HM Sohag bro

HM Sohag bro Hi I'm Zahurul Islam Sohag. This is my page. I'm digital creator & blogger. So Welcome to my page.
(3)

 #অবাক_করা_তথ্য 📱ফোন পাশে রেখে ঘুমান? ৫টি মারাত্মক ভুল যা আপনি প্রতিদিন করছেন!!আমাদের অনেকেরই ভালো ঘুম হয় না — ঘুম হলেও...
16/08/2025

#অবাক_করা_তথ্য
📱ফোন পাশে রেখে ঘুমান? ৫টি মারাত্মক ভুল যা আপনি প্রতিদিন করছেন!!

আমাদের অনেকেরই ভালো ঘুম হয় না — ঘুম হলেও মাঝরাতে ঘুম ভেঙে যায়।কিন্তু আপনি কি জানেন এর কারণ কী?

আমরা অনেকেই রাতে অনেক দেরি পর্যন্ত ফোন ব্যবহার করি এবং ঘুমাতে যাওয়ার সময় ফোনটা পাশে রেখে ঘুমাই।সকালে ঘুম ভাঙে কীভাবে? ঠিকই মোবাইল হাতে নিয়ে রিলস স্ক্রল করতে করতে!

আমরা এখন এমন একটা যুগে আছি, যেখানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে কাজকর্ম — সবই মোবাইল কেন্দ্রীক হয়ে গেছে। বিশেষ করে রাতে অনেকেই আছেন যারা গেম খেলে বা ভিডিও দেখে তারপর মোবাইল পাশে রেখে ঘুমিয়ে পড়েন। কিন্তু আপনি হয়তো জানেন না — আপনি নিজের অজান্তেই কত বড় বিপদের দিকে এগোচ্ছেন!

⚠️ মোবাইল পাশে রেখে ঘুমালে কী কী ক্ষতি হতে পারে?

❌ আপনি কখনই ভালোভাবে ঘুমাতে পারবেন না:মোবাইলের আলো ও নোটিফিকেশন আপনার ঘুমে বারবার ব্যাঘাত ঘটাবে।

🧠 এটি আপনার ব্রেনের ক্ষতি করে:ফোনের রেডিয়েশন দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কোষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

☢️ এটি ক্যানসারের কারণ হতে পারে:কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে ফোনের রেডিয়েশন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

🔥 মাথার পাশে ফোন রেখে চার্জ দিলে শারীরিক ক্ষতি হতে পারে:ফোন বেশি গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে — যা মারাত্মক বিপদের কারণ।

📡 মোবাইল থেকে নির্গত রেডিয়েশন আমাদের শরীরের জন্য ক্ষতিকর:এটি আপনার ঘুমের হরমোন (Melatonin) কমিয়ে দেয়, ফলে মানসিক চাপ ও হরমোনের ভারসাম্য নষ্ট হয়

🛡️ এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে — "এর থেকে বাঁচার কোনো উপায় নেই?"

অবশ্যই আছে! চলুন জেনে নিই ৫টি কার্যকর উপায়:

✅ কীভাবে মোবাইলের ক্ষতি থেকে বাঁচবেন তার সমাধান

📴 ঘুমানোর ১ ঘণ্টা আগে মোবাইল বন্ধ করুন বা এয়ারপ্লেন মোডে রাখুন:চাইলে আপনি এই সময়ে একটি বই পড়তে পারেন — এটা আপনার ঘুমে সহায়তা করবে।

📱 ফোন মাথার পাশে নয়, বিছানা থেকে অন্তত ৩–৫ ফুট দূরে রাখুন:যাতে মোবাইলের আলো বা রেডিয়েশন আপনার চোখ ও শরীরে না লাগে।

🔌ঘুমানোর সময় ফোন চার্জে দিবেন না — বিশেষ করে বালিশের নিচে বা শরীরের কাছে নয়: অনেক সময় ফোন গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।

🌙 ঘুমের আগে “Night Mode” বা “Blue Light Filter” চালু করুন: এটি চোখের ওপর চাপ কমায় ও ঘুমে সাহায্য করে।

⏰এলার্ম দেওয়ার জন্য আলাদা ডিজিটাল ঘড়ি ব্যবহার করুন — ফোন নয়।।

29/05/2025

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে নিম্নচাপটি উপকূল অতিক্রম করা শুরু করে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর ৩) বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরও বলেছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং হাতিয়া ও সন্দ্বীপ উপজেলা ও এইসব জেলা-উপজেলার কাছের দ্বীপ ও চর ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

26/05/2025

বাস্তবতায় যেমন বৃষ্টি ছাড়া রংধনু দেখা যাই না!
তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না 😔

25/05/2025

আমার আল্লাহ একদিন আমার
ভাগ্য পরিবর্তন করে দিবে ।
Inshaallah

23/05/2025

জুম্মা মোবারক

16/05/2025

শিক্ষা কখনো শেষ হয় না।
জীবনের প্রতিটি মুহূর্তে
আমরা কিছু না কিছু শিখি।

Good morning
27/03/2025

Good morning

শুভ বিকাল বন্ধুরা
26/03/2025

শুভ বিকাল বন্ধুরা

25/03/2025

কিসের এত অহংকার
ঘুম ভাঙ্গলে সকাল।
আর ঘুম না ভাঙলে পরকাল

24/03/2025

স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে..!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে.. !

23/03/2025

-ইসলাম অহংকার করতে শেখায় না,
ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়.!❤️✨
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ।

Address

Chandpur

Telephone

+8801868828422

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Sohag bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Sohag bro:

Share