বাগাদী বার্তা চাঁদপুর বিবিসি

বাগাদী বার্তা চাঁদপুর বিবিসি বাগাদীতে আপনার চারপাশের খবর পেতে চোখ ?

05/10/2024

ব্রেকিং নিউজ
বিবিসি নিউজ:
চলমান বৃষ্টিতে বাগাদী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ জলাবদ্ধতা তৈরী হয়েছে। চরবাগাদী পাম্প হাউসের অধিকাংশ মটর অকেজো, পানি অপসারণ না করায় ব্যাপক জলাবদ্ধতা স্থায়ীরুপ ধারণ!
উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সুধীজন, পর্যবেক্ষণ পূর্বক ব্যবস্থা গ্রহণ জরুরি।

বাগাদী দরবারে মরহুম পীরের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত বাগাদী বার্তা চাঁদপুর বিবিসি নিউজঃবাগাদী দরবার শরীফের মরহুম পীর ও বা...
30/10/2023

বাগাদী দরবারে মরহুম পীরের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

বাগাদী বার্তা চাঁদপুর বিবিসি নিউজঃ
বাগাদী দরবার শরীফের মরহুম পীর ও বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ছায়াদ উল্যাহ খান রহঃ বড়মিয়া হুজুর এর ৪০তম ওফাত দিবস ছিল আজ। তিনি ১৩৯০ সালের ১৪ কার্তিক মংগলবার ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের ওফাত দিবস উপলক্ষে বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় দুপুর ১২টায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান এবং বাগাদী দরবারে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের দৌহিত্র সহকারী অধ্যাপক পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী এর পরিচালনায় পীর ছালামত উল্যাহ খান রহঃ ফুরফুরাভী ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওঃ মোঃ ছালামত উল্যাহ খান রহঃ এর বড় ছাহেবজাদা বাগাদী মাদরাসার সাবেক অধ্যক্ষ দরবারের মরহুম পীর আল্লামা শাহসূফী মাওঃ মোঃ ছায়াদ উল্যাহ খান বড় মিয়া হুজুর রহঃ এর বড় ছাহেবজাদা বাগাদী দরবারের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান। সভাপতিত্ব করেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মাদ খান। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, হেড মৌলভি মাওলানা আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক আলী আকবর গাজী প্রমুখ। সঞ্চালনায় মাওলানা আহমাদ উল্যাহ গাজী, কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাব্বির হাওলাদার, না'তে রাসূল পরিবেশন করেন হাফেজ ইয়াহিয়া।

