Zakia Vlog's

Zakia Vlog's Assalamu Alaikum, I am your beloved Zakia Apu. I love shopping and wearing new clothes. I ask for your prayers, may Allah always keep me well and healthy.
(3)

বিয়ের আগে এসব ব্যাপার দেখা ভীষণ জরুরি 💁‍♀️বিয়ে মানেই শুধু ভালোবাসা নয়, বিয়ে মানে দুইটা জীবনের বাস্তবতার মিল।বিয়ে মানে দু...
12/07/2025

বিয়ের আগে এসব ব্যাপার দেখা ভীষণ জরুরি 💁‍♀️
বিয়ে মানেই শুধু ভালোবাসা নয়, বিয়ে মানে দুইটা জীবনের বাস্তবতার মিল।

বিয়ে মানে দুইটা ভিন্ন পরিবার, ভিন্ন অভ্যাস, ভিন্ন মানসিকতা—একসাথে পথ চলা।
তাই ভালোবাসার পাশাপাশি, কিছু বাস্তব মিল থাকা খুবই জরুরি। নাহলেই জীবন হয়ে ওঠে অস্থির 😞

👩‍🦰 যে মেয়ে ছোটবেলা থেকে নিরাপত্তা, ভালোবাসা ও স্বচ্ছলতায় বড় হয়েছে,তার কাছে ভালোবাসা মানে যত্ন, মানসিক শান্তি, ভালো জীবন। মানসিক শান্তি খুব ম্যাটার করে।সে হঠাৎ করে অভাব, অবহেলা আর বোঝার অভাবে দুঃখকে ‘নিয়তি’ বলে মেনে নিতে পারবে না। এটা সম্ভব নয়, হয়তো কিছুদিন ভালোবাসার টানে ভালো লাগবে, পরে ঠিকি, আর সহ্য হবেনা, কারন ভালোবাসা আপনার পেট ভরাবেনা, গায়ের পোষাক জোটাবে না, Basic Need বলে একটা কথা থাকে,সেটা যখন একটা মানুষ পায়না,তখন জীবনে নেমে আসে অশান্তি।

👨 আর যে ছেলে সারাজীবন সংগ্রামের মধ্যে বড় হয়েছে, নিজ চোখে অভাব দেখেছে,তার কাছে হয়তো মেয়েটির স্বাভাবিক চাহিদাগুলোও অতিরিক্ত মনে হবে।
সে ভাববে, "এত চাওয়া কেন?", দুজন দুই ব্যাকগ্রাউন্ডের হলে এমন টা হবেই খুবই স্বাভাবিক,

এমনকি কিছু লোক নিজের স্ত্রীর স্বচ্ছলতাকেও স্বাভাবিকভাবে দেখতে পারেনা, কারন সে তার মা, দাদী বা বোনকে দেখেনি ইনকাম করতে, নিজের মতো করে একটু কেনাকাটা করতে, দেখেছে ঘরের মধ্যে, রান্না ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে, নিঃশব্দে সবকিছু মেনে নিতে, তাই তার মেয়েদের স্বাভাবিক আচরনকে অস্বাভাবিক লাগে আর তখন শুরু হয় ঝা*মেলা।
আর এখান থেকেই শুরু হবে দূরত্ব, ঝগড়া, বিষাদ।

💔 শুধু ভালোবাসা দিয়ে একটা সংসার টিকিয়ে রাখা যায় না, অশান্তি চলে আসলে ভালোবাসাও নাই হয়ে যায়।
তাই মানসিকতা, জীবনদর্শন আর মূল্যবোধে মিল থাকা টা দরকার। ছেলে বা মেয়ে বিয়ে দেবার আগে এসব বিষয় খুব ভালোভাবে দেখা উচিত, শুধু ছেলে বা মেয়েটার বর্তমান অবস্থা দেখলেই হবেনা, তার পরিবারকেও একটু জানুন,
😞বিয়ে একদিনের নয়, জীবন ন*ষ্ট কারার জন্য একটা খা*রাপ স্বামি বা স্ত্রী যথেষ্ট💔

