Ovi vlog

Ovi vlog I am a normal man. Love to create content over different topics.
(1)

22/08/2024

আমি তোমার অপেক্ষায় আছি।

27/06/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

10/06/2023

অতিরিক্ত আবেগ কমাতে হবে। বাস্তবতা বুঝতে শিখতে হবে। যে বা যারা আবেগের মূল্য দেবেনা তাদের জন্য আবেগী নয়, মাঝে মাঝে ক'ঠো'র'ও হতে হবে।নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবেনা, কারও কাছেই না.

09/06/2023

আমি অপেক্ষা করবো তোমার ফিরে আসার। আমি প্রতিক্ষায় থাকবো তোমাকে আবারও নিজের করে পাওয়ার। আমি অপেক্ষার প্রহর গুনবো আমাদের
নতুন করে এক হওয়ার।

08/06/2023
আমার মেয়ে নাজীফা কামাল রোজা।
06/06/2023

আমার মেয়ে নাজীফা কামাল রোজা।

05/06/2023

যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে মানুষটার কাছে তুমি ভীষণ ভাবে ঋণী । কারণ সেই মানুষটা ছেড়ে না গেলে তুমি হয়ত আজ নিজেকে এতটা পরিবর্তন করতে না। দেখো পরিবর্তনটা আমাদের সবার জীবনেই আসে। কারও না কারও কাছ থেকে প্রচন্ড আঘাত পাওয়ার পর কিংবা কষ্ট পাওয়ার পরই আমরা নিজেদেরকে পরিবর্তন করে নেই। স্বাভাবিক ভাবে কখনো আমাদের জীবনে পরিবর্তন আসে না!
কারও কাছ থেকে ভীষণ আঘাত পাওয়ার আগে, কাউকে বিশ্বাস করে খুব বাজে ভাবে ঠকে যাওয়ার আগে আমরা আমাদের চারপাশের সবাইকেই বিশ্বাস করি। আমরা ভাবি আমাদের চারপাশের সবাই আমাদেরকে ভালোবাসে। সবাই আমাদের ভালো চায়। কিন্তু কারও কাছে ঠকে যাওয়ার পর, বিশ্বাস করে বিশ্বাস হারিয়ে ফেলার পর আমরা বুঝতে পারি আসলে চারপাশের সবাই আমাদের ভালো চায় না, সবাই আমাদেরকে ভালোবাসে না, সবাই বিশ্বাসের মর্যাদা দেয় না। তখন আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে চিনতে শিখি, বুঝতে শিখি।
জীবনে কারও কাছ থেকে ভীষণ ভাবে আঘাত না পেলে, কাউকে বিশ্বাস করে খুব বাজে ভাবে না ঠকলে আজ হয়ত আমরা এতো বড় হয়ে উঠতে পারতাম নাহ। হয়ত কাছের মানুষগুলোকেও খুব ভালো ভাবে চিনতে পারতাম না কখনো। তাই যে মানুষটাকে তোমাকে ছেড়ে গেছে, তোমাকে খুব বাজে ভাবে আঘাত দিয়েছে, তোমাকে ঠকিয়েছে সেই মানুষটার কাছে তুমি ভীষণ ভাবে ঋণী। সেই মানুষটাকে তুমি ধন্যবাদ দাও। তাকে অতীত নয়, তাকে অভিজ্ঞতা বানিয়ে নাও।

Address

Chandpur
Chandpur
CHANDPUR-3600

Alerts

Be the first to know and let us send you an email when Ovi vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovi vlog:

Share