Zakia Vlog's

Zakia Vlog's Assalamu Alaikum, I am your beloved Zakia Apu. I love shopping and wearing new clothes. I ask for your prayers, may Allah always keep me well and healthy.
(4)

** অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর স...
05/09/2025

** অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।
কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ের উপর।

** একজন স্ত্রী দিনের শেষে শুধু চায়,স্বামী তার পাশে বসুক, তার কথা মন দিয়ে শুনুক।
আবার একজন স্বামীও চায়, স্ত্রীর একটু হাসি, একটু খোঁজখবর, একটুখানি প্রশান্তি।

এগুলো খুব বড় কিছু নয়—
☕ একসাথে এক কাপ চা খাওয়া,
💬 দিনের গল্প শোনা,ছোট ছোট প্রশংসা করা,
🌸 সপ্তাহে অন্তত একদিন একসাথে কোথাও বেড়িয়ে আসা।

কারন,টাকা পয়সা কাজ দায়িত্ব যায় হোক না কেন, দিন শেষে একজন সঙ্গীর সব থেকে বড় চাহিদা হচ্ছে ভালোবাসা ও সময়।

টাকা-পয়সা একদিন ফুরিয়ে যায়, দায়িত্ব একদিন শেষ হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ককে যে সময় আর যত্ন দিয়েছেন, সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে আজীবন।💝🥀

05/09/2025

আলহামদুলিল্লাহ অবশেষে সাকসেস হলাম।

বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন, শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝ...
04/09/2025

বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন, শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে। মন মতো কাপড় পরে ইচ্ছামতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে। তার প্রায়োরিটি, লাইফ স্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে।

ধরে নিতে পারেন, যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে।যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শো কেসের পুতুলকে নয়।

সে জানে নারীর মন আছে, মতামত দেয়ার রাইট আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু বউকে ‘মাথায় তুলছে না,তাকে নিজের মত করে বাঁচতে দিচ্ছে।

তাই আপু মণিরা, বিয়ে করুন, ঘর বাঁধেন, বোঝাপড়া সঠিক করে সুন্দর সংসার সাজান।কমিটমেন্টে যান পুরুষের সাথে.....পুরুষের মতো দেখতে অন্য কিছুর সাথে না!❤️💗
যারা শুধু বউ সম্মান না করে ভোগের বস্তু বানিয়ে রাখেন।

04/09/2025

আমাদের পরিকল্পনা মতো সবকিছু হয় না।

ভোর ৫:২০ মেঘাচ্ছন্ন আকাশ 🌧️
04/09/2025

ভোর ৫:২০ মেঘাচ্ছন্ন আকাশ 🌧️

থাকতে কদর করতে শিখো প্রিয়, একবার হারিয়ে গেলে কেঁদেও কূল পাবা না।🥹
03/09/2025

থাকতে কদর করতে শিখো প্রিয়, একবার হারিয়ে গেলে কেঁদেও কূল পাবা না।🥹

03/09/2025

আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম।

02/09/2025

আমার সাথে মানুষ সহজে মিশতে পারলেও,বেশি দিন টিকতে পারে না।
কারণ আমি কারোর সাথে আলগা পিরিত করতে পারি না।👍🥀

02/09/2025

পরনিন্দা এবং চোগলখোরী থেকে আল্লাহ আমাদের কে হেফাজত করুন আমীন 🤲

02/09/2025

আপনি ভালো নাকি খারাপ সেটা স্রষ্টা জানেন।

আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করুন। আপনি যে ভালো সেটা বারবার কারো কাছে প্রমাণ করবার প্রয়োজন নেই। মনে রাখবেন,যার মানসিকতা যেমন : সে আপনাকে তেমন-ই ভাববে। সুতরাং লোকে কি বললো তা এড়িয়ে চলুন,,,,,,,,!

যে যেমন সে ভাববে ও তেমন,ওই সবে কান দিতে নেই।

01/09/2025

কামিজের সাইট ফারা সেলাই।

01/09/2025

সমালোচনা করে কখনো কেউ জিততে পারে না।

Address

Chandpur
3633

Alerts

Be the first to know and let us send you an email when Zakia Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakia Vlog's:

Share