Times of Chandpur / টাইমস অফ চাঁদপুর

Times of Chandpur / টাইমস অফ চাঁদপুর This is a page that provides news and views of Chandpur. But it is not a NEWSPAPER page. We believe

শান্তি আর অবাধ স্বাধীনতার প্রথম স্বাদ, বেঞ্চে বসে আলোর পথ আর রঙ্গিন জগত দেখার স্বপ্নের বীজ বোনার প্রথম পাঠশালা আমাদের প্...
27/07/2025

শান্তি আর অবাধ স্বাধীনতার প্রথম স্বাদ, বেঞ্চে বসে আলোর পথ আর রঙ্গিন জগত দেখার স্বপ্নের বীজ বোনার প্রথম পাঠশালা আমাদের প্রাথমিক বিদ্যালয় 🥰

ছবির ছেলেটার নাম আল আমিন। ১৫ই জুলাই সকাল এ ঢাকা গিয়েছিলেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য। কিন্ত বিকাল ৩:০০ ঘটিকার পর আর কো...
16/07/2025

ছবির ছেলেটার নাম আল আমিন। ১৫ই জুলাই সকাল এ ঢাকা গিয়েছিলেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য। কিন্ত বিকাল ৩:০০ ঘটিকার পর আর কোনাে খােঁজ পাওয়া যাচ্ছে না।

একজন কল দিয়ে বলেছে তাকে নাকি নে/শা জাতীয় কিছু দিয়ে রাস্তায় ফেলে গেছে। তারপর তাকে ঢাকা জেনারেল হসপিটাল এ ভর্তি করা হইছে। আমরা হসপিটালে গিয়ে দেখি আমার ভাই সেখানে নাই। তারপর একজন লােক কল দিয়ে আমাদের কাছে টাকা চাইতেছে। কেউ যদি উনাকে দেখে থাকেন নীচে নম্বর ও ঠিকানা দেওয়া হলো। একটু যোগাযোগ কইরেন।

সন্ধান চেয়েছেন : Fahima Akter, তথ্য সূত্র : আমাদের চাঁদপুর, 01749051989, 01862099456
ফরিদগঞ্জ, চাঁদপুর। দয়া করে স/বাই একটু শে/য়ার করেন।

কাফি কয়টা খুনের মামলার আসামি? তাকে যেভাবে হাত কড়া পরিয়ে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মত হাজির করা হয়েছে তাতে আমরা বিস্ম...
13/03/2025

কাফি কয়টা খুনের মামলার আসামি?
তাকে যেভাবে হাত কড়া পরিয়ে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মত হাজির করা হয়েছে তাতে আমরা বিস্মিত হয়েছি।
সোশ্যাল মিডিয়া এখন মূর্খ ,পটকাবাজ, ইউটিউবার নামক ধান্দাবাজদের আয় রোজগারের একমাত্র অবলম্বন। কোন ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন না করে ভাইরাল অংশ টুকু সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকে।
এইসব পটকা বাজদের ভাইরালের তাণ্ডবে চেহারা নাই হিরো আলম হিরো হয়, ফকিন্নির বাচ্চা প্রিন্স মামুন বলে, চোর সিদ্দিক সেলিব্রেটি হয়।
প্রকৃত ঘটনা কে আড়াল করে ভাইরাল অংশ নিয়ে কাজ করা এদের মুখ্য বিষয়। এতে কে জেলে গেল কার ফাঁসি হলো তাতে তাদের কিছু আসে যায় না।