মরহুমের নাতি বাগাদী দরবার শরীফ ছাহেবজাদা
বাগাদী মাদরাসার সহকারী অধ্যাপক পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী জানান, মরহুম পীরসাহেব আল্লামা শাহসূফী ছায়াদ উল্যাহ খান বড় মিয়া হুজুর রহ: ১৩১০ বাংলা, ১৯০২ খ্রীস্টাব্দে জন্মগ্রহন করেন এবং ১৪ কার্তিক ১৩৯০ বাংলা, ০১ নভেম্বর ১৯৮৩ ইংরেজি, রোজ মংগলবার ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তিনি বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ১ জানুয়ারি ১৯৩৬ খ্রীস্টাব্দ থেকে ১৪ জুন ১৯৮২ খ্রীস্টাব্দ পর্যন্ত। তিনি তার কর্মময়জীবনে মাদরাসা বোর্ডের সদস্য, চাঁদপুর মাদরাসা পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কেন্দ্র সচিব, জমিয়াতুল মোদাররেসিন এর প্রতিষ্ঠাকালিন উপদেষ্ঠা ও চাঁদপুর জেলা সভাপতি ছিলেন। ঢাকা আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষকদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ঢাকা আলিয়ার মুফাসসির মুফতি কাজী দ্বীন মোহাম্মাদ এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
তিনি নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করেন, সহ-সভাপতি হিসেবে ছিলেন ছারছিনার দরবারের মরহুম পীর আবু জাফর মোহাম্মদ ছালেহ রহঃ।
পীর আল্লামা মো: ছায়াদ উল্যাহ খান রহ: সভাপতি পদ ছেড়ে দিয়ে আবু জাফর ছালেহ রহ: কে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। নেজামে ইসলাম পার্টি হচ্ছে পূর্ব পাকিস্তান এর প্রধান ২টি রাজনৈতিক দলের একটি, দ্বিতীয়টি ছিল আওয়ামী মুসলিমলীগ।
তিনি বাগাদী দরবারের প্রতিষ্ঠাতা জৈনপুরী ছিলছিলার খলিফা মরহুম মৌলভি আমির খান মুন্সী রহ: এর এর বড় নাতি, ফুরফুরার প্রতিষ্ঠাতা মোজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহ: এর বিশিষ্ট খলিফা এবং জৈনপুরের হাফেজ আহমাদ জৈনপুরী হুজুরের ঘনিষ্ঠ সহচর বাগাদী দরবার ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম পীর আলহাজ্ব মাও: ছালামত উল্যাহ খান রহ: এর বড়ছাহেবজাদা। তিনি কুমিল্লা আদালতের জুরিবোর্ড এর সদস্য ছিলেন, ১৯৬৪ সালে তিনি বাগাদী ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন (উল্লেখ্য তার বাবা মরহুম পীর ছালামত উল্যাহ খান রহঃ ১৯১৪ সাল থেকে ১৯৪৪সাল পর্যন্ত মহকুমা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন)। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষকতা করেন। ফলে ক্ষুব্ধ পাক বাহিনী বাগাদী মাদরাসায় আর্মি ক্যাম্প স্থাপন করে প্রতিরোধের চেস্টা করে। পরে বাগাদীর পীরের কারামত দেখে তারা ক্যাম্পগুটিয়ে ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। প্রসঙ্গতঃ পরে এ মাদরাসায় ওনার বড় ছাহেবজাদা বর্তমান গদ্দীনশীন পীর বাগাদী মাদরাসার সাবেক অধ্যক্ষ(১৯৮২ থেকে ২০১১সাল) আলহাজ্ব নেয়ামত উল্যাহ খান আবু হুজুরের(জন্ম আগস্ট ১৯৪৬সাল) নেতৃত্বে সরাইখানা খুলে নিয়মিত মুক্তিকামী অসহায় মানুষের খাবার রুটি ও খিচুড়ি বিতরণ করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রিলিফ সামগ্রী, ডান্ডী কার্ড বিতরণ করেন। আবু হুজুরের শশুর ছিলেন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারী এমএবিএবিটি, চাচা শশুর সাব সেক্টর কমান্ডার ফরিদগঞ্জ মদনের গাও এর কর্নেল বজলুল গনি পাটোয়ারী, সমুন্দী আউয়াল পাটোয়ারী সেলিম ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার। এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় তিনি জেনারেল এমএজি ওসমানি স্বাক্ষরিত পাসধারী ছিলেন।
মরহুম পীর অধ্যক্ষ মাও: ছায়াদ উল্যাহ খান রহঃ ছিলেন দীর্ঘদেহী ভরাট কন্ঠের অধিকারী গভির জ্ঞানের অধিকারী। যার ছোহবতে সারা বাংলার হাজার হাজার আলেম ও পীর ধন্য হয়েছেন। আজো তার বহু ছাত্র জীবিত রয়েছেন। তার সময়েই কুমিল্লা অঞ্চল থেকে আলিয়া মাদরাসার সুনাম সারা বাংলায় ছড়িয়ে পড়ে এবং বাগাদী মাদরাসার ছাত্রদের মাধ্যমে বহু মাদরাসা, মসজিদ ও খানকাহ প্রতিষ্ঠিত হয়। যা স্থানিয় ভাবে টিকে রয়েছে।
তার সময়েই চাঁদপুর অঞ্চলে ফুরফুরা, জৈনপুর ও ছারছিনার হুজুরদের ব্যাপক খেদমত করার সুযোগ ঘটে এবং সে কারণেই আজো এ অঞ্চলের মানুষ বাগাদী দরবারের পাশাপাশি বিভিন্ন দরবারের পীরদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি লালন করে আসছে। ওনার বড় ছাহেবজাদ বর্তমান পীর আলহাজ্ব মাও: একেএম নেয়ামত উল্যাহ খানও বাবার যোগ্য প্রতিনিধি হিসেবে তা ধরে রেখেছেন। ফলে আজো বাগড়া বাজারে জৈনপুরী হুজুরদের আগমন অব্যাহত আছে, ফুরফুরার পীর আবুল আনসার আব্দুল কাহহার সিদ্দিকী জীবনের শেষ পর্যন্ত বাগাদী দরবারে নিয়মিত এসেছেন, বর্তমানেও তার আওলাদদের বিচরণ রয়েছে। নেয়ামত উল্যাহ খান আবু হুজুরের সভাপতিত্ব ও আয়োজনে বাগড়া বাজারে জীবনের শেষ মাহফিল করে ইন্তেকাল করেছন ছারছিনার মরহুম পীর আবু জাফর ছালেহ রহ:।
মরহুম পীর ছায়াদ উল্যাহ খান রহ: বাবার যোগ্য সন্তান হিসেবে বহু মসজিদ এবং ঈদগাহ কায়েম করেছেন। যেগুলোর ইমাম ও খতিব হিসেবে খেদমতে আজো তার সন্তান, নাতি এবং ছাত্ররা রয়েছেন।
তিনি এ অঞ্চলের মানুষের কাছে বড় মিয়া হুজুর নামেই বেশী পরিচিত ছিলেন। নতুন প্রজন্ম হয়তো তাদের দাদা-নানার কাছে তা জেনে থাকবেন।
এই মহান পুরুষের অবদানে বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসা ১৯৩৬ সালে ফাজিল স্বীকৃতি লাভ করে। সেই থেকে বাগাদী মাদরাসায় মশহুর আলেমগন শিক্ষক হিসেবে খেদমত করে গেছেন এবং তারই সুযোগ্য বড় ছাহেবজাদা ১৯৮২ সাল থেকে অত্র মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ২০১১সালে অবসরের পর থেকে বর্তমান পর্যন্ত মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে এবং দরবারের পীর হিসেবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আল্লাহ পাক চাঁদপুর অঞ্চলের গৌরব পীর অধ্যক্ষ আল্লামা ছায়াদ উল্যাহ খান রহ: এর বর্ণাঢ্য কর্মময় ও ধর্মিয় জীবনের সকল খেদমতগুলোকে ছাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন, আমিন।

