Yasin arafat

Yasin arafat আমার জন্য আল্লাহই যথেষ্ট।😎
আল্লাহর উপর ভরসা রাখুন 🤲
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।😊
❤️ Allah ♥️

দরুদ পড়েছেন তো⁉️দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা না...
31/05/2025

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

"পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্যে নয়।"         — মাওলানা ভাসানী।৪৮ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্র...
17/11/2024

"পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি
দিল্লির দাসত্ব করার জন্যে নয়।"
— মাওলানা ভাসানী।

৪৮ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

17/11/2024

হিজবুল্লাহর কিরিয়াহ সামরিক ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ

হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের কেন্দ্রীয় তেল আভিভে অবস্থিত কিরিয়াহ সামরিক ঘাঁটিতে কাদের-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ভিডিও প্রকাশ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলি গোপন ভূগর্ভস্থ স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এগুলো প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম, যা ইসরায়েলের গভীরে যেকোনো যায়গায় আঘাত হানতে পারে। (hn/3)

🌐 টেলিগ্রাম : https://t.me/Muslim_Persecution

এই সেই জয় দত্ত Joy Duttaযে কিনা প্রকাশ্যে আমাদের প্রানপ্রিয় রাসুল(সা:) এর শানে গোস্তাখি করে গেছে। আমাদের এক ভাইকে সে বলছ...
17/11/2024

এই সেই জয় দত্ত Joy Dutta
যে কিনা প্রকাশ্যে আমাদের প্রানপ্রিয় রাসুল(সা:) এর শানে গোস্তাখি করে গেছে। আমাদের এক ভাইকে সে বলছে, যদি রাসুল(সা:) গালি দিতে পারলে ওদের গ্রুপে জয়েন দিতে পারবেন।
সে Voice Of Bangladeshi Hindu টুইটার একাউন্ট হ্যান্ডেল করে।
আমি বাংলাদেশের প্রত্যেক মুসলিম ভাইদের উদ্দেশ্য করি বলছি এরে হ'ত্যা করা ফরজে আইন।
ওর গ'র্দা'ন শ'রি'র থেকে নামানো আমাদের উপরে ফরজে আইন।

সে বর্তমানে ঢাকায় আছে, যে কোন সময় পালিয়ে যেতে পারে ভারতে।

আমাদের কাছে আরো অনেক তথ্য আছে। ইনশাআল্লাহ এইটা নিয়ে পোস্ট হবে।

13/09/2024

সুরা মুজাম্মিলের অসাধারণ তাফসির┇বারবার শুনতেই মন চায়┇M***i Mustakunnabi Kase_Full-HD

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১ ব...
27/07/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS

23/06/2024

প্রতিদিন কি কি জিকির করবেন জেনে নিন _ মুফতী মুস্তাকুন্নবী কাসেমী _ নতুন ওয়াজ_Full-HD 2024

゚viralシ ゚

With Farhan Ahmed Jovan – I just got recognised as one of their top fans! 🎉
22/06/2024

With Farhan Ahmed Jovan – I just got recognised as one of their top fans! 🎉

22/06/2024

আয়াতুল কুরসির গোপন রহস্য _ যা আগে কখনো শুনেন নি _ মুফতী মুস্তাকুন্নবী কাসেমী_Full-HD 2024

゚viralシ ゚

06/06/2024

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফজিলত _ মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ _ M***i Arif bin Habibi
゚viralシ ゚

Address

Chandpur
Chandpur
3622

Alerts

Be the first to know and let us send you an email when Yasin arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category