সুবিদপুর বাশী - Subidpur Basi

সুবিদপুর বাশী - Subidpur Basi " আমরা সুবিদপুর গ্রামের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি"

একট শোক সংবাদ,,দক্ষিন সুবিদপুর মোল্লা বাড়ির নিবাসী জনাব আব্দুল মালেক মোল্লা সাহেব গতকাল রাতে আনুমানিক ১০ ঘঠিকার সময় মরহু...
04/04/2025

একট শোক সংবাদ,,
দক্ষিন সুবিদপুর মোল্লা বাড়ির নিবাসী জনাব আব্দুল মালেক মোল্লা সাহেব গতকাল রাতে আনুমানিক ১০ ঘঠিকার সময় মরহুমের নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।
"ইন্না-লিল্লাহে ওয়া-ইন্না ইলাহি রাজিউন"
মরহুমের "জানাজার" নামাজ আজ "শুক্রবার বাদ জুমার নামাজের" পর মরহুমের বাড়িতে অনুষ্ঠিত হইবে। সকল ধর্মপ্রাণ মুসলমানে মরহুমের জানাযার নামজে অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাঘফিরত কামনা করার আহবান জানানো যাচ্ছে।।
মহান আল্লাহ পাক উনার জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক.. আমিন🤲

With Makshud Alam – I just got recognized as one of their top fans! 🎉
04/03/2025

With Makshud Alam – I just got recognized as one of their top fans! 🎉

শোক সংবাদ সুবিদপুর নিবাসী খান বাড়ির ইদ্রিস স্যারের বড় ছেলে মাহবুব খান সৌদি আরবের কর্মস্থলে কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত...
04/03/2025

শোক সংবাদ
সুবিদপুর নিবাসী খান বাড়ির ইদ্রিস স্যারের বড় ছেলে মাহবুব খান সৌদি আরবের কর্মস্থলে কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
"ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করে..আমিন।।

শোক সংবাদ,সুবিদপুর দৌলত খাঁন বাড়ি জনাব আনোয়ার হোসেন খান অদ্য সকাল ৯.০০ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না...
25/02/2025

শোক সংবাদ,
সুবিদপুর দৌলত খাঁন বাড়ি জনাব আনোয়ার হোসেন খান অদ্য সকাল ৯.০০ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
মরহুমের মৃত্যুতে Subidpur Society - সুবিদপুর সোসাইটি এর পক্ষে থেকে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

#সকাল #এর

01/02/2025

কেউ পোস্টটি এড়িয়ে যাবেন না।সহায়তা করুন,না পারলে অন্তত খোজখবর নিন!
ভাইয়ের পায়ের অবস্থা ভয়াবহ খারাপ,বয়স কত হবে ৪০ এর কম বেশি।
উনি কে,চিনতে পারছেন?
আমাদের সকলের প্রিয় মালেক ভাই।ভাই বছর দুয়েক ধরে ভীষন অসুস্থ,আর্থিক অবস্থাও ভীষন হতাশাজনক।নওসার বাড়ি স্কুল মাঠে খেলা মানেই মালেক ভাইয়ের চা সিংগারা কিংবা ডালপুরি খাওয়া।ভাই অত্যন্ত ভালো মানুষ।আমাদের সকলের উচিত ভাইয়ের জন্য এগিয়ে আসা।সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
মহান আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।আমিন।
আমাদের সকলের উচিত এমন অসুস্থ ভাইদের অন্তরিকতার সহিত খেয়াল রাখা।
পরবর্তী পোস্ট পেতে,
সবাই আমার ৩নং সুবিদপুর পেজে লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে একটিব থাকুন।

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক...
19/01/2025

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি
টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে
সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় ঈশ্বরকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন।
😌❤️😌

সংগৃহীত

29/11/2024
মহান আল্লাহ পাক যেন স্যার কে সুস্থতা এবং নেক হায়াত দান করুক..আমিন🤲
17/11/2024

মহান আল্লাহ পাক যেন স্যার কে সুস্থতা এবং নেক হায়াত দান করুক..আমিন🤲

ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় ৬ টি শূন্যপদে (এম পিও ভুক্ত) আবেদন করতে পারবেন..
11/11/2024

ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় ৬ টি শূন্যপদে (এম পিও ভুক্ত) আবেদন করতে পারবেন..

শোক সংবাদঃসুবিদপুর নিবাসি আলীর বাড়ির আব্দুল কাদির সাহেব গত রাত আনুমানিক ৯ ঘঠিকার স্ট্রোক করে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল কর...
21/10/2024

শোক সংবাদঃ
সুবিদপুর নিবাসি আলীর বাড়ির আব্দুল কাদির সাহেব গত রাত আনুমানিক ৯ ঘঠিকার স্ট্রোক করে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।
"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিওন"
মহান আল্লাহ পাক যেন মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসীব করে.. আমিন🤲

Address

Subidpur, Faridgonj
Chandpur
3610

Alerts

Be the first to know and let us send you an email when সুবিদপুর বাশী - Subidpur Basi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুবিদপুর বাশী - Subidpur Basi:

Share