তাই শুধু "ভালো লাগে" বলে বিয়ে নয়,
নিজেদের ম্যাচিং লাইফস্টাইল, দায়িত্ববোধ আর মানসিক প্রস্তুতি যাচাই করাও জরুরি।

বিয়ে হোক বুঝে শুনে, ভাবনা ও ভবিষ্যতের আলোকে।
তাহলেই সংসার হবে শান্তিময়, সহমর্মিতার, ভালোবাসার এক সুন্দর যাত্রা।❤️💝

বিদ্র: মতামতটা আমার সম্পূর্ণ নিজের, আমি আপনাদের যৌক্তিক মতামতকে সন্মান করি।
ধন্যবাদ

নিজের শখ ইচ্ছে কে কখনোই অপূর্ণ রাখতে নেই। কারোর কাছে আশা না করে নিজের পরিশ্রমের টাকায় ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করার মধ্য...
11/07/2025

নিজের শখ ইচ্ছে কে কখনোই অপূর্ণ রাখতে নেই। কারোর কাছে আশা না করে নিজের পরিশ্রমের টাকায় ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করার মধ্যে এক অন্যরকম ভালোলাগা কাজ করে।

শখের পুরুষ কে বিয়ে করা এক আপুর সাথে কথা হলো আজ।জিজ্ঞেস করলাম,শখের পুরুষ কে বিয়ে করে কেমন সুখে আছেন?সে উত্তরে বললো:-নিজ...
09/07/2025

শখের পুরুষ কে বিয়ে করা
এক আপুর সাথে কথা হলো আজ।
জিজ্ঞেস করলাম,শখের পুরুষ কে বিয়ে করে কেমন সুখে আছেন?
সে উত্তরে বললো:-নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শখের পুরুষ কে বিয়ে করো।
বরং তুমি যার শখের নারী পারলে তাকেই বিয়ে করো।

07/07/2025

অর্থলোভী নারী, আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না।
কথা কি ঠিক বলছি ??

কিডনি দিয়েও বেডা মানুষ কে আটকানো যায় না,আর তুমি ভাবছো বাটি ভর্তি নুডুলস 🍜🍜 রান্না করে খাওয়ালে আটকাবে। আগেই কইছি বেডা ...
04/07/2025

কিডনি দিয়েও বেডা মানুষ কে আটকানো যায় না,আর তুমি ভাবছো বাটি ভর্তি নুডুলস 🍜🍜 রান্না করে খাওয়ালে আটকাবে।

আগেই কইছি বেডা মানুষ ভাল না।

03/07/2025

আমাদের উচিত আল্লাহর দেওয়া শরীর টার যত্ন নেওয়া।

বিয়ের আগে শুধু ছেলে নয়, তার পরিবারটা কতটা সুস্থ এবং সামাজিক তা জানাটাও সমান জরুরি।অনেক সময় আমরা একটা ছেলেকে ভালোবেসে ফেল...
28/06/2025

বিয়ের আগে শুধু ছেলে নয়, তার পরিবারটা কতটা সুস্থ এবং সামাজিক তা জানাটাও সমান জরুরি।

অনেক সময় আমরা একটা ছেলেকে ভালোবেসে ফেলি তার ব্যবহার, কথা বলা, ভালোবাসা দেখানোর ভঙ্গি দেখে। মনে হয়, এ তো বুঝি পারফেক্ট একজন মানুষ। আমাদের সমাজেও সেই মানুষটাকে যাচাই করার মাপকাঠি খুব সীমিত—সে কত টাকা আয় করে, দেখতে কেমন, পড়াশোনায় কেমন ছিল, আর বাবা-মায়ের প্রতি তার দায়িত্ববোধ কেমন।

কিন্তু একটা জিনিস প্রায়ই বাদ পড়ে যায়—সে আসলে কী ধরনের সম্পর্ক দেখে বড় হয়েছে? তার চোখের সামনে কেমন ছিল তার বাবা মায়ের সম্পর্ক?

