আমাদের চাঁদপুর

আমাদের চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর এ স্বাগতম আপনাকে, ফলো দিয়ে সাথেই থাকবেন আশা করি💝💝
(1)

03/08/2025

মেঘনা পারে তাজা মাছের সমারোহ 🌸🥀

#লোকেশন লালপুর, চাঁদপুর

02/08/2025

আমাদের চাঁদপুর ❤️

আহ্ কি নির্মম সংবাদ।বাবার মৃত্যুর কয়েক ঘন্টার পর ছেলের ও মৃত্যু।উত্তর ডিঙ্গাভাঙ্গা (মতলব দঃ চাঁদপুর) খাঁন বাড়ী নিবাসী মো...
28/07/2025

আহ্ কি নির্মম সংবাদ।
বাবার মৃত্যুর কয়েক ঘন্টার পর ছেলের ও মৃত্যু।
উত্তর ডিঙ্গাভাঙ্গা (মতলব দঃ চাঁদপুর) খাঁন বাড়ী নিবাসী মোঃ আবুল হাশেম খাঁন ভোর ৪:৪০ইন্তেকাল করেছেন আর কিছুক্ষণ পরে তার বড় ছেলে মোঃ সুলাইমান খাঁন মতলবের বাজারের ব্যবসায়ী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)
শোকগ্রস্ত পরিবারকে শোক সহিবার তাওফীক দান করুন🤲

27/07/2025

আমিরাবাদ লঞ্চ ঘাট 🛳️
মতলব উত্তর চাঁদপুর....

25/07/2025

#সংশোধিত_আপডেট
26/7/2025 শনিবার হাজিগঞ্জ বাজারের দক্ষিণ পাস বন্ধ থাকবে উত্তর পাশ খোলা থাকবে।

20/07/2025

প্রকৃতি কখনো কথা বলে না, তবুও তার নীরবতা হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি এনে দেয়।🌷❤️

#লোকেশন তিন নদীর মোহনায়, চাঁদপুর

চাঁদপুর নতুন লঞ্চ ঘাট,, #চাঁদপুর আমাদের চাঁদপুর
18/07/2025

চাঁদপুর নতুন লঞ্চ ঘাট,, #চাঁদপুর আমাদের চাঁদপুর

17/07/2025

তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর
ভাসিয়া রহিতাম হইয়া শেউলা...🤍

17/07/2025

চাঁদপুর এই জায়গাটিতে যারা এখনো ঘুরতে যাননি, সুযোগ পেলে অবশ্যই একদিন ঘুরে আসবেন, জায়গাটি খুবি সুন্দর এবং মনমুগ্ধকর।

ঢাকা মহানগরীর ২ টি ভাগ রয়েছে : ১.পুরান ঢাকা২.নয়া ঢাকাঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠা এক প্রাচীন নগরী। বুড়িগঙ্গা র নিকটে...
14/07/2025

ঢাকা মহানগরীর ২ টি ভাগ রয়েছে :
১.পুরান ঢাকা
২.নয়া ঢাকা

ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠা এক প্রাচীন নগরী। বুড়িগঙ্গা র নিকটের অঞ্চল গুলো হচ্ছে পুরান ঢাকা
দূরের অঞ্চল গুলো নয়া ঢাকা।

বুড়িগঙ্গা র নিকটের অঞ্চল গুলোর মধ্যে রয়েছে।
গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী,নারিন্দা,কোতওয়ালী, বংশাল, লালবাগ, চকবাজার, হাজারীবাগ,আজিমপুর, কামারঙ্গীর চর।

ঢাকার পশ্চিমে রয়েছে
মোহম্মদপুর, ধানমন্ডি, রায়েরবাজার, শাহবাগ,রমনা।

আদি ঢাকা / পুরান ঢাকা য় রয়েছে নানান রকম বৈচিত্র্য। পুরান স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিখ্যাত ব্যক্তি, বিচিত্রময় পেশা, বাহারী খাবার, নানান রকমের ধর্মীয় আচার - অনুষ্ঠান, নানান জাতি, ধর্ম, বর্ণের মানুষের উৎসব। রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি।

সুলতানী- মুঘল- ব্রিটিশ- পাকিস্তান আমলের বেশ কিছু পুরান স্থাপনা আজও ঠাঁয় দাড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

এখানে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য রয়েছে
বিনত বিবি মসজিদ যা ১৪৫৭ খ্রিষ্টাব্দে নির্মিত।

হিন্দু ধর্মালম্বী দের জাতীয় মন্দির ঢাকেশ্বরী
খ্রিষ্টান ধর্মালম্বী দের ১৭৮১ খ্রিষ্টাব্দে নির্মিত আর্মেনিয়াম চার্চ, ২০৬ বছরের পুরান সেন্ট থমাস চার্চ।

