ʟᴀʙɪʙ ᴍᴀʜᴍᴜᴅ

ʟᴀʙɪʙ ᴍᴀʜᴍᴜᴅ ``Your Future will be better for you than your past.“

- (Al Quraan-93:4) -ইসলাম ধর্ম আছে বলে!

-পৃথিবীটা এতো সুন্দর!!

মাঝে মাঝে সিজদায় যেয়ে শুধু এজন্য কৃতজ্ঞতার অশ্রু ঝরানো উচিত যে, আপনার একজন রব আছেন, যার কাছে আপনি সব কিছু বলতে পারেন, চা...
27/08/2025

মাঝে মাঝে সিজদায় যেয়ে শুধু এজন্য কৃতজ্ঞতার অশ্রু ঝরানো উচিত যে, আপনার একজন রব আছেন, যার কাছে আপনি সব কিছু বলতে পারেন, চাইতে পারেন।

চরম অসহায় অবস্থায় আকাশের দিকে তাকিয়ে “আল্লাহ” বলে ডাকতে পারা, সিজদায় যেয়ে সব কষ্ট নিংড়ে দিতে পারা এমন এক অনুগ্রহ, যে একবার এর স্বাদ পেয়ে যায়, “হতাশা” শব্দটি তার জীবনে আর আসে না কখনই। যে একবার শিখে যায় তার রবের কাছ থেকে চেয়ে নিতে, বিশ্বাস করুন তার অভিধান থেকে “অভাব” শব্দটি মুছে যায় সেদিনই।

আমার পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা তুলনাহীন বেশি ভাল, যার মনে একবার ঢুকে যায় এ কথা, শত কষ্টেও সে হাসতে পারে, মন থেকে বলতে পারে— আলহামদুলিল্লাহ্।

প্রায় দুইশত কোটি টাকার উপরে পাথর লুট । ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লু/ট চলছে ক্রমাগত। এত সুন্দর একটা পর্যটন স...
12/08/2025

প্রায় দুইশত কোটি টাকার উপরে পাথর লুট । ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লু/ট চলছে ক্রমাগত। এত সুন্দর একটা পর্যটন স্পট এই ভাবে শেষ করে দিল সব লু/টে/রা । পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দার মতে এক বছরে ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুইশত কোটি টাকার অধিক।

ছোটবেলায় বাসার কাছে সাগরতীরে জোয়ারের পরে এদের আটকে থাকতে দেখতাম। বড় হয়ে জেনেছি এটার নাম রাজ কাকড়া বা হর্সশু ক্র‍্যাব। ৪৫...
06/08/2025

ছোটবেলায় বাসার কাছে সাগরতীরে জোয়ারের পরে এদের আটকে থাকতে দেখতাম। বড় হয়ে জেনেছি এটার নাম রাজ কাকড়া বা হর্সশু ক্র‍্যাব। ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়েও এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ার জন্য এদের জীবন্ত জীবাশ্ম হিসেবে গণ্য করা হয়। আর এই জীবন্ত জীবাস্ম সিদ্ধ করে তেল বের করে বিক্রি করতে দেখলাম বরিশাল লঞ্চঘাটে। ধনেশ পাখি গেলো, সান্ডা গেলো, জোঁক-কেচো সবই গেলো এবার আইলো রাজকাকড়া! কিচ্ছু ছাড়বেনা এরা! আর এদেশেরও মানুষও শালা বলিহারী; যৌনশক্তি বাড়াবার ওষুধ বলে এদের কাঁচা গু ও খাওয়ানো যাবে! শালারা এত যৌন সমস্যা নিয়া ২০ কোটি পয়দা করে ফেললো; না থাকলে যে কি করতো! 🥱

©

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন
01811696033

সর্বোচ্চ শেয়ার করে অভিভাবকের কাছে পৌঁছে দিন 🙏

যারা টাঙ্গুরা হাওরে যেতে পারেননি, তারা যেভাবে নিজেদের সান্ত্বনা দেবেন, তা হচ্ছে বর্তমানে মিনিমাম প্রতিদিন ৪২০০ থেকে ৪৫০০...
11/07/2025

যারা টাঙ্গুরা হাওরে যেতে পারেননি, তারা যেভাবে নিজেদের সান্ত্বনা দেবেন, তা হচ্ছে বর্তমানে মিনিমাম প্রতিদিন ৪২০০ থেকে ৪৫০০ পর্যটক হাওর বোটে ঘুরতে যাচ্ছে। প্রতিদিন এত মানুষের বাথরুম অবশ্যই বোটের মাধ্যমে হাওরের পানিতেই যায়, তাই না? তাও মিনিমাম দিনের ভেতরে দুইবার। একটু ভাবুন তো, আপনি পানিতে নেমেছেন, মুখে পানি নিয়ে কুলি করছেন, পানিতে নেমে চা খাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে থেকে হলুদ কালারের মাখন ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে আপনার কেমন ফিল হবে? এবার বলুন, আপনি হাওরের পানিতে আনন্দ করতে যাবেন কিনা?

