Sahab uddin

Sahab uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sahab uddin, Digital creator, Chandpur.

ছারছীনার পীর সাহেব কিবলার ইজাজতে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর পক্ষ থেকে  ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যহত রয়েছে।স্পট- ফেনী,কুম...
24/08/2024

ছারছীনার পীর সাহেব কিবলার ইজাজতে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যহত রয়েছে।
স্পট- ফেনী,কুমিল্লা, লক্ষিপুর।
মানুষের বিপদে ছারছীনা দরবার সবসময় পাশে থাকছে।

22/08/2024

আলহামদুলিল্লাহ 🥰
ছারছীনা শরীফের ত্রাণ কার্যক্রম বিভাগ "হেমায়েতে ইসলাম মিশন" বন্যাকবলিত এলাকার জন্য প্রথম ধাপে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।

ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে অতি দ্রুতই বন্যার্তদের মাঝে সহায়তা ও ত্রান কার্যক্রম শুরু করা হবে। এই মহতি খেদমতে যারা শর...
22/08/2024

ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে অতি দ্রুতই বন্যার্তদের মাঝে সহায়তা ও ত্রান কার্যক্রম শুরু করা হবে। এই মহতি খেদমতে যারা শরীক হতে চান তারা নিচের ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
সেক্রেটারি, হেমায়েতে ইসলাম মিশন।
পূবালী ব্যাংক,
একাউন্টনাম্বার,২১৪১৯০১০০০০৪৪

প্রচারে :- © ছারছীনা মিডিয়া ফোরাম © ✅

22/08/2024
22/08/2024

ভারত যে একটি চরম অমানবিক রাষ্ট্র, চলমান বন্যা সেটাই আবার স্পষ্ট করছে। বন্যায় মানুষ মরছে, অথচ বহু সাধারণ জনগণ থেকে শুরু করে ডাক্তার, এমন কি ভারতের বিভিন্ন গণমাধ্যম পর্যন্ত বন্যা নিয়ে মশকরা করছে। এই অমানবিক ভারতকে যারা সমর্থন করে, তারাও অমানবিক, এই দেশের শত্রু, মানবতার শত্রু।

নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লক্ষ লক্ষ মানুষ...
21/08/2024

নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লক্ষ লক্ষ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্থ ।
যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲🏻।

নামাজে হাত বাঁধাটা এলোমেলো নয় গোছানো।মনে হচ্ছে জীবনে কখনো কারো কাছে নামাজের প্রশিক্ষণ নিয়েছেন।১০০ তে কত দেওয়া যায়।
20/08/2024

নামাজে হাত বাঁধাটা এলোমেলো নয় গোছানো।
মনে হচ্ছে জীবনে কখনো কারো কাছে নামাজের প্রশিক্ষণ নিয়েছেন।১০০ তে কত দেওয়া যায়।

🔸তোমার নেতা যেমন তোমার কাছে প্রিয়। আমার নেতাও আমার কাছে তেমন প্রিয়৷ নেতার পরিচয় কর্মীর আদবে। আর কর্মীর পরিচয় নেতার প্রতি...
19/08/2024

🔸তোমার নেতা যেমন তোমার কাছে প্রিয়।
আমার নেতাও আমার কাছে তেমন প্রিয়৷ নেতার পরিচয় কর্মীর আদবে। আর কর্মীর পরিচয় নেতার প্রতি আনুগত্যে।

🔸আমার শায়েখ, রাহবার,
শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ)
পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ

🔸হুজুরের সাথে দেখা করতে এসেছেন হযরত কায়েদ সাহেব হুজুর র. এর নাতি ড. ফয়জুল হক।

ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র ভাইয়েরা, ছারছীনা জুমার...
16/08/2024

ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র ভাইয়েরা, ছারছীনা জুমার নামাজ আদায় ও ছারছীনা মরহুম পীর সাহেব হুজুর ত্রয়ের মাজার জিয়ারত করে, বর্তমান পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেছেন, হুজুর তাদের জীবন চলার জন্য গুরুত্বপূর্ণ নসিহত শেষে দেশ, জাতি ও আন্দোলনে শহিদদের জন্য দোয়া করেন।
এবং সকলকে কুতুবুল আলম ছারছীনা শরীফের বানী আল্লামা নেছারুদ্দিন আহমেদ রহঃ এর জীবনি ও শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ বই হাদিয়া দেন।