বাগাদী দরবারের মরহুম পীর বড়মিয়া হুজুর রহ: এর ৪০তম ওফাত দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া আগামীকাল বিবিসি নিউজ ডেস্কঃবাগাদী দ...
29/10/2023

বাগাদী দরবারের মরহুম পীর বড়মিয়া হুজুর রহ: এর ৪০তম ওফাত দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া আগামীকাল

বিবিসি নিউজ ডেস্কঃ
বাগাদী দরবার শরীফের মরহুম পীর ও বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ছায়াদ উল্যাহ খান রহঃ বড়মিয়া হুজুর এর ৪০তম ওফাত দিবস উপলক্ষে আগামীকাল ৩০ অক্টোবর সোমবার দুপুর ১২টায় স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হচ্ছে।

তিনি ১৩৯০ সালের ১৪ কার্তিক মংগলবার ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের ওফাত দিবস উপলক্ষে বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় সোমবার দুপুর ১২টায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান এবং বাগাদী দরবারে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হবে।

বাগাদী ইউনিয়ন পশ্চিম সকদিতে মরহুম মো: জয়নাল আবেদীন মিলিটারির জানাজা ও দাফন সম্পন্ন।২৯/১০/২৩ ইংবাদ জোহর
29/10/2023

বাগাদী ইউনিয়ন পশ্চিম সকদিতে মরহুম মো: জয়নাল আবেদীন মিলিটারির জানাজা ও দাফন সম্পন্ন।

২৯/১০/২৩ ইং
বাদ জোহর

ফিলিস্তিনে হামলার প্রতিবাদেচাঁদপুরে মজলিসুল ওয়ায়েজীনের মানববন্ধনফিলিস্তিন সংকট সমাধানে বিশ্বজনমত তৈরীর জন্য উদ্যোগ নিতে...
21/10/2023

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে
চাঁদপুরে মজলিসুল ওয়ায়েজীনের মানববন্ধন

ফিলিস্তিন সংকট সমাধানে বিশ্বজনমত তৈরীর জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ।

