Chill time

Chill time Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chill time, Video Creator, Dubai.

30/05/2025

( #সত্য_ঘটনা_অবলম্বনে)
#তাক্বদির
বিয়ের ১৪ বছর পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিলেন। আমাদের একবার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। তারপর আর কোনো সন্তান হয় নি। আমরা ছিলাম সবচেয়ে ভালো স্বামী-স্ত্রী। আমাদের মধ্যে মিল-মহব্বত এতটাই দৃঢ় ছিল যে, একে-অপরকে ছাড়া থাকতে পারতাম না। নিঃসন্তান হওয়া সত্ত্বেও আমরা অনেক ভালো ছিলাম। কিন্তু, লোকেরা এটাই গ্রহণ করতে পারল না।
বাচ্চাকাচ্চা নেই, কেন আমাদের মধ্যে এতো ভালোবাসা থাকবে? একদল আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। আরেকদল বলল আমাকে ডিভোর্স দিতে। দেখা হলেই সবাই বাচ্চা নিয়ে নানানভাবে খোঁচা দিত। আমার স্বামী কাতার প্রবাসী ছিলেন। যখন দেখলেন গ্রামের মানুষ অতিরিক্ত কানপড়া দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলছে, তখনি একেবারের জন্য দেশে চলে আসেন। সারাক্ষণ আমার পাশে থাকতেন। আমাকে বলতেন ধৈর্য্য ধরার কথা। আমরা অনেক চিকিৎসা করেছি। কিন্তু, দু'জনের কারোর কোনো সমস্যা পাওয়া যায় নি। দেশে চলে আসায় মানুষগুলো ও ভয়ে আরকিছু বলাবলি করতে পারছিল না।

কয়েকমাস পর সবাই বাহিরে চলে যাওয়ার জন্য কানপড়া দিতে লাগল। তাদের ভাষ্যমতে একজন সুস্থ-সবল পুরুষ কেন কাজকর্ম ছেড়ে ঘরে বসে বসে খাবে? লোকেদের কথায় টিকতে না পেরে আবারও তিনি চলে গেলেন। এর বেশ কয়েকদিন পর ডিভোর্স লেটার পেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বারবার তাকে ফোন করেও পেলাম না। আশে-পাশে থাকা মানুষজনও তাড়া দিচ্ছিল দ্রুত এ জায়গাটা ত্যাগ করার। আমি যেন পাথর হয়ে গেলাম। নির্বাক, নিস্তব্ধ আমি সামনে এগোচ্ছি। পিছনে আমার চেনা-পরিচিত জায়গা, যত্নে-গড়া সংসার, ভালোবাসা-মায়া সব ফেলে রেখে। লোকেদের বিদ্রুপ আজ গায়ে লাগছে না। আমার মতো অপয়া থেকে তারা আজ মুক্ত হলো।

বাপেরবাড়ি যাওয়ার পর আমাকে তো আর বসিয়ে রাখবে না। তাই একবছর পরে আমাকে ইউরোপ প্রবাসী এক ব্যক্তির সাথে আবারও বিয়ে দেওয়া হলো। এক ছেলে ও এক মেয়েকে রেখে আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে। বাচ্চাদেরকে আমি নিজের সন্তান মনে করতাম। আমার দিনগুলো ভালোই যাচ্ছিলো। এক বছর পর আমিও মা হলাম। একে একে আমার আরো দু'টি সন্তান হয়।
এই খবর আমার প্রাক্তন স্বামীর এলাকার মানুষজনও জানতে পারল। তারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমার সাথেও যোগাযোগ করল। তারা ভেবেছিল আমি বন্ধ্যা। কত রকমের ঠাট্টা-বিদ্রুপ করত আগে। কিন্তু, এখন বুঝল আমি মোটেও বন্ধ্যা নই।

যখন সবাই বুঝল আমার কোনো সমস্যা ছিল না তখন তারা আমার প্রাক্তন স্বামীকে দোষারোপ করা শুরু করল। নানা ধরনের অপবাদ ও তুচ্ছতাচ্ছিল্যমূলক কথায় মানসিকভাবে পুরোপুরি ভেঙ্গে দিচ্ছিল। এসব কথা সহ্য করতে না পেরে আমার প্রাক্তন দেশে ফিরে এসে আবারও বিয়ে করেন। বিয়ের দু'টি বছর পরে জানা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু, দুঃখজনকভাবে মিসক্যারেজ হয়ে যায়। এরপর আবারও ২/৩ বার মিসক্যারেজ হয়। শেষে আমার প্রাক্তন তার স্ত্রী নিয়ে ওই এলাকা ত্যাগ করে। তারা ভিন্ন এক স্থানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করে। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।
লোকেরা এবার থামল। তারা বুঝতে পারল আমাদের কারোর-ই কোনো সমস্যা ছিল না।

