
05/09/2025
** অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।
কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ের উপর।
** একজন স্ত্রী দিনের শেষে শুধু চায়,স্বামী তার পাশে বসুক, তার কথা মন দিয়ে শুনুক।
আবার একজন স্বামীও চায়, স্ত্রীর একটু হাসি, একটু খোঁজখবর, একটুখানি প্রশান্তি।
এগুলো খুব বড় কিছু নয়—
☕ একসাথে এক কাপ চা খাওয়া,
💬 দিনের গল্প শোনা,ছোট ছোট প্রশংসা করা,
🌸 সপ্তাহে অন্তত একদিন একসাথে কোথাও বেড়িয়ে আসা।
কারন,টাকা পয়সা কাজ দায়িত্ব যায় হোক না কেন, দিন শেষে একজন সঙ্গীর সব থেকে বড় চাহিদা হচ্ছে ভালোবাসা ও সময়।
টাকা-পয়সা একদিন ফুরিয়ে যায়, দায়িত্ব একদিন শেষ হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ককে যে সময় আর যত্ন দিয়েছেন, সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে আজীবন।💝🥀