অপরাধ যে করবে সে তার প্রাপ্য শাস্তি পাবে। অন্যায় এবং অপরাধের সাথে আমি কখনো কম্রোমাইজ করিনা। কাফি অপরাধ করেছে তার কারণে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই ছেলেটির ছাত্রদল করে বয়সে তার কত হয়েছে আচরনে মানগত, গুণগত সমস্যা থাকতেই পারে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কে মানুষের সাইকোলজিক্যাল ট্রেনিং দেওয়া হয় নাই বলে আমার মনে হচ্ছে। এই বয়সে বাচ্চাদের এগ্রেসিবনেস থাকাটাই স্বাভাবিক ওরা তো প্রাপ্তবয়স্ক নয়। আচরণগত ভুলের জন্য সেখানে দলের সিনিয়র সদস্যদের ডেকে সমস্যা সমাধান করা যেত, এটা না করে বিএনপি এক হাত দেওয়ার জন্য ওসি সাহেবকে সরাসরি কমপ্লেন করে ছেলেটাকে হাত করা থানায় নিয়ে যাওয়া হলো এবং এমনভাবে তাকে প্রদর্শন করা হল যে দাগী খুনের মামলার আসামি। পুলিশ এত সাহস পায় কোথায়?
আমার কাছে মনে হচ্ছে কাফি কে টার্গেটেড সাইকোলজিক্যাল উত্তেজিত করা হয়েছে। ইনওয়ার্ডলি এখানে বিএনপিকে বিএনপির রাজনীতিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টাও রয়েছে বলে আমার মনে হচ্ছে। কাপি কে থানা নেওয়ার পরে তার কলারে কেন পুলিশ ধরল এবং পুলিশের সাথে কেন দ্বিতীয় দফা তার সাথে ঝামেলা হলো। আমার কাছে নিউজ রয়েছে রাতভর কাফির উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে । কোন আইনে কার নির্দেশে কার ক্ষমতা দিয়ে পুলিশ ওর উপর নির্যাতন চালিয়েছে।
কাফিকে দেখতে গিয়েছিল থানা ছাত্র দলের সভাপতি তাকে থানা থেকে বের করে দিয়েছিল ওসি নিজেই । একজন সেবা গ্রহিতা হিসেবে যে কেউ থানায় যেতে পারে কি কারণে কোন অপরাধে থানা ছাত্রদলের সভাপতি কে থানা থেকে বের করে দেওয়া হয়েছে ফরিদগঞ্জ থানার ওসিকে এর জবাব দিতে হবে?
অন্যায় করলে শাস্তি হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতে ও দিবে না।
ফরিদগঞ্জ থানার পুলিশ যদি ভুলে যায় এই ছাত্রদল ৫ই আগষ্ট ফরিদগঞ্জ থানা এবং পুলিশ সদস্যদের রক্ষা করেছিলো তবে সেটি অন্যায় হবে ।

কাফি অপরাধ করেছে প্রচলিত নিয়মে তার শাস্তি হবে এটা আমি চাই, তবে পুলিশ কোন আইনে রাতে তাকে টর্চার করেছে, থানা ছাত্রদলের সভাপতি সাথে বাজে আচরণ করেছে সেটার তদন্ত চাই, কার নির্দেশে কাফিকে আঘাত করা হয়েছে রাতের বেলা তার তদন্ত চাই। এজন্য জড়িত পুলিশের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করছি।

আবারও বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রউৎপাদনে ফেরার ১৫ দিন পর আবারও চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইক...
21/04/2024

আবারও বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

উৎপাদনে ফেরার ১৫ দিন পর আবারও চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর গত মার্চের ১০ তারিখে চাঁদপুর ১৫০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদনে আসে। মার্চ মাসে চালু ছিল। চলতি এপ্রিল মাসের ৫ তারিখে জেনারেটর বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে পুরো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়।
কর্তব্যরত প্রকৌশলী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ইউনিটটি শাটডাউন করে দেয়। এর পর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন। তাৎক্ষণি আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। তবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা রিপেয়ারিং কাজ শুরু হলে বলা যাবে বলে বলেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের নিউ ট্রাক রোড গুনরাজদী এলাকায় বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে উৎপাদন বন্ধ অবস্থা দেখা যায়। তবে কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা বিভিন্ন অংশে কাজ করছেন।

চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী প্রকৌশলী তাজুল ইসরাম রাজু বলেন, রোববার ইন্দোনেশিয়া থেকে প্রকৌশলীরা আসবে। চলতি মাসের শেষ পর্যন্ত সিডিউল মেরামত কাজ চলবে। আগামী ১ মে থেকে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ মার্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালু করা হয়। মাত্র ২৫ দিন বিদ্যুৎ উৎপাদন শেষে ৫ এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অভিজিৎ কুরি আরও বলেন, এর আগে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ২০২২ সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ করা হয় চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সকল কাজ শেষ করে ২০২৩ সালের মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে ধরা পড়ে গ্যাস বুস্টার নামক যন্ত্র অকেজো। রিজার্ভে থাকা গ্যাস বুস্টার যন্ত্রটি আগে থেকে অকেজো থাকায় বন্ধ হয়ে যায় পুরো বিদ্যুৎ কন্দ্রটি। পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার ক্রয়সহ আমেরিকা থেকে আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি। চীন, ইন্দোনেশিয়ান এক্সপার্ট টিম ও বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় সম্পন্ন করা হয় নতুন গ্যাস বুস্টার ইনস্টলেশনের কাজ।

