
12/07/2025
বিয়ের আগে এসব ব্যাপার দেখা ভীষণ জরুরি 💁♀️
বিয়ে মানেই শুধু ভালোবাসা নয়, বিয়ে মানে দুইটা জীবনের বাস্তবতার মিল।
বিয়ে মানে দুইটা ভিন্ন পরিবার, ভিন্ন অভ্যাস, ভিন্ন মানসিকতা—একসাথে পথ চলা।
তাই ভালোবাসার পাশাপাশি, কিছু বাস্তব মিল থাকা খুবই জরুরি। নাহলেই জীবন হয়ে ওঠে অস্থির 😞
👩🦰 যে মেয়ে ছোটবেলা থেকে নিরাপত্তা, ভালোবাসা ও স্বচ্ছলতায় বড় হয়েছে,তার কাছে ভালোবাসা মানে যত্ন, মানসিক শান্তি, ভালো জীবন। মানসিক শান্তি খুব ম্যাটার করে।সে হঠাৎ করে অভাব, অবহেলা আর বোঝার অভাবে দুঃখকে ‘নিয়তি’ বলে মেনে নিতে পারবে না। এটা সম্ভব নয়, হয়তো কিছুদিন ভালোবাসার টানে ভালো লাগবে, পরে ঠিকি, আর সহ্য হবেনা, কারন ভালোবাসা আপনার পেট ভরাবেনা, গায়ের পোষাক জোটাবে না, Basic Need বলে একটা কথা থাকে,সেটা যখন একটা মানুষ পায়না,তখন জীবনে নেমে আসে অশান্তি।
👨 আর যে ছেলে সারাজীবন সংগ্রামের মধ্যে বড় হয়েছে, নিজ চোখে অভাব দেখেছে,তার কাছে হয়তো মেয়েটির স্বাভাবিক চাহিদাগুলোও অতিরিক্ত মনে হবে।
সে ভাববে, "এত চাওয়া কেন?", দুজন দুই ব্যাকগ্রাউন্ডের হলে এমন টা হবেই খুবই স্বাভাবিক,
এমনকি কিছু লোক নিজের স্ত্রীর স্বচ্ছলতাকেও স্বাভাবিকভাবে দেখতে পারেনা, কারন সে তার মা, দাদী বা বোনকে দেখেনি ইনকাম করতে, নিজের মতো করে একটু কেনাকাটা করতে, দেখেছে ঘরের মধ্যে, রান্না ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে, নিঃশব্দে সবকিছু মেনে নিতে, তাই তার মেয়েদের স্বাভাবিক আচরনকে অস্বাভাবিক লাগে আর তখন শুরু হয় ঝা*মেলা।
আর এখান থেকেই শুরু হবে দূরত্ব, ঝগড়া, বিষাদ।
💔 শুধু ভালোবাসা দিয়ে একটা সংসার টিকিয়ে রাখা যায় না, অশান্তি চলে আসলে ভালোবাসাও নাই হয়ে যায়।
তাই মানসিকতা, জীবনদর্শন আর মূল্যবোধে মিল থাকা টা দরকার। ছেলে বা মেয়ে বিয়ে দেবার আগে এসব বিষয় খুব ভালোভাবে দেখা উচিত, শুধু ছেলে বা মেয়েটার বর্তমান অবস্থা দেখলেই হবেনা, তার পরিবারকেও একটু জানুন,
😞বিয়ে একদিনের নয়, জীবন ন*ষ্ট কারার জন্য একটা খা*রাপ স্বামি বা স্ত্রী যথেষ্ট💔
তাই শুধু "ভালো লাগে" বলে বিয়ে নয়,
নিজেদের ম্যাচিং লাইফস্টাইল, দায়িত্ববোধ আর মানসিক প্রস্তুতি যাচাই করাও জরুরি।
বিয়ে হোক বুঝে শুনে, ভাবনা ও ভবিষ্যতের আলোকে।
তাহলেই সংসার হবে শান্তিময়, সহমর্মিতার, ভালোবাসার এক সুন্দর যাত্রা।❤️💝
বিদ্র: মতামতটা আমার সম্পূর্ণ নিজের, আমি আপনাদের যৌক্তিক মতামতকে সন্মান করি।
ধন্যবাদ