লেখক - কবি জেবেন্দ্রনাথ ট্যাগর (Jbn)

01/06/2025

বৈষম্য আছে বলেই দুনিয়া চলে।

আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা SMS এলো। তাকিয়ে দেখি.. " আমার এ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে" খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি.... "সবাই শোনো, দিন বদলে গেছে, আমার এ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসে গেছে"।

ঘর থেকে বউ বেরিয়ে বললো, "অত খুশির কি আছে, আমার এ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা দিয়েছে। এই যে মেসেজ দেখ।"

একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, "বেশি উত্তেজিত হয়ো না, আমাদের এ্যাকাউন্টেও ৭৫ লাখ জমা হয়েছে।" আমার খুশি সব উড়ে গেল।

ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম, দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, "ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন?" সে বললো, "মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার। তার এ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসে গেছে।"

তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সেকি! কোনো দোকান পাট খোলা নেই। ওনাদের এ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ এসে গেছে.....।

প্রচন্ড খিদে পেয়েছে ভাবলাম এখানে তো দোকান পাট বন্ধ। সামনের দিকে যাই, ভালো কোন হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন, শপিং মলের সিকিউরিটিও নেই। সবার এ্যাকাউন্টেই ৭৫ লাখ এসে গেছে।

মার্কেটে কেউ নেই।
সবজি ওয়ালা, চা ওয়ালা, সরবত ওয়ালা ফাস্টফুড ওয়ালা কেউ নেই। সব কিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাঙ্কে ৭৫ লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই ৭৫ লাখ টাকা আছে।

আমার এক বন্ধু ফোন করে বললো, "আমি জব ছেড়ে দিয়েছি, আমার এ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা আছে"

আমার এক বড় ভাই ফোন করে বললো,
"আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি"
"আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না"
"আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে"
"নিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না"
"সমীর আর জব খু্ঁজে না"
'শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ"।
সবার এ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা জমা আছে। সবাই এখন বড়লোক।

সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে.....

বিকেলে হাটতে হাটতে মাঠের দিকে গেলাম, কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে। কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার এ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা।

৭ দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে। কেননা, জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিক্যাল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কেননা, খাবার নেই, ডাক্তার নেই। পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে।

মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে। রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে। কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে, "এই ভাই নাও ১০ হাজার টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। দুদিন বাচ্চাটা না খেয়ে আছে।

১০ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়। এই নাও ভাই ৫ লাখ টাকা, "আমাকে ৫ কেজি চাল দাও। ১০ দিন থেকে না খেয়ে আছি।"

সব বাজার হাট বন্ধ হয়ে গেছে। শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই। সবদিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে।
আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি, নাও ভাই নাও ৭৫ লাখ নিয়ে নাও, তবুও কিছু খাবার দাও"।

কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মত। মনে হচ্ছে, মানুষ মানুষকে খাবে।

অচেনা একলোক তাড়া করেছে আমাকে, চিবিয়ে খাবে বলে।
ছুটছি আমি। আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটব?
পড়ে গেলাম হোঁচট খেয়ে. ..মা গো করে চিৎকার করে উঠলাম...

বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে "কি হলো তোমার ? সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো, চোখে মুখে জল দিয়ে আসো। এই তুমি বাচাঁও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোন খারাপ স্বপ্ন দেখছিলে নাকি ?"

আমি বললাম, "না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন"।
গরিব আমরা, কিন্তু ঘরে "দুমুঠো খাবার তো আছে"
"তৃষ্ণার জল তো আছে"
"শিশুরা খেলছে"
"পশুরা মাঠে ঘাস খাচ্ছে"
"দোকানে ভিড় আছে"
"যানবাহন চলছে তো চলছে"
"মানুষের সমাগম চলছে"
"বাগানে ফুল ফুটছে"
প্রকৃতি হাসছে...