২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে।

বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রাজু বলেন, চলতি মাসের শেষ পর্যন্ত শিডিউল মেরামত কাজ চলবে। আগামী ১ মে থেকে পুনরায় বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করছেন তিনি।

16/04/2024

ঢাকার আকাশে কালো মেঘ, কালবৈশাখের ঘনঘটা...

শুভ জন্মদিন প্রিয় চাঁদপুর। 💝💝💝আজ ১৫ ই ফেব্রুয়ারি ১৯৮৪ সালের এই দিনে চাঁদপুর জেলা হিসেবে আত্নপ্রকাশ করে!!🥰চাঁদপুর জেলা বা...
15/02/2024

শুভ জন্মদিন প্রিয় চাঁদপুর। 💝💝💝
আজ ১৫ ই ফেব্রুয়ারি ১৯৮৪ সালের এই দিনে চাঁদপুর জেলা হিসেবে আত্নপ্রকাশ করে!!🥰
চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা।[১] পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি’ নামে ডাকা হয়।

15/02/2024

শুভ জন্মদিন চাঁদপুর..❤️
আজ ১৫ ই ফেব্রুয়ারি ১৯৮৪ সালের এই দিনে চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ নং ইউনিয়ন ৪নং ওয়াড ফরিদগঞ্জ,,দুপুর ১২:০০
07/01/2024

শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ নং ইউনিয়ন ৪নং ওয়াড ফরিদগঞ্জ,,দুপুর ১২:০০

31/10/2023

ফরিদগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী আটক
নাশকতা মামলায় ফরিদগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২৯ অক্টোবর রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আঃ খালেক পাটওয়ারী(৫০), পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী(৪৮), পিংকু (৪৮), ইমরান হোসেন (৩৫), মোস্তফা (৫০), রাশেদ (৩৫) এবং ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া মহিন (২৯) কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি কর্তৃক সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীরা ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করার অপরাধে ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, বিএনপির নাশকতা ও জনগনের যানমাল রক্ষায় ৭ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
15/06/2023

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকার কোথায় যেতে কোন বাসে উঠবেন॥
14/06/2023

ঢাকার কোথায় যেতে কোন বাসে উঠবেন॥

10/04/2023

এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল, শবে কদর উপলক্ষে ছুটি। এবারের ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচদিন। ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটি আরও একদিন বাড়বে।

Address

Foridgonj-Chandpur
Chandpur
3650

Alerts

Be the first to know and let us send you an email when Times of Chandpur / টাইমস অফ চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Chandpur / টাইমস অফ চাঁদপুর:

Share

Times of Chandpur / টাইমস অফ চাঁদপুর

চাঁদপুর জেলা

১৭৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনেল তৎকালনি বাংলার যে মানচিত্র অংকন করেছিলেন তাতে চাঁদপুর নামে এক অখ্যাত জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক ( বর্তমানে যা নদীগর্ভে বিলীন) স্থানে চাঁদপুরের অফিস-আদালত ছিল। পদ্মা ও মেঘনার সঙ্গমস্থল ছিল বতৃমান স্থান থেকে পাওয়া প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। মেঘনা নদীর ভাঙ্গাগড়ার খেলায় এ এলাকা বর্তমানে বিলীন। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। ঐতিহাসিক জে.এম সেনগুপ্তের মতে চাঁদরায়ের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কথিত আছে চাঁপুরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাষক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তাঁর নামানুসারে চাঁদপুর। ১৮৭৮ সালে প্রথম চাঁদপুর মহকুমার সৃষ্টি হয়। ১৮৯৬ সালের ১ অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৪ সালের ১৫ ই ফেব্রুয়ারী চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

বিখ্যাত খাবার

ইলিশ