Critic Masum

Critic Masum A critic is someone who evaluates and analyzes works of art, literature, music, or other forms of expression, providing assessments and opinions.

এইটাকে কি ভাবে লুকানো যাবে..?????বিচার কি হবে এই দেশে..??মিডিয়া গুলা চুপ (২/১ টা ছাড়া)। সিসিটিভি ফুটেজ আছে তাও নাকি খু**...
11/07/2025

এইটাকে কি ভাবে লুকানো যাবে..?????

বিচার কি হবে এই দেশে..??

মিডিয়া গুলা চুপ (২/১ টা ছাড়া)।
সিসিটিভি ফুটেজ আছে তাও নাকি খু***কে ধরতে ৪৮ ঘন্টায় পারে নাই😔

ক্ষমতায় যাওয়ার আগেই যা শুরু করছে😥

এই দলের ধ্বংস অনিবার্য যদি না এরা নিজেদের দলকে সঠিক সংস্কার না করে।

নিজেদেরকে পুরোপুরি বৈদেশিক ঋণমুক্ত ঘোষণা করেছে আফগানিস্তান। তাদের এখন কোনও বৈদেশিক ঋণ নেই। এছাড়া সুদ ভিত্তিক ব্যাংকিং কা...
26/06/2025

নিজেদেরকে পুরোপুরি বৈদেশিক ঋণমুক্ত ঘোষণা করেছে আফগানিস্তান। তাদের এখন কোনও বৈদেশিক ঋণ নেই। এছাড়া সুদ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম নিষিদ্ধ করেছে আফগানিস্তান। মোল্লাদের নিয়ে যারা সন্দিহান ছিলেন, তাদের দেখিয়ে দিচ্ছে তারা।

তো কি হইছে আমাদের ৭১ এর চেতনা আর হো**ভরা আবেগ আছে, ওটা দিয়েই আরো ১০০ বছর পার করা যাবে।
24/06/2025

তো কি হইছে আমাদের ৭১ এর চেতনা আর হো**ভরা আবেগ আছে, ওটা দিয়েই আরো ১০০ বছর পার করা যাবে।

24/06/2025

নির্বাচন পিছানোর জন্য পশ্চিমারা ষ'ড়'যন্ত্র করে ৩য় বিশ্বযুদ্ধ বাধানোর চেষ্টা করলে বাংলাদেশ হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে না-😎

23/06/2025

তৃতীয় বিশ্বযুদ্ধে লাইভ করার দায়িত্বে থাকবে বাংলাদেশীরা।
ইরান থেকে ছোড়া মিসাইলের ভিডিও করে😃

23/06/2025

বাসায় ফ্যানের যে শব্দ সাইরেন বাজলে টের পাবো নাহ।

23/06/2025

কাতারের নাগরিকরা ভ'য়ে বাংকারে অবস্থান নিচ্ছে আর সেখানের প্রবাসী বাংলাদেশীরা মি'সা'ই'ল দেখতে বাসার ছাদে ও রাস্তায় জড়ো হচ্ছে.....

সুরা আল-বাকারা, আয়াত ১১ ও ১২ এর বাংলা অর্থ নিচে দেওয়া হলো:---সুরা আল-বাকারা: আয়াত ১১وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا ...
22/06/2025

সুরা আল-বাকারা, আয়াত ১১ ও ১২ এর বাংলা অর্থ নিচে দেওয়া হলো:

---

সুরা আল-বাকারা: আয়াত ১১

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

বাংলা অর্থ:
আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা পৃথিবীতে فساد (অশান্তি/অপকর্ম) করোনা’, তখন তারা বলে, ‘আমরা তো কেবল اصلاحকারী (সংশোধনকারী)।’

---

সুরা আল-বাকারা: আয়াত ১২

أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ

বাংলা অর্থ:
সাবধান! তারাই তো আসল فسادকারী (অপকর্মকারী), কিন্তু তারা তা অনুভব করে না।

