Chandpur city

Chandpur city Chandpur City. Welcome to the city of Hilsha.

17/04/2025
16/04/2025

চাঁদপুর বড় স্টেশন।

চাঁদপুর সরকারি কলেজ। পয়লা বৈশাখ উদযাপন
14/04/2025

চাঁদপুর সরকারি কলেজ। পয়লা বৈশাখ উদযাপন

13/04/2025

চাঁদপুর বৈশাখী মেলা শুরু।

Chandpur
12/04/2025

Chandpur

Chandpur city
10/04/2025

Chandpur city

06/07/2024
চাঁদপুর সরকারি কলেজ থেকে ফরিদগঞ্জ রুটের কলেজ বাস চলাচলের সময়সূচি এবং স্টপেজ সমূহ:----
30/04/2024

চাঁদপুর সরকারি কলেজ থেকে ফরিদগঞ্জ রুটের কলেজ বাস চলাচলের সময়সূচি এবং স্টপেজ সমূহ:----

23/04/2024

"Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
Copied
অন্যকে জানান।

Address

Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur city:

Share

Category