অনেকে ভাবে, সৃষ্টিকর্তা কেন ধনী গরীব সৃষ্টি করছে?
সবাইকে তো চাইলে ধন সম্পদ দিতে পারতো। সবাইকে সুখ শান্তি দিতে পারতো। বাস্তবতা হল ধনী গরীব বৈষম্য আছে বলে এখনও পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে।।

সংগৃহীত

গত কয়েকদিন আগে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ছবির  লোকটিকে (হজযাত্রী)  নিরাপত্তা বাহিনীরা বিমানে উঠা হতে আটকে দেয়। তিনি ল...
28/05/2025

গত কয়েকদিন আগে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ছবির লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনীরা বিমানে উঠা হতে আটকে দেয়। তিনি লিবিয়া থেকে মিশর হয়ে মক্কা যাচ্ছিলেন ২০২৫ সালে হজ্জ্ব করার জন্য। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর বিমানের ত্রুটি সেরে নেয়া হয় এবং বিমানের ক্যাপ্টেন এবারো তাকে নিতে অস্বীকৃতি জানায়। তাকে না নিয়ে প্লেন ২ বারের মতো উড়াল দেয়।

কিন্তু বিমানে আবারো যান্ত্রিক ত্রুটির ফলে ফিরে আসতে বাধ্য হয়। এরপর ক্যাপ্টেন বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আমের(ছবির ব্যক্তির নাম) প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।এই ঘটনার পর আমের অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কুদরত এর জন্য শুকরিয়া আদায় করেন। প্লেনের পাইলট ক্রুরা তার সাথে ছবি তুলেন।
পুরো ঘটনাটি কোরআনের একটি আয়াতের কথা মনে করিয়ে দেয়।
"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট"- সূরা আত তালাক:৩

প্লেন তাকে না নিয়ে চলে গিয়েছে কিন্তু তবুও তিনি আল্লাহর উপর ভরসা করেছেন এবং বিশ্বাস করেছেন আল্লাহই ব্যবস্থা করবেন, প্লেন ফিরে আসে তবে তাকে না নিয়ে আবারো উড়াল দেয়, তবুও তিনি আল্লাহর উপর ভরসা করেছেন, অবিচল বিশ্বাস রেখেছেন। ফলাফল প্লেন আবারো ফেরত এসেছে এবং ক্যাপ্টেনই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন এই যাত্রীকে না নিয়ে তিনি প্লেনই উড়াবেন না।

আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা করতে জানলে আল্লহই আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী।

পুরুষ মানুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, যুদ্ধের ময়দানে বুক চিতিয়ে লড়াই করতে পারে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর,...
07/05/2025

পুরুষ মানুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, যুদ্ধের ময়দানে বুক চিতিয়ে লড়াই করতে পারে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!

𝑨𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒊𝒏𝒌 𝒊𝒕’𝒔 𝒕𝒉𝒆 𝒆𝒏𝒅, 𝒕𝒉𝒆𝒏 𝑨𝒍𝒍𝒂𝒉 𝒇𝒊𝒙𝒆𝒔 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒇𝒐𝒓 𝒚𝒐𝒖.
23/04/2025

𝑨𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒊𝒏𝒌 𝒊𝒕’𝒔 𝒕𝒉𝒆 𝒆𝒏𝒅, 𝒕𝒉𝒆𝒏 𝑨𝒍𝒍𝒂𝒉 𝒇𝒊𝒙𝒆𝒔 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒇𝒐𝒓 𝒚𝒐𝒖.

বাংলাদেশ যা যা শিক্ষা দিচ্ছে... 1️⃣তোফাজ্জল:- যেখানে সেখানে খাওয়া যাবে না। 2️⃣ পারভেজ:- যেখানে সেখানে হাসা যাবে না।পরের ...
21/04/2025

বাংলাদেশ যা যা শিক্ষা দিচ্ছে...
1️⃣তোফাজ্জল:- যেখানে সেখানে খাওয়া যাবে না।
2️⃣ পারভেজ:- যেখানে সেখানে হাসা যাবে না।
পরের দিন হয়তো আমরা আরেক উদাহরণ হবো! 🥲

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ʟᴀʙɪʙ ᴍᴀʜᴍᴜᴅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share