26/09/2025
ব তে বাংলা✅✅
শেষ অক্ষর না খাওয়া
বাংলায় আমরা অনেক সময় কথা বলার সময় তাড়াহুড়ায় শব্দের শেষ অক্ষর ঠিকভাবে উচ্চারণ করি না।কিংবা অস্পষ্ট উচ্চারণ করি।এতে শুধু উচ্চারণ অস্পষ্ট হয় না, অনেক সময় অর্থও গুলিয়ে যায়।
🔹 উদাহরণ:
“কাজ” কে শুধু “কা” বলে ফেলা কিংবা "জ" কে স্পষ্টভাবে উচ্চারন না করা।এই কাজটি বেশীরভাগ সময়ই অন্যমনস্কভাবেই করা।
এভাবে বললে কথার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।তাই উচ্চারণের সময় অবশ্যই শব্দের প্রতিটি ধ্বনি সুন্দরভাবে এবং গুরুত্ব দিয়ে উচ্চারণ করবেন।দেখবেন কথা শুনতে সুন্দর লাগছে।🌸