স্টাফ রিপোর্টার।। ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর ইসরাইলের হামলা ও হত্যার প্রতিবাদে চাঁদপুরে মজলিসুল ওয়ায়েজীনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার বিকেলে শহরের শপথ চত্বরে বাংলাদেশের আলেম-ওলামা-পীরমাশায়েখ ও ওয়ায়েজদের অরাজনৈতিক সংগঠন মাজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি উয়েসিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা শায়খ সাইয়্যেদ মাসউদ আহমেদ বোরহানি।

বাগাদি দরবার শরীফের পীরজাদা মাজলিসুল ওয়ায়েজিন বাংলাদেশের চাঁদপুর জেলা আহবায়ক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সভাপতিত্বে, মাজলিসুল ওয়ায়েজিন বাংলাদেশ এর কেন্দ্রিয় সমন্বয়কারী কাজী ইসহাক জামীল এর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিদলাই দরবারের পীর আল্লামা রুহুল আমিন সালেহী,
মদনা দরবার শরীফের পীরজাদা মুফতি শাহ কাউসার আহমেদ, হাফেজ মাও. মুফতী মহিউদ্দিন সালেহী, হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন সালেহী,
মানবন্ধনে উপস্থিত ছিলেন মাও. আমিনুল ইসলাম সালেহী, মাও. মামুনুর রশিদ খাঁন নুরী, কাজী মাও. ওয়ালীউল্লাহ ভূঁইয়া, মাও. মুফতী বাকী বিল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন আল কাদেরী, মাও. নেয়ামত উল্যাহ আল কাদেরী, মাও. মহিউদ্দিন বিন ইসমাইল, অধ্যক্ষ মাও. কাজী ইসমাইল বিন কাসেম, অধ্যক্ষ মাও. ওমর ফারুক, মাওলানা আশিকুর রহমান চিশতী ও মাও. বেলাল হুসাইন চিশতী, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডা: সফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযানে আমরা সংহতি ও সমর্থন জানাই। মাজলিসুল ওয়ায়েজীন মনে করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন ইস্যুতে পাশে থাকা দরকার। নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানিতে আধুনিক বিশ্বের নীরবতায় সমবেদনা জানাই। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদীদের দ্বারা ফিলিস্তিন ভূমির দীর্ঘ সময়ের দখলকে যুক্তি ও প্রজ্ঞার সঙ্গে দেখার দাবি জানাই। এটি ইতিহাসে কলঙ্কজনক।

বক্তারা বলেন, ফিলিস্তিন ও আকসা আমাদের সমগ্র মুসলিম উম্মাহর আবেগের জায়গা। সুতরাং অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। না হলে ইসরাইলকে এর চরম মাশুল দিতে হবে। আল আকসা ও ফিলিস্তিন আমাদের মুসলমানদের, এতে কারো অংশিদারিত্ব নেই। সুতরাং কোন অমুলক দাবি নিয়ে আল আকসার সম্মানহানি ও ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ অব্যাহত রাখলে এর কঠিন জবাব দেয়া হবে।

বক্তারা আরো বলেন, আল আকসার পবিত্রতা রক্ষা ও ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্বের প্রতিটি কন্ঠে আওয়াজ উঠুক ফিলিস্তিন জিন্দাবাদ দখলদার ইসরাইল নিপাত যাক। এখনি সময় এসেছে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার তাই আসুন ফিলিস্তিনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নেই। ইসরা ও মীরাজের সুতিকাগার আল আকসা ও ইসলামের ইতিহাসের গুরুত্বপুর্ণ ঘটনার স্বাক্ষী ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। আল আকসা আমাদের প্রথম কিবলা কাবাতুল মুশাররফার ইজ্জত রক্ষায় যেভাবে আবাবিল এসেছিল ঠিক বর্তমানেও যদি প্রয়োজন হয় আল আকসার ইজ্জত রক্ষায় সমস্ত বিশ্বের মুসলমান আবাবিলের ভুমিকায় ঝাপিয়ে পড়বে। ৫৭ টি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয় জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে চাঁদপুরের বিভন্ন উপজেলা থেকে আগম ইমাম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মুসল্লীগণ ফিলিস্তিনিদের জন্য দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

