Rifat's short vlog

Rifat's short vlog ꧁༒♛❤️ 𝔖𝔲𝔯𝔢𝔩𝔶 𝔄𝔩𝔩𝔞𝔥 𝔦𝔰 𝔱𝔥𝔢 𝔟𝔢𝔰𝔱 𝔭𝔩𝔞𝔫𝔫𝔢𝔯!☝️🤲♛༒꧂
(2)

27/11/2025

আলহামদুলিল্লাহ!
গোঁড়ামি থেকে মুক্তির পথে মুফতি মারুফ কাসেমী।

ইতিহাস বারবার সাক্ষী, যখন কোনো অনুসন্ধিৎসু মন নিরপেক্ষ দৃষ্টিতে ইসলামের মূল উৎস—পবিত্র কুরআন ও সহীহ হাদিসের দলীল-প্রমাণ অধ্যয়ন করে, তখন তার কাছে সত্যের পথ আলোকিত হয়ে ওঠে। এই পথেই বহু বড় বড় আলেম ও গবেষক অবশেষে সত্যের সামনে বিনয়ী হয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন।

দেওবন্দের আলেমের রূহানী রূপান্তর
মাযহাবভিত্তিক সমাজে এমনই এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো দেওবন্দের একজন খ্যাতনামা, উচ্চশিক্ষিত হানাফি আলেম, মুফতি মারুফ কাসেমীর প্রত্যাবর্তন।

আরবি ভাষায় তাঁর গভীর দক্ষতা, ফিকহ শাস্ত্রে তাঁর প্রখর পাণ্ডিত্য—সবকিছু নিয়েই তিনি দীর্ঘকাল আহলুল হাদিসদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা, লেখালেখি এমনকি সরাসরি সমালোচনায় আহলুল হাদিসদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন।

কিন্তু, সত্য যখন তার সকল আড়াল সরিয়ে পরিষ্কার হয়ে সামনে আসে, তখন সব রকম গোঁড়ামি, পক্ষপাত ও মাযহাবি সীমালঙ্ঘন ভেঙে পড়তে বাধ্য হয়।

মুফতি মারুফ কাসেমী যখন মুক্তমন নিয়ে আহলুল হাদিসদের প্রাচীন কিতাবপত্র, এবং তাদের দাখিল করা সুদৃঢ় দলীল-প্রমাণ গভীরভাবে অধ্যয়ন করলেন, তখন তাঁর ভেতরের আলো জ্বলে উঠল। তিনি স্পষ্ট উপলব্ধি করলেন,

"দেওবন্দ, হানাফি ফিকহ, মাযহাবি তাস্সুব (গোঁড়ামি)—সবকিছুই দেখেছি; কিন্তু দলীলভিত্তিক সত্যই আমার মনকে গভীরভাবে নড়িয়ে দিয়েছে।"

দীর্ঘ ব্যক্তিগত অধ্যয়ন ও গভীর চিন্তার পর তিনি স্পষ্ট ঘোষণা দিলেন-

"হক পথ একটাই, আর সেটি হলো আহলুল হাদিস।"

তাঁর ঘোষণা: এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
মুফতি মারুফ কাসেমীর এই ব্যক্তিগত সিদ্ধান্তটি কেবল তাঁর একার নয়; এটি সমগ্র উম্মাহর জন্য, বিশেষ করে হানাফি অনুসারীদের জন্য, এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা বহন করে।

যারা সত্যিকারের মুমিন, তাদের কেউ সত্য খুঁজে নেওয়া থেকে আটকে রাখতে পারে না। দলীল ও সুন্নাহর সামনে কোনো মাযহাবি গোঁড়ামি টিকে না।

তাঁর এই রূহানী রূপান্তর প্রমাণ করে যে, আহলুল হাদিসের পথই হলো সেই পথ যেখানে রয়েছে,
তাওহীদ-এর বিশুদ্ধতম রূপ।
দলীল ও সুন্নাহ-এর সরাসরি অনুসরণ।
তাকলীদ, শিরক ও বিদ'আত-মুক্ত পরিশুদ্ধ ইসলাম।

আলহামদুলিল্লাহ! মুফতি মারুফ কাসেমীর এই প্রত্যাবর্তন আবারও প্রমাণ করল যে, হকের পথ চিরকালই বিজয়ী এবং সেই পথ অনুসারীদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়।
আল্লাহতালা আমাদের হেদায়েতের পথে কবুল করুন। আমীন।


25/11/2025

Matlab Uttar Chandpur 🏞️🌿

゚viralシ

21/11/2025

Allah earthquake....

