SF Media 24

SF Media 24 SF Media 24 is committed to give you the latest, updated and more interesting news, entertainment and video news.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এর শপথ অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ বোরকা পড়া আপুরা জয়ী৷
27/10/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এর শপথ অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ বোরকা পড়া আপুরা জয়ী৷

সকাল থেকে দেখতেছি..এই ভিডিও টা দেখে অনেকেই হা-সি-ঠা-ট্টা করছেন কারণ না জেনেই..এই স্কুলের একটা মেয়ের ক্যা-ন্সা-র হওয়ার পর...
25/10/2025

সকাল থেকে দেখতেছি..এই ভিডিও টা দেখে অনেকেই হা-সি-ঠা-ট্টা করছেন কারণ না জেনেই..
এই স্কুলের একটা মেয়ের ক্যা-ন্সা-র হওয়ার পর তার সব চুল কে-টে ফেলছিলো..তাই সে ল-জ্জা-য় আসতে চায়-নি স্কুলে..পড়ে স্কুলের সকল স্টুডেন্ট তাদের চুল কে-টে মাথা ন্যা-রা করে ফেলছে..একটু শুধু ভাবেন কত মহত্ত্ব দেখায়ছে তারা..আর আমরা মজা নিচ্চি 🙂

প্রবাসীর স্ত্রী,স্বীকৃতি পেতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান
25/10/2025

প্রবাসীর স্ত্রী,স্বীকৃতি পেতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান

নদীতে ভলিবল খেলে আসলাম আজকে! এরকম খেলা কোনো দিন দেখেছেন আপনারা??
24/10/2025

নদীতে ভলিবল খেলে আসলাম আজকে!
এরকম খেলা কোনো দিন দেখেছেন আপনারা??

শাবক মারা গেছে। মানতে পারছেন না মা। তাই তো তিন দিন ধরে শাবকের পাশে এক নাগাড়ে দাঁড়িয়ে আছেন মা। নাওয়া নেই, খাওয়াও নেই। শোক...
24/10/2025

শাবক মারা গেছে। মানতে পারছেন না মা। তাই তো তিন দিন ধরে শাবকের পাশে এক নাগাড়ে দাঁড়িয়ে আছেন মা। নাওয়া নেই, খাওয়াও নেই। শোক প্রকাশের জন্য বন বিভাগের লোকজনও কোন প্রকার ডিস্টার্ব না করার সিদ্ধান্ত নিয়েছে। কাপ্তাই লেকে পড়ে শাবকটি মারা যায়। হালকা গোলাপি রঙের অতি বিরল হস্তিশাবকটির বয়স প্রায় ৯ মাস। এটি এশিয়ান প্রজাতির।

আহা মা, বাচ্চার শেষ সময়ে পানি থেকে তুলে বাঁচাতে না পারার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে 💔

এভাবেই সেই ইমামকে পায়ে শিকল বেঁধে ফেলে রাখা হইসে। কী কারণে, কী উদ্দেশ্যে? কাজটি করেছে ইসকনের হিন্দু-ত্ব-বাদী জ-ঙ্গী সন্...
23/10/2025

এভাবেই সেই ইমামকে পায়ে শিকল বেঁধে ফেলে রাখা হইসে। কী কারণে, কী উদ্দেশ্যে? কাজটি করেছে ইসকনের হিন্দু-ত্ব-বাদী জ-ঙ্গী সন্ত্রা--সীরা।
এরপরেও কিছু অবলা পোলাপান বলবে—এদেরকে নিয়ে কিছু বলবেন না। বললে সাম্প্রদায়িক দাঙ্গা বেজে যাবে। এদের কথা হল, সবাই চুপ করে যান। এদেরকে এদের কাজ করতে দেন। মেরে গুম করে দিক।

তুমি না ম'রলে আমি মাহিরের হবো না,,'জোবায়েদ তখনো মা'রা যায়নি। বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল ব...
21/10/2025

তুমি না ম'রলে আমি মাহিরের হবো না,,

'জোবায়েদ তখনো মা'রা যায়নি। বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না ম'রলে আমি মাহিরের হবো না। বর্ষা তার মৃ'ত্যু কনফার্ম করে যায়। তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায় নি।

এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু। দুইদিকেই সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি। বর্ষা মাহিরকে বলে, জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না। বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েরকে হ'ত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন। ঘটনার দিন মাহির জোবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে। জোবায়েদ জানায়, আমি সরে আসবো কেন। তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়। এরপর এ হ'ত্যাকান্ড।'

-ডিএমপির ব্রিফিং

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহিরজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে ...
20/10/2025

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে (২১) পছন্দ করতেন তার প্রাইভেট ছাত্রী। এই ঘটনা জেনে যায় মেয়ের বয়ফ্রেন্ড মাহির রহমান (১৯)। তার সঙ্গে বর্ষার ক্লাস ফোর থেকে ৯ বছরের প্রেম ছিল।

জোবায়েদকে পছন্দ করায় সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে জোবায়েদকে হত্যা করে তার বয়ফ্রেন্ড। সেই বয়ফ্রেন্ডে মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ততে পড়াশোনা করে। বাসা বর্ষার এলাকা আরমানীটোলায়।

ঢাকা সদরঘাটে লঞ্চে আগুন 🙂
19/10/2025

ঢাকা সদরঘাটে লঞ্চে আগুন 🙂

প্রবাসীর বাক্সব'ন্দি লা'শ বিমানবন্দরের কার্গোতে ছিল!শাহজালাল বিমানবন্দরের যেই যায়গায় অ'গ্নি'কা'ণ্ড ঘটেছে সেই কার্গো এলাক...
18/10/2025

প্রবাসীর বাক্সব'ন্দি লা'শ বিমানবন্দরের কার্গোতে ছিল!

শাহজালাল বিমানবন্দরের যেই যায়গায় অ'গ্নি'কা'ণ্ড ঘটেছে সেই কার্গো এলাকায় একজন প্রবাসী বা'ক্স'ব'ন্দি লা'শ এসেছিল।

পরিবার অপেক্ষা করছে তাদের প্রিয়জনের লা'শ'টা দা'ফ'ন করবে বলে অথচ তারা এখন জানেন না সেই বা'ক্স'ব'ন্দি লা'শে'র কি অবস্থা।

আল্লাহ সহায় হোন। 💔🤲🏻🥺

এয়ারপোর্টে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের কার্গো ইয়ার্ডে আ'গু'ন। ইয়া রব সবাইকে হেফা'জত করুন। 💔🤲🏻
18/10/2025

এয়ারপোর্টে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের কার্গো ইয়ার্ডে আ'গু'ন। ইয়া রব সবাইকে হেফা'জত করুন। 💔🤲🏻

প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এর তাপ অনুভব হচ্ছে।দোয়া ছাড়া আর কোন পথ নেই। 💔🤲🏻🥹
16/10/2025

প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এর তাপ অনুভব হচ্ছে।
দোয়া ছাড়া আর কোন পথ নেই। 💔🤲🏻🥹

Address

Nischintapur, Post/Nischintapur Bazar, Matab Uttar
Chandpur
3640

Telephone

+8801409837552

Website

Alerts

Be the first to know and let us send you an email when SF Media 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SF Media 24:

Share