---

এই আয়াত দুটি মুনাফিকদের (কপট বিশ্বাসীদের) সম্পর্কে নাযিল হয়েছে। তারা নিজেদের ভালো মানুষ বলে দাবি করত, কিন্তু বাস্তবে তারা সমাজে ফিতনা, বিভ্রান্তি এবং ধ্বংস ছড়াত। আল্লাহ তাদের প্রকৃত অবস্থা প্রকাশ করেছেন।

22/06/2025

কিভাবে একটা দেশের উপর দুনিয়ার সব কিছু নির্ভর করতে পারে, তার ইচ্ছা কাকে হিরো বানাবে কাকে জিরো বানাবে, ডলার কিভাবে আন্তর্জাতিক লেনদেনের উৎস হতে পারে, এটা তো নিরপেক্ষ থাকার কথা ওয়ার্ড কারেন্সি নামে, একটি দেশ কিভাবে অন্য দেশকে আন্তর্জাতিক বানিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে, যা দেয়ার কথা নিরপেক্ষ কোন ওয়াল্ড সংস্থা, একটি দেশ কিভাবে তার বানানো আন্তর্জাতিক নিয়ম নিয়মিত ভাবে লংঘন করতে পারে এবং তার মিত্র কেউ লংঘন করলে সে তা উপেক্ষা করতে পারে দিনের পর দিন, এগুলার বিপক্ষে যারাই একক কথা বলেছে সবায় হারিয়ে গেছে, সব দেশ একত্রিত হয়ে বর্জন করলে কাকে গুম করবে কাকে পারমাণবিক বোমার হুমকি দিবে, এটা দেশের প্রভাব আর কত বছর নিরবে মেনে নিবে পৃথিবীর সব দেশ, সব দেশে থেকে আওয়াজ তোলা উচিৎ নিরপেক্ষ বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা চাই যার নিজস্ব কারেন্সি থাকবে, কোনো দেশ নিয়ম লংঘন করলে নিষেধাজ্ঞা দিবে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, কোন একক দেশ নয়।

21/06/2025

বিসিএস ক্যাডার চাকরি আসলে মধ্যবিত্তের চাকরি। এটা মাথায় রেখেই সেখানে যাওয়া উচিৎ। যদি কেউ মনে করে এখানে গিয়ে বড়লোক হয়ে যাবে, তাহলে সেটা শুধু স্বপ্নভঙ্গ নয় ভবিষ্যতের ট্র্যাজেডি। চাকরিতে ঢোকার পর যদি দেখা যায় টাকা-পয়সা কম, চাহিদা বেশি, তখন নিজের আদর্শ বিসর্জন দিতে হয়। ঘুষ, অন্যায়, বিক্রি হয়ে যাওয়া এগুলো তখন "বিকল্প" নয়, বরং "অপশন ছাড়া বাস্তবতা" হয়ে দাঁড়ায়।

একজন সৎ মানুষের এভাবে ভেঙে পড়া শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্যও এক স্থায়ী বেদনার নাম।

এই কথাগুলো আমার এক বড় ভাই যিনি ফরেন ক্যাডার আজ দুঃখ করে আমাকে বললেন।

অনেকে হয়তো জানেইনা না যে বাংলাদেশে ও পরমাণু শক্তিতে এগিয়ে যাচ্ছে, আর এটিই হচ্ছে বিশ্বের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্র, যেট...
20/06/2025

অনেকে হয়তো জানেইনা না যে বাংলাদেশে ও পরমাণু শক্তিতে এগিয়ে যাচ্ছে, আর এটিই হচ্ছে বিশ্বের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্র, যেটা পরমাণুর চেয়ে বেশি বিখ্যাত সেখানকার ক্যান্টিনের খাবারের জন্য।

হাসিনার আমলে এটি আরও বিখ্যাত ছিলো কারন তখন এর পরিচালক ছিলো ভূগোলে এম,এ পাশ।

📍রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামা...
20/06/2025

📍রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Critic Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category