
29/08/2024
আসসালামুয়ালাইকুম, বন্ধু সমাজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন , ধন্যবাদ ও শুভেচ্ছা ।
আলহামদুলিল্লাহ,,,, আমাদের ত্রান ও ফান্ড কালেকশনের কাজ চলবে।। আল্লাহপাক আমাদের এ প্রচেষ্টা কবুল ও সপল করুন।আমীন।
সকল সদস্য দেরকে জানাই অশেষ ধন্যবাদ, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন , আমাদের এই উদ্যোগ কে সপল করার জন্য । দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তাদের কে জানাই আন্তরিক সাদুবাদ ।
১। বর্তমান বন্যা দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় কাপড়, শুকনা খাবার, ও আর্থিকভাবে সামান্য সহায়তা করার জন্য আগামী শুক্রবার পর্যন্ত এই ফান্ড কালেকশনের প্রচেষ্টা চলবে।।
২। বন্যা পরবর্তী জীবন আরও দুর্বিসহ। কলের, ডায়রিয়া, চর্মরোগ সমস্যা ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়ে থাকে। এ ব্যাপারে পরবর্তীতে আমরা আবার পদক্ষেপ নিতে পারব ইনশাআল্লাহ।