানে আপনি যদি ফেসবুক মার্কেটিং, অ্যাড ম্যানেজমেন্ট, কনটেন্ট ক্রিয়েশন বা পেইজ গ্রোথ স্ট্র্যাটেজি না শিখেন — তাহলে সত্যিই আপনি অনেক পিছিয়ে পড়ছেন!

💡 ফেসবুক এখন শুধু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম নয় —
এটা কোটি টাকার বিজনেস মার্কেটপ্লেস।

👉 আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান,
👉 নিজের প্রোডাক্ট/ব্র্যান্ড প্রচার করতে চান,
👉 কিংবা ছোট ব্যবসা বড় করতে চান —
তাহলে ফেসবুকের উপর কাজ শেখা সময়ের সবচেয়ে কার্যকর বিনিয়োগ।

📌 মনে রাখবেন,
যেখানে মানুষের ভিড় — সেখানেই ব্যবসার সবচেয়ে বড় সুযোগ।

🔥 এখনই সিদ্ধান্ত নিন —
আপনি কি শুধু ইউজার হয়ে থাকবেন, নাকি প্রফেশনাল হয়ে উঠবেন?

আপনার অবসর সময়টুকু কাজে লাগাতে চাইলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। আমরা অযথা ফেসবুকে রিয়েলস ভিডিও দেখে সময় নষ্ট করি...
10/05/2025

আপনার অবসর সময়টুকু কাজে লাগাতে চাইলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। আমরা অযথা ফেসবুকে রিয়েলস ভিডিও দেখে সময় নষ্ট করি। ওই সময়টা নষ্ট না করে যদি ফ্রিল্যান্সিং এর স্কিল গুলো শিখতে পারি তাহলে নিজের ইনকাম নিজে সুনিশ্চিত করতে পারি।ফ্রিল্যান্সিং এর কাজ আপনি ঘরে বসেই করতে পারেন এটার জন্য কোন অফিসের প্রয়োজন হয় না। ইচ্ছা শক্তি থাকলে সবই করা সম্ভব 😃

ফ্রিল্যান্সিং এর সুবিধা,,,,ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন /মুক্ত পেশা! কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না।  আপনি ঘরে বস...
09/05/2025

ফ্রিল্যান্সিং এর সুবিধা,,,,

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন /মুক্ত পেশা!

কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না।

আপনি ঘরে বসেই কাজটি করতে পারবেন,কোন অফিসের প্রয়োজন হবে না।

কাজের কোন টাইম নির্ধারিত করা থাকবে না

যত বেশি কাজ করবেন তত বেশি টাকা ইনকাম।

মাসে একাধিকবার টাকা পেমেন্ট নেওয়ার সুযোগ।

কাজের কোন প্রফিট কাউকে দিতে হয় না।

বিভিন্ন কোম্পানির সাথে কাজ করার সুযোগ।

আগে শিখতে হবে তারপর জানতে হবে 🤝🤝

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana Mili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share