
18/05/2025
আর পেছন ফিরে তাকানো হবে না!
তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছা গুলোকে আর প্রশ্রয় দেওয়া হবে না! তোমার প্রতি ভালো লাগা গুলো এ মনে এসে আর দলা পাকাবে না!
মনের মাঝে জমে থাকা সকল কথা আর কখনো প্রকাশিত হবে না। তোমাকে ভেবে আর আকাশ দেখা হবে না, তোমার প্রিয় ফুল গুলো বইয়ের ভাজে যত্ন করে আর রাখা হবে না। তোমার প্রিয় রং গায়ে জড়ানো হবে না! আমাদের আর কখনো দেখা হবে না, কথা হবে না, চোখে চোখ রাখা হবে না! কিচ্ছু হবে না আর; কিচ্ছু না! কথা বলতে ইচ্ছা হলেও আর বলা হবে না, চলো না কিছুক্ষণ কথা বলি! হাতে হাত রেখে চির চেনা রাস্তাই আর কখনো হাঁটা হবে না! তোমাকে নিয়ে বেলায় অবেলায় আর স্বপ্ন সাজানো হবে না। খোদার কাছে আকুতি মিনতি কইরা আর কখনো তোমারে চাওয়া হবে না! তোমার নামের সাথে নিজের নাম জড়ানো হবে না! রাত দুপুরে তোমার সাথে কথা বলা হবে না! পড়ন্ত বিকালে তোমার কথা ভেবে চোখের জল ফেলা হবে না, তোমার স্মৃতি গুলো জড়িয়ে ঘুমাতে যাওয়া হবে না! আমার মাঝে তোমার চিটে ফোটাও আর অবশিষ্ট থাকবে না!