চাঁদপুর পশ্চিম বাগাদী ঢালিরঘাট মোহাম্মাদিয়া নেছারিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতবিবিসি নিউজ ডে...
21/10/2023

চাঁদপুর পশ্চিম বাগাদী ঢালিরঘাট মোহাম্মাদিয়া নেছারিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিবিসি নিউজ ডেস্কঃ
চাঁদপুর সদরস্থ পশ্চিম বাগাদী ঢালিরঘাট মোহাম্মাদিয়া নেছারিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। মাদরাসা কমিটির সভাপতি মো: মহসিন খান বাবুল এর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগাদী দরবারের ছাহেবজাদা পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী। এছাড়াও সহ-সভাপতি মো: মনসুর মিয়া, মো: জাহাঙ্গীর গাজী, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন মিঠু, কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ বিল্লাল হোসাইন, সদস্য মো: শরিফ হাওলাদার, হাফেজ মোঃ সাদ্দাম হোসাইন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ রহমত উল্যাহ, হাফেজ মো: মোবারাক হোসাইন। প্রায় শতাধীক অভিভাবকের উপস্থিতিতে অভিভাবক সমাবেশে মাদরাসার সার্বিক কর্মকান্ড পর্যালোচনা করা হয়। নানা উন্নয়নমূখী সিদ্ধান্ত গৃহিত হয়।

ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে বাগাদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভানিজস্ব প্রতিবেদক ।।ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে চাঁদপুর স...
19/10/2023

ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে বাগাদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক ।।
ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেলে (১৯ অক্টোবর)অনুষ্ঠিত হয়েছে।
বাগাদী দরবার শরীফের পীরজাদা ও আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাগাদী ইউনিয়ন কমিটির সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান, আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাগাদী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন, ইউনিয়ন কমিটির সহ সভাপতি বাগাদী চৌরাস্তা বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আলি হোসাইন ও ইমাম হাফেজ জসিম উদ্দিন, ঢালিরঘাট জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসাইন, তরুন বক্তা পীরজাদা মোখতার আহমেদ আব্দাল প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার কয়েক শ লোক জড়ো হয়। সভায় বক্তরা ইসরাইল পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান এবং আগামী শনিবার শহরের বাইতুল আমিন শপথ চত্বরে সমাবেশে যোগ দেয়ার আহবান জানান।

৮নং বাগাদী ইউনিয়ন তৌহিদি জনতার প্রতিবাদ ও মানববন্ধনবিবিসি নিউজ ডেষ্কঃহজরত মুহাম্মদ সা: কে নিয়ে কুটক্তি করার প্রতিবাদে না...
11/08/2023

৮নং বাগাদী ইউনিয়ন তৌহিদি জনতার প্রতিবাদ ও মানববন্ধন

বিবিসি নিউজ ডেষ্কঃ
হজরত মুহাম্মদ সা: কে নিয়ে কুটক্তি করার প্রতিবাদে নাস্তিক মুরতাদ আসাদ নূরের ফাঁসির দাবি জানিয়ে ৮নং বাগাদী ইউনিয়ন তৌহিদি জনতার প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের সাহেবজাদা বাগাদী মাদরাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, বাগাদী মিয়াজি বাড়ি জামে মসজিদের খতিব পীরজাদা মাওলানা আশেকুল আরেফীন নাহিদ, আলহাজ্ব আব্দুল বারেক গাজী, পশ্চিম সকদী মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন হিরু, বাগাদী ছায়েদিয়া জামে মসজিদের ইমাম ক্বারী নিজামুদ্দিন, গাজী মো: আফজাল, ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী, মো: মেহেদী হাসান খান প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, নবী করিম সা:কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও প্রাণের টানে এখানে উপস্থিত হয়েছি। আমরা অবিলম্বে নাস্তিক আসাদ নূরকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কটূক্তি করার দুঃসাহস দেখাতে না পারে।
পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ বলেন, শুধু মুখে নয় অন্তর থেকে নবী প্রেম দেখাতে হবে, নবীর অপমানে যেমন ক্ষোভ প্রকাশ করতে হবে তেমনি সব সময় নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে হবে, ঘরে ঘরে নবী প্রেম জাগাতে মিলাদ ও দোয়ার আয়োজন করতে হবে।

