Rony’s Bangali

Rony’s Bangali আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।

আস্সালামু-আলাইকুম সুভ সকাল 🌅 সবাইকে🌸। যারা এখনো কনটেন্ট মনিটাইজেশন পান নাই,পেতে হলে অবশ্যই এংগেজমেন্ট বাড়াতে হবে যার যত...
13/08/2025

আস্সালামু-আলাইকুম
সুভ সকাল 🌅 সবাইকে🌸।
যারা এখনো কনটেন্ট মনিটাইজেশন পান নাই,পেতে হলে অবশ্যই এংগেজমেন্ট বাড়াতে হবে যার যত বেশি এংগেজমেন্ট তাঁর তত দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে😊

12/08/2025

অবশেষে জামাইকে খুজে পাওয়া গেলো,🤭..লিজেন্ড রা ঠিকই বুঝবে।🥱।

10/08/2025

দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়।
১। যিনি বিপদে ফেলেছিলেন।
২। যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন।
(Good Morning 🌸🧘‍♂️)

18/07/2025

তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে।

16/07/2025

Congratulation Bangladesh
🥇 

11/07/2025

মিস্টার তারেক রহমান এবং ফখরুল সাহেব,
আপনার দলে স'ন্ত্রা'সী লালন পালন ব'ন্ধ করুন।
শহীদ জিয়ার আদর্শ কে আপনারা গ'লা'টি'পে হ'ত্যা করেছেন।আপনারা শেখ হাসিনা বিদায় থেকে শিক্ষা গ্রহণ করেননি। এর পরিণতি হবে ভ'য়া'বহ।

ফলাফলই সব নয়…জীবন তার চেয়ে অনেক বেশি মূল্যবান আজ তাহমিদের মতো একজন স্বপ্নবান শিক্ষার্থী আমাদের মাঝে নেই। সে হয়তো A+ প...
11/07/2025

ফলাফলই সব নয়…জীবন তার চেয়ে অনেক বেশি মূল্যবান

আজ তাহমিদের মতো একজন স্বপ্নবান শিক্ষার্থী আমাদের মাঝে নেই। সে হয়তো A+ পায়নি, তাই নিজেকে ব্যর্থ ভেবে তাহমিদ পৃথিবী ছেড়ে চলে গেছে… কিন্তু সে জানত না, তার অনুপস্থিতি তার পরিবার, বন্ধু আর এই সমাজকে কতটা ভেঙে দেবে।

তাহমিদের বন্ধুরা সবাই A+ পেয়েছে — কিন্তু তাহমিদ এখন আর কোনো পরীক্ষার রেজাল্টের মুখ দেখবে না…

একটা রেজাল্ট তোমার সব কিছু নির্ধারণ করে না।
তুমি একটা মার্কশিট না — তুমি একজন পূর্ণ মানুষ, যার ভেতরে হাজারটা সম্ভাবনা আছে।
জীবনে বারবার সুযোগ আসে, কিন্তু জীবন একটাই।

যদি কখনো মনে হয় তুমি একা, ব্যর্থ, বা হারিয়ে গেছ — দয়া করে, কাউকে বলো। কথা বলো। কাঁদো। সাহায্য চাও। আ*ত্মহ*ত্যা কখনো কোনো সমস্যার সমাধান না ভাই— এটা ভালোবাসার মানুষের চিরন্তন শোকের শুরু।

🙏 আমরা চাই না আর একটি প্রাণ হারাক, আর একটি মা কাঁদুক, আর একটি বন্ধুর খালি বেঞ্চ ফাঁকা থাকুক।

তুমি মূল্যবান। তুমি দরকারি। তুমি এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।

#পরীক্ষা_ফলাফল_শেষ_নয়

14/06/2025

এই গরমের মধ‍্যে লে iPhone ইউজার 🥱🤭😆

বাচ্চা গুলোর চোখে মুখে কি আনন্দ। লন্ডন যাচ্ছেন। নতুন স্কুলে পড়বে। উন্নত জীবন, পড়ালেখা বা আরো হাজারো পরিকল্পনা। বাচ্চা গু...
12/06/2025

বাচ্চা গুলোর চোখে মুখে কি আনন্দ। লন্ডন যাচ্ছেন। নতুন স্কুলে পড়বে। উন্নত জীবন, পড়ালেখা বা আরো হাজারো পরিকল্পনা। বাচ্চা গুলোর মা ডাক্তার। বাবা ৬ বছর ছিলেন আগে লন্ডনে। নিমিষেই সবাই এক ডাকে ওপারে চলে গেলেন। বহু আকাঙ্খিত যাত্রা শুরুর সময় একটি সেলফি তুলে তারা আত্মীয়দের কাছে পাঠিয়েছিল।

নোটঃ মৃ*ত্যু সবচেয়ে বড় সত্য এবং নিশ্চিত যেটা আমরা এড়িয়ে সুস্থ্য ও নিরাপদ দুনিয়াতে থাকতে চাই, নানা অন্যায় করি। কি লাভ হয় দিন শেষে? সব রেখেই সাড়ে তিন হাত মাটির নিচে পৌছে যাই। অনেক সময় মাটির উপরে দোয়া করার লোকটাও থাকেনা। @লেখাটা সংগৃহীত

05/06/2025

পিচ্ছির ডাকটা একটু শুনেন -হামজা—হামজা আহ চোখের শান্তি😊🥰.

22/05/2025

অবশ্যই তুমি পাবে যা তুমি চেয়েছো তার থেকেও উত্তম.!😊🖤
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

Address

Chandpur

Telephone

+8801619933511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony’s Bangali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rony’s Bangali:

Share