আমরা একই বন্ধনে থাকা সত্ত্বেও আমাদের ঔরসজাত সন্তানের ভাগ্য হয় নি। বিচ্ছেদ না হলে কখনো বুঝতেও পারতাম না, আমরা দুজনেই ঠিক ছিলাম। বুঝাপড়া, যত্ন-আত্তি, ভালোবাসা সব-ই চমৎকার ছিল আমাদের। কিন্তু কে জানত আমরা আমাদের বন্ধনে থেকেও ভাগ্যে নেই!
সর্বদিকে সুখী হওয়া সত্ত্বেও সন্তানের সুখ নেই। বিচ্ছেদ না হলে হয়তো আমরা কোনোদিনও সন্তানের সুখটা পেতাম না। ভাগ্য সত্যিই নিদারুণ এক আশ্চর্যজনক। ভাগ্যের খেলা আমরা কেউই বুঝতে পারি না।

দোষ স্বীকার না করে বউয়ের যুক্তি🤣🤣🤣
20/05/2025

দোষ স্বীকার না করে বউয়ের যুক্তি🤣🤣🤣

01/05/2025

কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয়,
কিন্তু মানুষ মেলে না।
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।

অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ
আলোর মতন অকপট ও অপার মানুষ
বৃক্ষের মতন শান্ত , সহজ ও স্থির মানুষ
নদীর মতন জলজ ও গভীর মানুষ।

আমি তাই পথের সঙ্গে কথা কই-
নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পুষে রাখে মমতায়।
অভিযোগ নেই, অনুযোগ নেই- সর্বংসহা মায়ের মতন।
কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে, নদী ও বৃক্ষের সঙ্গে।
একটা জনমজুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ।

আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংগোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো ও অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা কই। আমাদের সঙ্গী হয় এইসব একাকীত্ব।

কারণ, আমাদের কথা কইবার মানুষ মেলে না,
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।

©সাদাত হোসাইন

30/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

30/04/2025

বউ খুশি থাকলে স্বামীরা এমনিতেই খুশি থাকে...
কিন্তু স্বামী খুশি থাকলে বউ কেন সন্দেহ করে?

01/10/2024

তোমার নেতা বিদেশে

20/09/2024

অনির্বাচিত অন্তর্বর্তী সরকার গঠন করার পর --

➡️ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু হয়নি৷
৫০টির মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে৷
➡️ দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে৷
শিক্ষকদের ওপরও হামলা হয়েছে অসংখ্য৷
➡️ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে ২০১০টি৷
➡️ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হামলা ও আগুনের ঘটনাও ঘটেছে অনেক৷ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার নামের শিল্প প্রতিষ্ঠান কার্যত ধ্বংস করা হয়েছে৷

‘‘যদি শুরু থেকেই এই ঘটনাগুলো প্রতিরোধ করা যেতো, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন তাদের বিচারের আওতায় আনা হতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না”
- সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান

অপরাধী যেই হোক আইনের আওয়াত আনতে হবে
20/09/2024

অপরাধী যেই হোক
আইনের আওয়াত আনতে হবে

20/09/2024

বাইতুল মোকাররম মসজিদে নামাজের সময় খতিব মুফতি রুহুল আমিন সাহেব এর উপর দুর্বৃত্তের হাম*লা। হ*তা*হত অনেকেই

14/07/2024

প্রিয় অভিভাবক ❤😌😂

28/03/2024

আমাদের এলাকায় এক আপুর বয়স ২৭ বছর, পড়াশোনা কমপ্লিট করে ভালো জব করে।

কিন্তু বয়সের জন্য তার বিয়ে হচ্ছিলো না,এমনি তেও সে তার লাইফে পরিবার নিয়ে ভালোই ছিল।

কিন্তু এলাকার ৩ বাচ্চার মা এক আন্টি এমন কোনো লোক বাদ রাখেনি যার কাছে ওই আপুর সমালোচনা করেনি। এমনকি ভরা বাজারে ওই আপুকে সরাসরি বলেছে, বউ ওয়ালা কোনো বেটার ঘাড়ে ঝুলে পড়তে,এভাবে বিয়ে ছাড়া থাকলে নাকি সমাজ নষ্ট হবে ।

তো আজকে সন্ধ্যায় ওই আপু সেই আন্টির সরকারি চাকরিওয়ালা জামাইকেই বিয়ে করে নিয়ে এসেছে🤣

শুনলাম ওই আন্টির নোংরা কথায় অতিষ্ট হয়ে আপু গেছিলো ওনার স্বামীর কাছে বিচার দিতে, পড়ে ওই লোক বলে তাকেই বিয়ে করে নিতে।

আজকে লাইফে বেস্ট একটা রিভেঞ্জ অফ নেচার দেখলাম😌

27/03/2024

ইমরান হাশমি ফিস ভার্সন 😀

Address

Dubai

Telephone

+8801828844539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chill time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category