অনেকেই বলে, “ছেলেটা তো খুব ভালো, মায়ের কথায় চলে।” কিন্তু সেই মা-ই যদি ছেলের বউকে সম্মান না করে, অথবা বাবা-মার সম্পর্ক যদি সারাজীবন তিক্ততায় ভরা হয়, তাহলে সেই ছেলেটি শেখে সম্পর্ক মানে অভিযোগ, অপমান, সহ্য করে টিকে থাকা। ছোটবেলার সেই স্মৃতি, সেই সম্পর্কের ছায়া তাকে গড়ে তোলে। সে হয়তো নিজেও জানে না, তার মধ্যে কোন মানসিকতা বসে গেছে। সে মনে করে, এটা-ই স্বাভাবিক, এভাবেই তো সংসার চলে।

তাই এমন একটা পরিবারে বড় হওয়া ছেলে, যতই আধুনিক হোক, যতই ভালোবাসুক, একটা সময়ে গিয়ে তার ভেতরের বিষাক্ত শিক্ষা আচরণে ফুটে উঠবেই। হয়ত সে চিৎকার করে না, মারধর করে না, কিন্তু স্ত্রীর কথা উপেক্ষা করা, সিদ্ধান্তে তাকে না রাখা, দোষ চাপিয়ে দেওয়া, অনুভূতি না বোঝা—এসব ধীরে ধীরে সম্পর্ক কে নিঃশ্বাসরুদ্ধ করে তোলে। আর মেয়ে তখন ভাবে, “আমি কি ভুল করলাম?” অথচ ভুলটা সে করেনি, ভুলটা ছিল তার না-জানার, না-বুঝে সিদ্ধান্ত নেওয়ার।

আমাদের সমাজে মেয়েদের বলা হয়, সবকিছু মেনে চলতে হয়। কিন্তু কেউ বলে না—তুমি সম্পর্কের আগে সম্পর্কের মাটিটা পরীক্ষা করো। তুমি নিজেকে প্রশ্ন করো, এই মানুষটার সঙ্গে পুরো জীবন কাটানো যাবে কিনা, শুধু তাকে ভালোবেসে নয়, তার পরিবারটাকে বোঝার চেষ্টা করো।

কারণ একটা পরিবার যেমন শিশুকে গড়ে তোলে, ঠিক তেমনই সেই পরিবার ভবিষ্যতের সম্পর্কের ছায়াও হয়ে দাঁড়ায়। যেখান থেকে সে এসেছে, সেটা যদি অসুস্থ হয়, সেখানে দাঁড়িয়ে সুস্থ ভবিষ্যতের স্বপ্ন দেখা অনেক কঠিন। ভালোবাসা থাকলেই সব সম্ভব—এই ধারণাটা অনেক সময় বিপদ ডেকে আনে। ভালোবাসা টিকে থাকে, যদি সেই ভালোবাসার ভেতরে সম্মান থাকে, বোঝাপড়া থাকে, নিরাপত্তা থাকে। আর সেটা তখনই আসে, যখন মানুষটা ছোটবেলা থেকে এসব শিখে এসেছে—কাজেই আপনি সেই শিক্ষার উৎসটাকে একবারও যদি দেখেন না, বোঝেন না, তাহলে আপনি নিজের ভবিষ্যতের ঝুঁকি নিচ্ছেন।

তাই এখনই সময়। আপনি যদি নিজের জীবনে সম্মান চান, নিরাপত্তা চান, একজন জীবনসঙ্গীর ভালোবাসার পাশাপাশি একজন ভালো মানুষ চান—তাহলে শুধু তার বাহ্যিক গুণ নয়, তার ভেতরের মানুষটা গড়ে উঠেছে যে জায়গায়, সেটাকেও বুঝে নিন। নয়তো পরে চাইলেও কিছু পাল্টানো যাবে না, কারণ তখন আপনি শুধু একজন মানুষের নয়, তার অভ্যাস, তার মানসিক গঠন, আর একটা গোটা পরিবারের আচরণ বদলানোর দায়িত্ব নিয়ে ফেলবেন—যেটা কখনো আপনার একার পক্ষে সম্ভব নয়।

ভালোবাসা আসলে খুব মূল্যবান একটা জিনিস। এটা অবহেলার জন্য না, এটা বাজি ধরার জন্য না। তাই ভালোবাসার আগেই একটু বুঝে নেওয়া—এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় সুরক্ষা।

