
17/08/2025
চলতি বছরের এইচএসসি ব্যাচকে লক্ষ্য করে শুরু হতে যাচ্ছে এডোব আইটি ইনস্টিটিউট এ জুলাই থেকে ডিসেম্বর সেশনের নতুন ব্যাচে ভর্তি।
যারা এইসএসসি পরীক্ষা শেষ করে অবসর সময়কে কাজে লাগিয়ে কম্পিউটারের যেকোন কোর্সের উপর দক্ষতা অর্জন করতে চান তারা এই সেশনে ভর্তি হতে পারেন।
আমাদের কোর্স সমূহঃ-
📯 প্রফেশনাল কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট।
📯 বেসিক অফিস ম্যানেজমেন্ট।
📯 বেসিক গ্রাফিক্স ডিজাইন।
📯 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং।
📯 ডাটা এন্ট্রি ও অ্যাডভানস এক্সেল।
📯 হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানেজমেন্ট।
এই কোর্সগুলো করে আপনি দেশ ও দেশের বাইরে যেকোনো জায়গায় খুব সহজে দক্ষতার সাথে কাজ করতে পারবেন।
এডোব আইটি ইনস্টিটিউট এ কেন শিখবেন?
📯আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক মন্ডলী।
📯সু-বিশাল অত্যাধুনিক কম্পিউটার ল্যাব।
📯কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সনদ দেওয়া হয়।
📯প্রত্যেকের জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
📯বিদ্যুত গেলেও ২৪ ঘন্টা আইপিএস এর সু-ব্যবস্থা।
📯ব্যাচে নয় আলাদা আলাদা ক্লাস করার সুবিধা।
অবসর এবং অবসাদের থেকে বেরিয়ে এসে নতুন কিছুতে দক্ষতা অর্জনের সময় এখনই
তথ্য প্রযুক্তিতে দক্ষ হন, বেকারত্বকে Good Bye বলুন।
ভর্তি, তথ্য ও যোগাযোগের জন্য
এডোব আইটি ইনস্টিটিউট
মেহের ডিগ্রি কলেজ গেইট, উপলতা, শাহরাস্তি, চাঁদপুর।
মোবাইল: 01646-173413, 01625-898326.