Sazzad Hossain

Sazzad Hossain Welcome everyone. In this page of mine I provide various educational posts, hope you find it useful.
(2)

31/10/2025

🥺

কি হবে টাকা দিয়ে যদি শেষ বয়সে দেখার মতো কেউ না তাকে চলচিত্র  ও নাট্যকার শৌম্য চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন মাজ...
12/06/2025

কি হবে টাকা দিয়ে যদি শেষ বয়সে দেখার মতো কেউ না তাকে চলচিত্র ও নাট্যকার শৌম্য চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী

শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে

ফেলেছেন। আমি উনার আত্মিয়শ্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা চলচ্চিত্রের এই গুনি

বেক্তিটিকে সাহায্যের মাধ্যমে , সবাই শেয়ার করে দিবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌছে যেতে পারেন।

যায়গাটার নাম___(মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ।)

কালেক্টেড 😔

রিভেঞ্জ অফ ন্যাচার' বলে একটা কথা আছে, দুই সাপ্তাহের ব্যবধানে এমন একটা রিভেঞ্জ দেখতে পাবো হয়তো কেউ কল্পনাও করেনি☺️☺️প্রথম...
29/04/2025

রিভেঞ্জ অফ ন্যাচার' বলে একটা কথা আছে, দুই সাপ্তাহের ব্যবধানে এমন একটা রিভেঞ্জ দেখতে পাবো হয়তো কেউ কল্পনাও করেনি☺️☺️

প্রথম ছবিটা দুই সাপ্তাহ আগের- হবিগঞ্জ বর্ডার থেকে বি*এসএফ দুই কৃষককে ধরে নিয়ে যায়, বিএসএফের পাশাপাশি উগ্র ভার'তীয় জনগণ তাদেরকে মা*র*ধর করেছিল।

দ্বিতীয় ছবিটা আজকের- সীমান্ত পেরিয়ে ম*স্তানি করতে এসে ধরা।

সাবাশ Border Guard Bangladesh🇧🇩

এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ভাই, যিনি একজন হিরো, আমি বলবো হিরোর চেয়েও বেশি কিছু। জীবনের মায়া ত্যাগ করে প্রায় ৪০...
03/04/2025

এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ভাই, যিনি একজন হিরো, আমি বলবো হিরোর চেয়েও বেশি কিছু। জীবনের মায়া ত্যাগ করে প্রায় ৪০ জন যাত্রীর জীবন বাঁচিয়েছেন ডাকাতের হাত থেকে, তাও এক দুইজন হয় প্রায় ৮-১০ এর ডাকাত দলের হাত থেকে। ঈদের পরের দিন রাত ১টায় লাকসাম এর দিকে প্রায় ৫/৬টি নম্বর বিহীন মোটরসাইকেল এ ডাকাতরা ধাওয়া করে একুশের বাসকে। তখন ড্রাইভার জীবনের মায়া ত্যাগ করে কোথাও না থামিয়ে বাস টেনে নিয়ে আসেন মাইজদি। এদিকে সে বাস থামাচ্ছে না দেখে ডাকাতরা তাকে ইট ছুড়ে মারে যাতে ড্রাইভারের চোয়াল ভেংগে যায়। তবুও সে থেমে থাকে নি, অনবরত রক্তক্ষরণ নিয়ে সে বাস চালিয়ে রক্ষা করে যাত্রীদের।৷

চালক এখন কিছুটা ভালো আছেন তবে সেরে উঠতে সময় লাগবে৷

ধন্যবাদ ও স্যালুট সোহেল ভাইকে।।❤️
✍️ Sazzat Hossain

Address

Kachua, Chandpur
Chandpur
3632

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমি সাজ্জাদ বলছি :

অস্র ছাড়ো কলম ধরো। জ্ঞানের আলোয় জীবণ গড়ো।× অস্র চেয়ে কলমের শক্তি বেশি √ আর সৃষ্টিকে ধ্বংস করা অস্ত্রের ধর্ম।

আমি সাজ্জাদ বলছি : পৃথিবীতে যত অস্ত্রের মহড়া চলবে ততই ক্ষুধা, দারিদ্র্যতা বাড়বে। বাড়বে হাহাকার, মৃত্যু, বীভৎসতা আর রক্তপাত। আধুনিক বিশ্ব আজ অস্ত্রের মহড়ায় ব্যস্ত। যেভাবে অস্ত্রের ব্যবহার এবং বাণিজ্যিকীকরণ এবং তৈরি হচ্ছে তাতে রক্তের বন্যা বইতে আর বেশি সময় নেই। ইতিহাস থেকেও অস্ত্রের ব্যবহারকারীদের অবস্থান জানা যায়। তাদের মানুষ কতটুকু শ্রদ্ধা করে যারা অস্ত্র দিয়ে বিশ্বজয় করতে চেয়েছিলেন? বিশ্বকে কখনো অস্ত্র দিয়ে জয় করা যায়না। অস্ত্র দিয়ে কেবলমাত্র অশান্তি আর রক্তপাতই করা যায়। শান্তি আর সুশাসন স্থাপন করা যায়না। কেউ কখনো পারেনি।

অস্ত্রের ধারে পৃথিবীকে ধ্বংস করা সম্ভব, কিন্তু রক্ষা করা সম্ভব নয়। মানুষ সৃষ্টিশীলতা, মানুষের কীর্তি, গৌরব সব ধ্বংস করা যায় অস্ত্র দিয়ে। যার সবচেয়ে বড় প্রমাণ টুইন টাওয়ার ধ্বংস করে দেয়া। কি লাভ হয়েছিলো এটি করে? নিরীহ মানুষ কে নরক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছিলো মাত্র। যত অস্ত্রের সমাহার বাড়বে ততই মানুষে মানুষে, জাতিতে জাতিতে হিংসা, বিদ্বেষ আর সংঘাত বাড়বে। এবং বাড়ছেও।

ইতিহাসের ঘৃণিত নামগুলো অস্ত্রের কারণেই আজো ঘৃণার সাথে স্মরণ করে মানুষ। হিটলার, মুসোলিনী,চেঙ্গিস খান,হালাকু খা প্রমুখ ব্যক্তিরা অস্ত্র দিয়ে পৃথিবীকে রক্তাক্ত করে দিয়েছেন। মানবতাকে অস্ত্রের কাছে বলী দিয়েছিলেন। মানুষ তাদের ঘৃণা করে। মানবতার চরম শত্রু তারা। পৃথিবীর যত হাহাকার আর কান্না সব তাদের কীর্তি। তারা কখনোই মানুষের ভালোবাসা বা শ্রদ্ধার যোগ্য নয়, করুণার যোগ্যও নয়। শুধুই ঘৃণার যোগ্য।