25/06/2025

নিজের জানা স্কেল গুলো কাজে লাগিয়ে তুমিও চাইলে ঘরে বসে ইনকাম করতে পারো।

আমার জীবনে একটা সময় ছিল, যখন মনে করতাম সবার সাথে ভালো সম্পর্ক রাখাটা একটা দায়িত্ব। পরিবার, বন্ধু, আত্মীয়—সব জায়গায় নিজেক...
17/06/2025

আমার জীবনে একটা সময় ছিল, যখন মনে করতাম সবার সাথে ভালো সম্পর্ক রাখাটা একটা দায়িত্ব। পরিবার, বন্ধু, আত্মীয়—সব জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বুঝে গেছি—সব সম্পর্ক টিকিয়ে রাখার দায় আমার না। কিছু সম্পর্ক শুধু ক্লান্ত করে, আর কিছু মানুষ শুধু নিজের প্রয়োজনেই পাশে থাকে।

আজ আমি একদম পরিষ্কারভাবে বলি—আমি সবার জন্য না। আমি আমার মানসিক শান্তি, নিজের জায়গা, নিজের সময়ের জন্য একটা বাউন্ডারি টেনে নিয়েছি। আর তাতে যদি কেউ কষ্ট পায়, সেটাও ঠিক আছে। কারণ, কেউ আমার কষ্ট বোঝার চেষ্টা করেনি।

সব সম্পর্ক রাখার দরকার নেই।
সবাইকে আপন করতে নেই, সবাই আপন হয় না।
কেউ কেউ আসে শেখাতে—কারা ঠিক নয়।
কেউ আসে ভুল বোঝাতে, আর কেউ এসে আমাদের “নিজেকে ভালোবাসার” পাঠ শিখিয়ে দিয়ে চলে যায়।

আমি এখন আর কারো ‘seen না দেওয়া’কে অশিষ্টতা মনে করি না।
আমি এখন আর কারো ডাকে না সাড়া দেওয়াকে অপরাধ ভাবি না।
আমি বুঝেছি, মানসিক শান্তি রক্ষা করা, অনেক বড় স্মার্টনেস।

এখন আমি কেমন?
• কারো দাওয়াতে না গেলেও আমার আত্মবিশ্বাস থাকে—আমি নিজের সময় ও শক্তি বাঁচিয়েছি।
• কারো ফোন রিসিভ না করলেও মন খারাপ হয় না—আমি জানি, কোন কথায় আমার ঘুম হারাম হতো।
• কারো বারবার মেসেজের উত্তর না দিলেও অপরাধবোধ হয় না—আমি জানি, সেগুলো শুধুই দরকারি বার্তা, আন্তরিকতার না।

এই পৃথিবীতে সবাই আমাদের আপন হবে না।
সবাই বিশ্বাসযোগ্যও হবে না।
আর সবচেয়ে বড় কথা—সবাই আমাদের মতো হৃদয় নিয়ে হাঁটে না।👍

তাই আজ আমি সম্পর্ক বেছে নিই, সাড়া দিই বুঝে, মনের দরজা খুলি ভাবনা করে।
সবাইকে জীবনে জায়গা দিলে, নিজের মনের জন্য জায়গা থাকে না।

আমার বাউন্ডারি, আমার সম্মান, আমার শান্তি—এসব আমি নিজেই রক্ষা করি।

কারণ,

যারা বারবার আপনার গুরুত্ব ভুলে যায়, তাদের জন্য আপনি একবারও নিজের গুরুত্ব ভুলে যাবেন না। কারণ দিন শেষে আপনি নিজেই আপনার ভালো থাকার কারণ।

16/06/2025

💝আলহামদুলিল্লাহ💝

মাকে নিয়ে বাড়ির পথে
দোয়া চাই 🤲

তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ, যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—বরং...
14/06/2025

তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ,
যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।
বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—

বরং সে যেভাবে প্রতিটা কাজে চেষ্টা করে,
তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস।👍👍

13/06/2025

জীবনে অহংকার গুরুত্বপূর্ণ নয় .
কিন্তু আত্ম সম্মান অনেক গুরুত্বপূর্ণ।👍👍

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Zakia Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakia Vlog's:

Share