Tanjina Tabassum Vlogs

Tanjina Tabassum Vlogs I'm Tanjina Tabassum, a reciter and voice artist. This is my vlog page. Welcome to my beautiful world
(5)

একগুচ্ছ ভালোবাসা। সবগুলোই কিন্তু হাতের তৈরি চুড়ি।বিভিন্ন পেইজ থেকে আসতে আসতে এতোগুলো জমেছে।❤️
23/10/2025

একগুচ্ছ ভালোবাসা। সবগুলোই কিন্তু হাতের তৈরি চুড়ি।বিভিন্ন পেইজ থেকে আসতে আসতে এতোগুলো জমেছে।❤️

এক টুকরো রোদ এলো আঙ্গিনায়.....🌿সবাইকে শুক্রবারের শুভেচ্ছা ❤️
17/10/2025

এক টুকরো রোদ এলো আঙ্গিনায়.....🌿
সবাইকে শুক্রবারের শুভেচ্ছা ❤️

13/10/2025

শিউলি ফুলের মতো স্নিগ্ধ শাড়ি 🌸

10/10/2025

ব তে বাংলা✅✅

অতিরিক্ত টান নয়, স্বাভাবিক উচ্চারণ ই সুন্দর।

অনেকেই মনে করেন, শব্দে একটু বাড়তি টান দিলে কথাটা গভীর বা স্টাইলিশ শোনায়।
কিন্তু আসলে সেটা বেশিরভাগ সময়েই শোনায় অস্বাভাবিক ও অতিরঞ্জিত।

🔹উদাহরন:
“ভালো” শব্দটাকে “ভাাাালো” করে বলা,
বা “আমার” কে “আআআমার” করে টেনে ফেলা—
এতে শ্রোতার মনোযোগ শব্দে নয়, অতিরিক্ত টানে চলে যায়।

বাংলা ভাষার সৌন্দর্য তার স্বাভাবিক সুরে।
তাই কথা বলুন সহজ ও পরিষ্কারভাবে।
দেখবেন, আপনার উচ্চারণেই ঝরে পড়বে সৌন্দর্য। 🌸

10/10/2025

আপনাদের বহুল প্রতীক্ষিত "শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সিজন ১"–এর ফাইনাল রাউন্ড আগামী ১৩ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে! অনুষ্ঠানটি বিদ্যালয় পেইজে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হবে।

📅 তারিখ: ১৩ অক্টোবর
🕖 সময়: সন্ধ্যা ৭টা থেকে
📍 স্থান: বিদ্যালয় ফেসবুক পেইজ (লাইভ)

#কবিতা

09/10/2025

শুভ সকাল। আজকের দিনটি ভালো কাটুক আপনার।❤️

অনেকেই হয়তো অল্প সময়ের মধ্যেই মিলিয়ন এর মাইলস্টোন অতিক্রম করেন।কিন্তু আমার এই ১.৫ মিলিয়ন এর পরিবার ৬ বছরের পরিশ্রমের ফল।...
03/10/2025

অনেকেই হয়তো অল্প সময়ের মধ্যেই মিলিয়ন এর মাইলস্টোন অতিক্রম করেন।কিন্তু আমার এই ১.৫ মিলিয়ন এর পরিবার ৬ বছরের পরিশ্রমের ফল।আপনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই।শুধুমাত্র কথা আর কবিতা শোনার জন্য ১৫ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন।আপনাদের ভালোবাসা থাকলে এই পথচলা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।🌸
কেক: Ayesha's creation


#তানজিনাতাবাচ্ছুমকবিতা

01/10/2025

ইলিশের বাড়ি বলে কথা...

26/09/2025

ব তে বাংলা✅✅

শেষ অক্ষর না খাওয়া
বাংলায় আমরা অনেক সময় কথা বলার সময় তাড়াহুড়ায় শব্দের শেষ অক্ষর ঠিকভাবে উচ্চারণ করি না।কিংবা অস্পষ্ট উচ্চারণ করি।এতে শুধু উচ্চারণ অস্পষ্ট হয় না, অনেক সময় অর্থও গুলিয়ে যায়।
🔹 উদাহরণ:
“কাজ” কে শুধু “কা” বলে ফেলা কিংবা "জ" কে স্পষ্টভাবে উচ্চারন না করা।এই কাজটি বেশীরভাগ সময়ই অন্যমনস্কভাবেই করা।

এভাবে বললে কথার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।তাই উচ্চারণের সময় অবশ্যই শব্দের প্রতিটি ধ্বনি সুন্দরভাবে এবং গুরুত্ব দিয়ে উচ্চারণ করবেন।দেখবেন কথা শুনতে সুন্দর লাগছে।🌸

26/09/2025

আঘাত করে যেতে হবে শেষ পর্যন্ত। ❤️🌸

25/09/2025

একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বেশী পাওয়ার আর কিছুই নেই।🤲

এই হলো বাসার সামনের বর্তমান অবস্থা। 🤦‍♀️🙂
09/07/2025

এই হলো বাসার সামনের বর্তমান অবস্থা। 🤦‍♀️🙂

Address

Chandpur
3650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjina Tabassum Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanjina Tabassum Vlogs:

Share