বার্তাবহ চাঁদপুর

বার্তাবহ চাঁদপুর সত্য আলো, সত্য বার্তা

২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দেয়ার ছবি নরেন্দ...
06/04/2025

২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দেয়ার ছবি নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ
06/04/2025

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই ট্রাম্পবিরোধী বিক্ষোভ

এবার দেশে ব্যবসার অনুমতি স্টারলিংকেরবাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) কাছ থেকে বাংলাদেশে ব্যবসা করার অনুম...
06/04/2025

এবার দেশে ব্যবসার অনুমতি স্টারলিংকের

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) কাছ থেকে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টারলিংক।

রবিবার (৬ এপ্রিল) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’- উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ বিএনপি নেতা বুলু, সিসিইউতে ভর্তিবিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্...
06/04/2025

কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ বিএনপি নেতা বুলু, সিসিইউতে ভর্তি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে সোনাইমুড়ী থেকে ঢাকায় নেওয়ার পথে নগরীর ঝাউতলা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

হাছান মাহমুদ ও তার স্ত্রীর ৬৫ ব্যাংক অ্যাকাউন্টলেনদেন ৭২২ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ১২১ টাকা টাকাসাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়...
06/04/2025

হাছান মাহমুদ ও তার স্ত্রীর ৬৫ ব্যাংক অ্যাকাউন্ট

লেনদেন ৭২২ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ১২১ টাকা টাকা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজাহারে এই দম্পতির ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ১২১ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বোরবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন সংস্থার উপ-পরিচালক কমলেশ মন্ডল। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হাছান মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ সন্দেহজনক লেনদেন করেছেন।

এজাহারে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করতে অবৈধ অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমাকে আসামি করা হয়েছে। সংস্থার সহকারী পরিচালক আল-আমিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামি নুরান ফাতেমার বিরুদ্ধে ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ। গত ১৬ জানুয়ারি হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ তাদের ছয়টি কোম্পানির নামে থাকা মোট ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এখন ঘরে বসে মৃত্যুর অপেক্ষা ফিলিস্তিনিদেরগাজার পূর্বাংশের শুজাইয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের পালানোর নির্দেশ দিয়েছে ইসরাইল...
06/04/2025

এখন ঘরে বসে মৃত্যুর অপেক্ষা ফিলিস্তিনিদের

গাজার পূর্বাংশের শুজাইয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের পালানোর নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। খবরটি জানিয়েছে আল-জাজিরা। যুদ্ধবিরতির সময় এলাকাটিতে ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। এটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।

এদিকে, কিছু ফিলিস্তিনি গাজার পশ্চিমাংশে চলে যেতে বাধ্য হলেও অনেকেই শুজাইয়াতে রয়ে গেছেন। অন্যদিকে, ইসরাইলি বাহিনী তাদের ট্যাংক নিয়ে আল-মুনতার পাহাড়ে অবস্থান নিয়েছে। এই পাহাড় থেকে পুরো এলাকা স্পষ্টভাবে দেখা যায়। সেখানে অবস্থান নিয়ে তারা আর্টিলারি শেল দিয়ে হামলা চালাচ্ছে ও গুলিবর্ষণ করছে বলে জানা গেছে।

আল-জাজিরার তথ্য মতে, ইসরাইলি ট্যাংকগুলো এই স্থানে অবস্থান নিয়ে অবিরাম আক্রমণ চালাচ্ছে। তবে, এমন পরিস্থিতিতেও কিছু ফিলিস্তিনি শুজাইয়াতে তাদের বাড়িতে থাকাকে বেছে নিয়েছে, কারণ তাদের যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের দু'দিন অনুপস্থিত দেখানোর হুমকি ড্যাফোডিলের নারী প্রভাষকেরগাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যা...
06/04/2025

শিক্ষার্থীদের দু'দিন অনুপস্থিত দেখানোর হুমকি ড্যাফোডিলের নারী প্রভাষকের

গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের দুইদিন অনুপস্থিত দেখানোর হুমকি দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক নারী প্রভাষক

যাচ্ছে কোথায় এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা!!!বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার জনকে মিয়ানমারে...
06/04/2025

যাচ্ছে কোথায় এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা!!!

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার জনকে মিয়ানমারে প্রত্যাবাসনযোগ্য বলে জানিয়েছে দেশটি। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা-বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ থান শিউ।

ঘোষণার পরই কূটনীতিক, সংশ্লিষ্ট সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নেতাদের প্রশ্ন—কেন এই ভেরিফিকেশন। কোথায় যাবে এই রোহিঙ্গারা। ক্যাম্পের নেতারা বলছেন, ওপারে ক্যাম্পে রাখা হলে তারা যাবেন না। প্রত্যাবাসনের উদ্যোগের সঙ্গে তারা একমত, কিন্তু নিজের ভিটায় ফেরার ব্যবস্থা করতে হবে। ২০২৩ সালে প্রতিনিধি দলের সদস্যরা ওপারে প্রস্তুতকৃত মিয়ানমারের ক্যাম্প পরিদর্শন করে এসে বলেছিলেন—‘আমাদের কোনও আগ্রহ নেই সেই ক্যাম্পে যাওয়ার। আমাদের নিবাস আরাকানে ছিল, সেগুলোই বুঝিয়ে দিতে হবে।’

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আট লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। ছয় ধাপে ওই তালিকা সরবরাহ করা হয়। আট লাখের তালিকার মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে মিয়ানমার।

06/04/2025

গাজাবাসীদের রক্ষায় হরতাল পালনের আহ্বান সারজিস আলমের

23/12/2024

চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় অন্তত ৫ জন নিহত: কোস্টগার্ড

আগরতলা সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
02/12/2024

আগরতলা সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন...

শহীদদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি নয়: সিইসি
22/11/2024

শহীদদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি নয়: সিইসি

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: জুলাইয়ে শহীদদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলে মন্তব্য প্রধান নির্বাচন কমি...

Address

Chandpur, Chittagong Division
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when বার্তাবহ চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বার্তাবহ চাঁদপুর:

Share