11/07/2025
ফলাফলই সব নয়…জীবন তার চেয়ে অনেক বেশি মূল্যবান
আজ তাহমিদের মতো একজন স্বপ্নবান শিক্ষার্থী আমাদের মাঝে নেই। সে হয়তো A+ পায়নি, তাই নিজেকে ব্যর্থ ভেবে তাহমিদ পৃথিবী ছেড়ে চলে গেছে… কিন্তু সে জানত না, তার অনুপস্থিতি তার পরিবার, বন্ধু আর এই সমাজকে কতটা ভেঙে দেবে।
তাহমিদের বন্ধুরা সবাই A+ পেয়েছে — কিন্তু তাহমিদ এখন আর কোনো পরীক্ষার রেজাল্টের মুখ দেখবে না…
একটা রেজাল্ট তোমার সব কিছু নির্ধারণ করে না।
তুমি একটা মার্কশিট না — তুমি একজন পূর্ণ মানুষ, যার ভেতরে হাজারটা সম্ভাবনা আছে।
জীবনে বারবার সুযোগ আসে, কিন্তু জীবন একটাই।
যদি কখনো মনে হয় তুমি একা, ব্যর্থ, বা হারিয়ে গেছ — দয়া করে, কাউকে বলো। কথা বলো। কাঁদো। সাহায্য চাও। আ*ত্মহ*ত্যা কখনো কোনো সমস্যার সমাধান না ভাই— এটা ভালোবাসার মানুষের চিরন্তন শোকের শুরু।
🙏 আমরা চাই না আর একটি প্রাণ হারাক, আর একটি মা কাঁদুক, আর একটি বন্ধুর খালি বেঞ্চ ফাঁকা থাকুক।
তুমি মূল্যবান। তুমি দরকারি। তুমি এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।
#পরীক্ষা_ফলাফল_শেষ_নয়