08/01/2026
সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বালিয়ায় শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল উপহার।
মানবতা বেঁচে থাকুক প্রতিটি নি:শ্বাসে এ স্লোগান কে ধারন করে সুখী সমৃদ্ধ মানবিক সমাজ বির্নিমানে অঙ্গীকারবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
স্বেচ্ছাসেবী সংগঠন সুরক্ষা ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৭-১-২৬) চাঁদপুর জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। সুরক্ষা ফাউন্ডেশন চেয়ারম্যান মো: মনির হোসেন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার, চাঁদপুর সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুর রহমান সহকারী সমাজসেবা অফিসার, চাঁদপুর সদর উপজেলা এবং এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরক্ষা ফাউন্ডেশন চেয়ারম্যান মো: মনির হোসেন সজীব, নির্বাহী সচিব মো: হাবিবুর রহমান খান,অর্থ সচিব আ: মান্নান তালুকদার, সাংগঠনিক সচিব মো: মাহাবুব আলম, ও সদস্য মো: মনির হোসাইন। কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন সম্মানিত সদস্য মো: সাইফুল ইসলাম। সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম বলেন- সমাজে ভালো মানুষের বড় অভাব এ ধরনের আয়োজন যারা করে তারা নি:সন্দেহে ভালো মানুষ। সবার সহায়তায় সুরক্ষা ফাউন্ডেশনর এ মানবিক কর্মকান্ডের মাধ্যমে সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। সদর উপজেলা সহকারী সমাজসেবা অফিসার শফিকুর রহমান বলেন - উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্ঠায় সুরক্ষা ফাউন্ডেশন একদিন আস-সুন্নাহ মত সারা দেশে এমন মানবিক কাযর্ক্রম করবে বলে আমি বিশ্বাস করি ।