18/11/2025

Berger Norway 🇧🇻🍀


゚viralシ


16/11/2025

Samima Akter

15/11/2025

Full in the samll village of hallstatt Austria 🇦🇹🍂


゚viralシ




12/11/2025

Godnatt. Norge🇧🇻😴


゚viralシ



আফসোস! মুনাফিকতায় ঢেকে আছে দেশপ্রেমের মুখোশ।যিনি জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে গোটা পৃথিবীর কোটি তরুণকে অন্ধকার থেকে আলো...
05/11/2025

আফসোস! মুনাফিকতায় ঢেকে আছে দেশপ্রেমের মুখোশ।

যিনি জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে গোটা পৃথিবীর কোটি তরুণকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেছেন, আজ তাঁর জন্য বাংলাদেশের দরজা বন্ধ! কেন? তাঁর অপরাধ কী? যে মানুষ যুক্তির তলোয়ারে অজ্ঞতার শৃঙ্খল ভেঙেছেন, তাকে ভয় পেয়েছে কে?

আমি মনে করি এটি কেবল একজন মানুষের প্রবেশে নিষেধ নয়, এটি জ্ঞানের বিরুদ্ধে এক প্রতীকি যুদ্ধ, এটি এক জাতির আত্মাকে স্তব্ধ করার চেষ্টা।

সীমানার ওপার থেকে আমাদের কণ্ঠরোধ করে ওরা ইসলামকে নীরব করতে পারবে না, সত্যকে নির্বাসিত করতে পারবে না, চিন্তার মশালকে নিভিয়ে দিতে পারবে না। চাপা দিতে পারবেনা ন্যায়ের আহ্বানকে।

আমরা অবশ‍্যই দরজা খুলে দিব জ্ঞানের, যুক্তির, এবং আলোর।
এক মহান সৈনিকের জন্য। শীঘ্রই। ইনশাআল্লাহ।

01/11/2025

এই সেই দেশ যাকে একসময় বলা হতো "আফ্রিকার খাদ্য ভান্ডার" -নীলনদের বরকতময় দেশ, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প গেজিরা স্কিম। সোনা গবাদিপশুর দিক থেকেও সুদান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। অথচ আজ সেই দেশই দুর্ভিক্ষ,যু*দ্ধ ও ধ্বংসের প্রতিচ্ছবি।

゚viralシ



01/11/2025

Alhamdulillah, all praise is for the Almighty God.🤲❤️

Good night 🥱😴Hello My Friend & following Love 🥰❤️      Following
30/10/2025

Good night 🥱😴
Hello My Friend & following Love 🥰❤️


Following

আমার ছোট্ট পর্যালোচনার ফল বলি : আপনি যদি শুধু পার্থিব জ্ঞান অর্জন করেন দ্বীনি জ্ঞান ব্যতীরেকে তাহলে — এটা আপনার [ আখিরাত...
28/10/2025

আমার ছোট্ট পর্যালোচনার ফল বলি :
আপনি যদি শুধু পার্থিব জ্ঞান অর্জন করেন দ্বীনি জ্ঞান ব্যতীরেকে তাহলে — এটা আপনার [ আখিরাতের ] জন্য অর্থহীন। আবার আপনি যদি শুধু দ্বীনি জ্ঞান অর্জন করেন [ যথেষ্ট ] পার্থিব জ্ঞান ব্যতীরেকে,তাহলে — এটা আপনার [ দুনিয়ার ] জন্য ভয়ংকর।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat's short vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share