Mawa.Tul.Jannat

Mawa.Tul.Jannat সময় নেও ভাবো

10/02/2024

আমি আকাশের মতো তোমার ঘরের বাইরে থাকি,,,
আমি বাতাসের মতো বাশির সুরে তোমায় ডাকি!!🖤

09/02/2024

My allah,
I believe in you and I know you have good things in store for me ❤️

09/02/2024

Allah🤲

09/02/2024

Someone -১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে তে তোমার প্ল্যান কি?

07/02/2024

একদিন সব ঠিক হয়ে যাবে এই টাইপের মিথ্যে স্বান্তনা নিয়ে আমি কোনদিনই শান্ত হইনি।

আমি জানি,একদিন সবই হবে, তবে সেদিন আমি আর আমি থাকবো না। সমুদ্র পাড়ে বসে হাত ধরার ইচ্ছা থাকবে না।পাহাড়ে বসে চাঁদ দেখার স্বপ্ন থাকবে না।জীবনে সবই হয়,সবই আসে। কিন্তু সময় মতো জীবনে কিছুই হয়না, কিছুই আসেনা।

07/02/2024

কেউ কোথাও ভালো নেই নিজ নিজ জায়গা থেকে কোন না কোন অপ্রাপ্তিতে সবাই শুন্যতায় ভুগে !😢

07/02/2024

দৌড় শুরু করার পরও____
ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে...!!

মুসা (আঃ) জানতেন না
সাগর চিরে পথ তৈরি হবে...!!

কিন্তু নিশ্চিত জানতেন
আল্লাহ বাঁ'চা'বেন _
এবং তাই হয়েছিল...!!

" আমাদের জন্য আল্লাহই যথেষ্ট ,
এবং তিনিই সর্বোত্তম কর্মকর্তা। "

(আলে-ইমরান ১৭৩)

04/02/2024

ভাগ্যের কাছে একটাই চাওয়া যা হবে তা যেন আমার জন্য কল্যাণকর হয় 🙂

04/02/2024

ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতা ওয়াহ'দাকা লা-শারিকা লাকাল মান্নান, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুম "

আর ৩ বার করে দোয়া ইউনুস পড়ে দিন,
"লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন "

পড়া শেষে, আমিন লিখবেন।

আল্লাহ যেন আমার ও আপনাদের সকলের মনের নেক ইচ্ছাটা পূরণ করে দিন।

04/02/2024

ছয় সংখ্যার শেষ সংখ্যা টা কি হবে সেটাই দেখার বিষয় 😄😄

04/02/2024

শিক্ষাগত যোগ্যতাই যদি রিজিক লাভের মাপকাঠি হত তাহলে সব পিএইচডি ডিগ্রিধারীরা কোটিপতি হতেন।
কঠোর পরিশ্রমই যদি রিজিক লাভের যোগ্যতা হত তাহলে রিকশা চালকেরা সবচেয়ে ধনী হতেন।

কিন্তু মহান আল্লাহ কোরআনের অনেক আয়াতে চিরন্তন ঘোষণা দিয়ে রেখেছেন।

"বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং (যার জন্য ইচ্ছা) সংকুচিত করে দেন।" [সূরা বনী ইসরাইল : ৩০]

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mawa.Tul.Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share