চাঁদপুরের পরিবর্তন

চাঁদপুরের পরিবর্তন ভালো লাগে পাশে থাকবেন।

শুভ সকাল
12/05/2025

শুভ সকাল

10/05/2025
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলি-পিস্তল উধাওফরিদগঞ্জ ক্রাইম রিপোর্টারঃচাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ উপ পরিদর্শক (এসআ...
06/05/2025

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলি-পিস্তল উধাও
ফরিদগঞ্জ

ক্রাইম রিপোর্টারঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে (এসআই) ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এসআই মো. রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশে বেরিয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা যায়, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে।

ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

৭ম শ্রেণির ছাত্রীকে সংঘ-ব-দ্ধ ধ* র্ষ*ণ, ৩ যুবক গ্রে-ফ-তারচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় ৭...
06/05/2025

৭ম শ্রেণির ছাত্রীকে সংঘ-ব-দ্ধ ধ* র্ষ*ণ, ৩ যুবক গ্রে-ফ-তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) সং-ঘব-দ্ধ ধ*র্ষ*ণের অভি-যো-গ উঠেছে। এ ঘটনায় সোমবার (৬ মে) রাতে তিন যুবককে গ্রে-ফ-তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার রাত ৯ টার সময় ভিকটিম (১৩) পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথাকাটাকির একপর্যায়ে রা-গ করে বাড়ির পেছনে চলে যায়। সেখানে পূর্ব থেকে ওঁত পেতে থাকা তিন যুবক সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) তাকে জো-রপূ-র্বক ধরে কাছাকাছি ফিরোজ নামের এক ব্যক্তির পরি-ত্য-ক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারারাত ৩জন মিলে ভি-কটি-মকে ধ*র্ষ*ণ করে।

পরদিন ফজরের নামাজের সময় ভি-কটি-মকে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে ফারুক নামে এক ব্যক্তির বাড়ির সামনে রেখে পা-লিয়ে যায় অভি*যু*ক্তরা।
মোবাইল ফোনে খবর
পেয়ে ভি*কটি*মের চাচা কবির তাকে উ-দ্ধা*র করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার বিষয়টি জানাজানি হলে রাত ১২টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভি-কটি-মকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবান-ব-ন্দির ভিত্তিতে রাতেই অ-ভি-যান চালিয়ে তিন আ-সা-মিকে ভোর ৪টার দিকে গ্রে-ফ-তার করে। ভি-ক-টিম বর্তমানে ৭ম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ভি-ক-টি-মের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভি-কটি-মকে থানায় নিয়ে আসি। তার জবা-নব-ন্দি অনুযায়ী রাতেই অ-ভি-যান চালিয়ে তিন অ-ভি-যু-ক্তদের গ্রেফতার করা হয়। ভি-কটি-মকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার মা ৩ কিশোরকে বাদী করে মাম-লা দায়ের করেন।

06/05/2025

যাত্রী সংকটে চাঁদপুর লঞ্চগুলো বন্ধ হওয়ার পথে !

আপনারা বলুন তো বন্ধ হওয়ার কারণ গুলো কি কি

26/04/2025

এক মেয়ে অন্য আরেক মেয়েকে বিয়ে করছে!
প্রেমের টানে গোপালগঞ্জের মেয়ে থেকে চাঁদপুরে অন্য মেয়ের বাড়িতে অনশন!
দুজন দুজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।

পশ্চিম সকদি তালুকদার বাড়ি, ফরিদগঞ্জ, চাঁদপুর।

21/04/2025

রাতের হাজিগন্জ ঐতিহাসিক বড় মসজিদ, হাজিগন্জ, চাঁদপুর।

21/04/2025

আমাদের চাঁদপুর 🥰❤️‍🩹

চাঁদপুর কোন জায়গা এটা
21/04/2025

চাঁদপুর কোন জায়গা এটা

Address

Chandpur

Telephone

+8801681796106

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুরের পরিবর্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share