ঢাকায় সুলতানী আমলের ৩ টি স্থাপনার খোঁজ রয়েছে।
১. বিনত বিবির মসজিদ
২.মান্ডা মসজিদ বর্তমান নাম নন্দু ব্যাপারী মসজিদ
৩.নাসাওয়ালা গলির মসজিদ ( গির্দা উর্দু রোডে)

মুঘল আমলের ও বেশ কিছু স্থাপনা রয়েছে। যেমন :
১. লালবাগ কেল্লা
২. কেল্লা শাহী মসজিদ
৩. খান মোহম্মদ মির্ধা মসজিদ
৪. খাজা শাহবাজ মসজিদ
৫. হোসনী দালান
৬. সাত মসজিদ
৭. ধানমন্ডি ঈদগাহ
৮.অজানা সমাধী
৯. বিবিকা রওজা
১০. আম্বর শাহ শাহী মসজিদ
১১. চকবাজার শাহী মসজিদ
১২. বেগম বাজার শাহী মসজিদ
১৩.বড় কাটরা, ছোট কাটরা, ওয়াচ টাওয়ার
১৪. নলগোলা শাহী মসজিদ
১৫.শায়েস্তা খাঁ মসজিদ

মুঘল শাসন আমলে আদি ঢাকা ছিল বেশ গোছানো।
১৬১০ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করেছিলেন।
সুবাহদার ইসলাম খান তাঁর সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন #জাহাঙ্গীরনগর ✌️

ব্রিটিশ শাসন আমলের ও বেশ কিছু স্থাপনা এখনও রয়েছে কালের সাক্ষী হয়ে। যেমন :
১. আহসান মঞ্জিল
২.রূপলাল হাউজ
৩. কার্জন হল
৪. কসাইটুলী মসজিদ
৫. তারা মসজিদ
৬. লাল কুঠি
৭. রোজ গার্ডেন
৮. জগন্নাথ কলেজ
৯. মিটফোর্ড হাসপাতাল
১০.ভিক্টোরিয়া পার্ক
১১. মোহসিনীয়া মাদ্রাসা
১২.বলধা গার্ডেন
১৩.শঙ্কনিধি হাউজ
১৪.আর্মানীটোলা হাই স্কুল

এছাড়াও কিছু উল্লেখ যোগ্য স্থান রয়েছে, যেমন:
শক্তি ঔষধালয়, সাধনা ঔষধালয়, নিমতলী দেউরী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা গেট, ঢাকা কলেজ, কলেজিয়েট স্কুল, পোগোস স্কুল, বিউটি বোর্ডিং, আফগান দূর্গ, বর্ধমান হাউজ, রেবতী লজ, মঙ্গলাবাস,
সেন্ট গ্রেগরিজ স্কুল & কলেজ, রাজা রাম মোহন রায় পাঠাগার, গুরু দুয়ারা ননাক শাহী, হাজ্বী বেগ মসজিদ, কাজী বাড়ি এস্টেট, ইউসুফ ক্যাসেল, আব্দুল্লাহ জামে মসজিদ, খ্রিষ্টান কবরস্থান, রমনা কালী মন্দির, লক্ষ্মী ভিলা, ব্রাহ্ম সমাজ, বাঘ বাড়ি, মূসা খা মসজিদ, মরিয়ম বিবি মসজিদ, সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, গোর ই শহীদ মসজিদ, আজিমপুর দায়রা শরীফ, বিবি মরিয়ম কামান, নবাব ছোট্টান হাউজ, দিলকুশা মসজিদ,বড় ভাট মসজিদ, ইত্যাদি।

পুরান ঢাকা 🖤
শত বছর আগে ই ছিল নদী কেন্দ্রীক ব্যবসা বানিজ্যের জমজমাট অঞ্চল। পর্তুগীজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসী, সহ পৃথিবীর নানান জাতি এখানে এসেছে ব্যবসা বানিজ্যের আশায়।

12/07/2025

মতলব বাইপাস সড়কের অসাধারণ সৌন্দর্য, আপনাকে মুগ্ধ করে রাখবে ~🌹🌸

#লোকেশন বাইপাস সড়ক, মতলব দক্ষিণ চাঁদপুর

10/07/2025

আজকের আকাশে ঝড়ের সাথে বৃষ্টির যে সমীকরণ, তার চেয়ে বেশি তোমার মনের সাথে আমার মনের সমীকরণ।🌸❤️

#লোকেশন মতলব সেতু, বাইপাস সড়ক, মতলব দক্ষিণ, চাঁদপুর

Address

Chandpur
3630

Telephone

+8801829270711

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের চাঁদপুর:

Share