The Daily Chandpur Darpan Page দৈনিক চাঁদপুর দর্পণ পাতা

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • The Daily Chandpur Darpan Page দৈনিক চাঁদপুর দর্পণ পাতা

The Daily Chandpur Darpan Page দৈনিক চাঁদপুর দর্পণ পাতা জেলার সরাসরি প্রথম দৈনিক পত্রিকার পাতা

07/06/2025
🧊 A23A: বরফের এক দৈত্য, যা ধীরে ধীরে এগিয়ে আসছে... ❄️পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যা নীরবে গঠিত হয়, নীরবে ...
05/06/2025

🧊 A23A: বরফের এক দৈত্য, যা ধীরে ধীরে এগিয়ে আসছে... ❄️

পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যা নীরবে গঠিত হয়, নীরবে বড় হয়, এবং একদিন বিশালতা নিয়ে হাজির হয় মানুষের সামনে। ঠিক তেমনই এক শীতল দানবের নাম — A23a iceberg। দেখতে নিস্তরঙ্গ ও নীরব, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক অমোঘ বার্তা।

📍 A23a কী?

A23a হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বরফখণ্ড (iceberg)। এটি তৈরি হয়েছিল বহু বছর আগে — ১৯৮৬ সালে, যখন এটি অ্যান্টার্কটিকার Filchner Ice Shelf থেকে ভেঙে পড়ে। তখন থেকেই এটি শান্তভাবে একটি জায়গায় আটকে ছিল, কোনো সাড়াশব্দ না করেই। ঠিক যেন ঘুমিয়ে থাকা কোনও দৈত্য।

🧭 এর আকার কতটা বিশাল?

এই বরফখণ্ডের আয়তন শুনলে চমকে যেতে হয়:

🔹 আয়তন: প্রায় ৩,৫০০ বর্গকিলোমিটার
🔹 যা প্রায় লন্ডন শহরের ছয়গুণ বড়!
🔹 ওজন: প্রায় ১ ট্রিলিয়ন টন বরফ!
🔹 গড় পুরুত্ব: প্রায় ৪০০ মিটার

এত বড় এক বরফের দানব, যা জাহাজ, সমুদ্র পথ — এমনকি উপগ্রহ ছবি থেকেও বিশাল এক সাদা দাগের মতো দেখা যায়।

🌊 হঠাৎ নড়ে উঠল দানব...

২০২০ সালের শেষ দিকে ঘটে গেল আশ্চর্য এক ঘটনা। A23a, ৩৭ বছর ধরে স্থির থাকার পর, হঠাৎ করে চলতে শুরু করে। বিজ্ঞানীরা বিস্মিত। এত বড় ও ভারী একটি বরফখণ্ড কীভাবে একদিন হঠাৎ করে নিজেই ভেসে ওঠে?

তাদের মতে, বরফের নিচে থাকা পানি গলে গলে বরফখণ্ডকে উত্তোলন করে ফেলেছে — এবং সেইসঙ্গে সামুদ্রিক স্রোতের টানে সেটি আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে চলেছে।

😱 এখন ভয়টা কোথায়?

ভয়ের কারণ দুটো:

🔸 সমুদ্রপথের বিপদ: A23a যেভাবে এগোচ্ছে, তাতে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে এর উপস্থিতি রীতিমতো ভয়ানক হতে পারে। টাইটানিকের কথা মনে আছে তো?

🔸 দক্ষিণ জর্জিয়া দ্বীপের বিপদ: এই বিশাল বরফখণ্ড যদি দক্ষিণ জর্জিয়া দ্বীপের আশেপাশে আটকে যায়, তাহলে সেখানকার পশু-পাখি বিশেষ করে পেঙ্গুইন ও সিলদের খাবারের জন্য সমুদ্রে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তার মানে — প্রাকৃতিক ভারসাম্যের হুমকি।

জলবায়ু পরিবর্তন, বরফ গলতে থাকা, সাগরের উষ্ণতা বৃদ্ধি—সবই মিলে একদিন হয়তো আরও শত শত A23a জন্ম নেবে। এবং তারা হয়তো শুধু ভাসবে না, ধেয়ে আসবে...

#চাঁদপুর #চাঁদপুরদর্পণ

04/06/2025
31/05/2025

দীর্ঘ ৪ বছর ধরে বৃদ্ধা মাকে বাড়ির মুরগীর খোপে থাকতে দেন সন্তানেরা, এখনকার বন্যার পানিতেও থাকছেন ছোট্ট এই খোপে! সকালে এই অবস্থায় রেখে সন্তান ও পুত্রবধূরা যে যার যার মতো কাজে চলে যান আর অনাহারে মানুষের ধারে ধারে ঘুরে খেয়ে না খেয়ে দিন পার হয় এই মায়ের 🙂
ঘটনাস্থল - গ্রাম দক্ষিন লাউকাঠি, ইউনিয়ন -লাউকাঠি, পটুয়াখালী সদর।
সূত্র-পটুয়াখালী নিউজ।


30/05/2025

চাঁদপুর ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক। তবে চাঁদপুর - নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

29/05/2025
29/05/2025
গা*যা*বা*সী এতোদিন বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করতে করতে একপর্যায়ে তারা কেবল কা*ফ*নের কাপড়টুকু চেয়েছে। অবশেষে দীর্ঘ ...
27/05/2025

গা*যা*বা*সী এতোদিন বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করতে করতে একপর্যায়ে তারা কেবল কা*ফ*নের কাপড়টুকু চেয়েছে। অবশেষে দীর্ঘ আড়াই মাস পর আজ গা*যা*য় মাত্র পাঁচ ট্রাক মানবিক সহায়তা ঢুকেছে।

তন্মধ্যে দুই ট্রাকই ছিলো কা*ফ*নের কাপড়!

Address

Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Chandpur Darpan Page দৈনিক চাঁদপুর দর্পণ পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Chandpur Darpan Page দৈনিক চাঁদপুর দর্পণ পাতা:

Share