প্রাণের মুর্শিদ, ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর (রাহি.)-র সিঙ্গাপুরের ❝মাউন্ট এলিজাবেথ হসপিটালে❞ চিকিৎসাধীন অ...
15/08/2024

প্রাণের মুর্শিদ, ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর (রাহি.)-র সিঙ্গাপুরের ❝মাউন্ট এলিজাবেথ হসপিটালে❞ চিকিৎসাধীন অবস্থার ছবি।

কি কঠিন অসুস্থতার মাঝেও হুজুর সুন্নতি লেবাস গায়ে রাখতে ভুলেননি! আর আমরা? একটু অবসর পেলেই মাথার টুপিটা ফেলে রাখতে দ্বিধাবোধ করিনা। আবার অনেক মাদ্রসার ছাত্র-তো এটাকে প্রাতিষ্ঠানিক ইউনিফরম মনে করে, তাই ফেলে দেয়!

প্রাণের মুরশিদ আমাদের জন্য এখানেও শিক্ষা রেখে গেছেন, পরিস্থিতি যাইহোক, সুন্নতি লেবাস ছেড়ে দিও না। কারণ, মুখের দাড়িটা, গায়ের জামাটা, মাথার টুপিটা কোনো পীরের সুন্নত নয়, এটা নবীজীর সুন্নত।

হে প্রিয় রাহবার, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।

কি ভাবছেন 🤔ছারছীনা জামায়াত করে?না ভাই।ছারছীনা দরবার দলীয় রাজনীতি মুক্ত তাই এই দরবার সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত।এই ...
09/08/2024

কি ভাবছেন 🤔
ছারছীনা জামায়াত করে?
না ভাই।
ছারছীনা দরবার দলীয় রাজনীতি মুক্ত তাই এই দরবার সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত।

এই দরবারে বৃটিশ আমল থেকেই সকল পুরুষ রাষ্ট্র প্রধানরা দোয়া নেয়ার জন্য গিয়েছেন।
বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ প্রায় সকল দলের প্রভাবশালী ব্যক্তিরা দোয়া নিতে ছারছীনা দরবারে যাতায়াত করেন।

ছারছীনা দরবার প্রায় দেড়শো বছর যাবৎ উপমহাদেশে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকেই দ্বীনের খেদমত করে আসছে।

বলবেন আপনারা তো এই গন আন্দোলনে ছিলেন না🤔
অবশ্যই ছিলাম।
আন্দোলনের শুরুর দিকেই আমরা আমাদের ছারছীনা দরবারের মুরুব্বি মরহুম পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহঃ কে হারিয়েছি সেজন্য হুজুরের ইন্তেকালে বর্তমান ছারছীনার গদ্দীনশীন পীর সাহেব মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন হাফিঃ সহ দরবারের ভক্ত মুরিদান শোকের মধ্যে ছিলেন।
তাছাড়া প্রথম দিকে জঙ্গি তোকমার জন্য আলেম ওলামাদের আন্দোলনে অংশগ্রহণের প্রেক্ষাপট ভিন্ন ছিল।
তবে পরবর্তীতে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ঢাকা দারুননাজাত সহ সারা দেশে ছারছীনার লক্ষ লক্ষ ছাত্র জনতা ভক্ত মুরিদান অংশগ্রহন করেছেন।
আর ছারছীনা যেহেতু দলীয় রাজনীতি মুক্ত তাই শোঅফ শোডাউন করে ছবি তুলে রাজনৈতিক ফায়দা নেয়ারও কিছুই নেই।

যার যার অবস্থানে থেকেই সবাই সবার মত করে চেষ্টা করছে ব্যক্তি সমাজ দেশ গঠনে ভূমিকা রাখতে।
হ্যাঁ আপনারা যার শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ছিলেন আপনাদের অবদান বেশি তবে যারা তাহাজ্জুদে জাযনামাজে সিজদায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে সেই আল্লাহর প্রিয় বান্দাদের কেও ছোট করে দেখার সুযোগ নেই।

যাইহোক ইসলামী খেলাফত ছাড়া কারও মুক্তি নাই।
আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করুক।

Address

Chandpur
3611

Telephone

+8801643038716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahab uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahab uddin:

Share