ঢালিরঘাট সামাজিক ও রক্তদান সংস্থার উদ্যোগে বাগাদীতে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিতবিবিসি নিউজ ডেষ্ক:"সেচ্ছা...
11/08/2023

ঢালিরঘাট সামাজিক ও রক্তদান সংস্থার উদ্যোগে বাগাদীতে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিবিসি নিউজ ডেষ্ক:
"সেচ্ছায় করুন রক্তদান আপনার রক্তে বাচবে প্রান" এ স্লোগান কে সামনে রেখে গতকাল (১০আগস্ট) ঢালীরঘাট সামাজিক ও রক্তদান সঃস্থা স:স্থার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী গনি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুল হাসান, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢালীরঘাট সামাজিক সংগঠন এর সভাপতি আল্লামা মাহফুজ উল্লাহ ইউসুফী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢালীরঘাট সামাজিক সংগঠন এর সহ সাধারণ সম্পাদক আসিফুর রহমান, কোষাধ্যক্ষ তাহসান হাসান রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকগন।

12/07/2023

গরিবের বংগবাজার, হাসান আলি মাঠের কোনা, চিশতীয়া জামে মসজিদের সামনে...

12/07/2023

চৌরাস্তা ঝাল পল্লি!
মসজিদের উত্তর পাশ্ববর্তী ইচলী রাস্তার মোড়ে, চটপটি, ফুসকা, ঝাল মুড়ি, ঘুগ্নি আর কাবাবের সমারোহ, দুরদুরান্তের গ্রাহকের বিকেলের আড্ডা জমে এখানে।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঢাকায় সাংবাদিক সমাবেশ।
20/06/2023

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঢাকায় সাংবাদিক সমাবেশ।

বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সাথে জীবন ও জীবিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
20/06/2023

বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সাথে জীবন ও জীবিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নানুপুর দরবারে যিয়ারত ও ডিএনসি বাজার পরিদর্শনে  বাগাদী দরবারের ছাহেবজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীবিবিসি নিউজ ডেস্কঃন...
20/06/2023

নানুপুর দরবারে যিয়ারত ও ডিএনসি বাজার পরিদর্শনে বাগাদী দরবারের ছাহেবজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী

বিবিসি নিউজ ডেস্কঃ
নানুপুর দরবারে যিয়ারত ও ডিএনসি বাজার মসজিদ পরিদর্শন করেন বাগাদী দরবারের ছাহেবজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, উন্নয়ন কাজে সহিযোগিতার আশ্বাস।
গতকাল দুপুরে চাঁদপুর সদরস্থ নানুপুর দরবারে মরহুম পীর আলহাজ্ব মোহাম্মাদ বিন ওয়াজিহুল্লাহ রহঃ এর মাজার যিয়ারত করেন বাগাদী দরবার শরীফের ছাহেবজাদা পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী। পাশেই ডিএনসি বাজারস্থ পশ্চিম সকদি মসজিদই নূর জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন।
এসময় তিনি তার বাল্য শিক্ষক বাগাদী মাদরাসার সাবেক শিক্ষক বিশিষ্ট হোমিও চিকিৎসক মাওঃ তবিব উল্যাহ সাথে সাক্ষাত ও তার স্বাস্থ্যগত এবং পারিবারিক খোজ খবর নেন, কুশল বিনিময় করেন।

সেখানে উপস্থিত মসজিদ-ই- নূরের খাদেম মোঃ রুহুল আমিন মিয়াজির কাছে মসজিদের নির্মানকাজের খোজ খবর নেন। নির্মান কাজে নানা পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তার সাথে ছিলেন পীর আলহাজ্ব ছালামত উল্যাহ খান রহঃ ইসলামী পাঠাগার বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির সদস্য হাফেজ মোঃ ফয়েজ উল্যাহ শেখ, উত্তর বাগাদী ছালামতিয়া জামে মসজিদ শাখার সেক্রেটারি মোঃ জাহিদ হাসান রাজা।

Address

Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when বাগাদী বার্তা চাঁদপুর বিবিসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাগাদী বার্তা চাঁদপুর বিবিসি:

Share