22/06/2025
কিভাবে একটা দেশের উপর দুনিয়ার সব কিছু নির্ভর করতে পারে, তার ইচ্ছা কাকে হিরো বানাবে কাকে জিরো বানাবে, ডলার কিভাবে আন্তর্জাতিক লেনদেনের উৎস হতে পারে, এটা তো নিরপেক্ষ থাকার কথা ওয়ার্ড কারেন্সি নামে, একটি দেশ কিভাবে অন্য দেশকে আন্তর্জাতিক বানিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে, যা দেয়ার কথা নিরপেক্ষ কোন ওয়াল্ড সংস্থা, একটি দেশ কিভাবে তার বানানো আন্তর্জাতিক নিয়ম নিয়মিত ভাবে লংঘন করতে পারে এবং তার মিত্র কেউ লংঘন করলে সে তা উপেক্ষা করতে পারে দিনের পর দিন, এগুলার বিপক্ষে যারাই একক কথা বলেছে সবায় হারিয়ে গেছে, সব দেশ একত্রিত হয়ে বর্জন করলে কাকে গুম করবে কাকে পারমাণবিক বোমার হুমকি দিবে, এটা দেশের প্রভাব আর কত বছর নিরবে মেনে নিবে পৃথিবীর সব দেশ, সব দেশে থেকে আওয়াজ তোলা উচিৎ নিরপেক্ষ বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা চাই যার নিজস্ব কারেন্সি থাকবে, কোনো দেশ নিয়ম লংঘন করলে নিষেধাজ্ঞা দিবে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, কোন একক দেশ নয়।